Advertisment

'কবীর সিং'য়ে কিয়ারার সঙ্গে মেজাজ-মারামারি! সপাটে চড় মেরে শাহিদের কান গরম করেন সহ-অভিনেত্রী

ভয়ে অবস্থা কাহিল শাহিদের, কিয়ারার হয়ে বদলা নেন অভিনেত্রীই...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shahid kapoor, kiara advani, mrunal thakur, shahid kiara, kabir singh, shahid kapoor mrunal thakur, shahid kapoor movies, shahid kapoor news, shahid kapoor bollywood, শাহিদ কাপুর, কিয়ারা আডবানি, বলিউড, টলিউড, টেলিভিশন অভিনেতা, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

শাহিদ-কিয়ারা

শুটিং ফ্লোরে কত কিছুই না হয়। অভিনয়ের প্রয়োজনে কতকিছুই না করতে হয়। তাই বলে, একজনের বদল আরেকজন নেবেন? এমনটাই হয়েছিল শাহিদ কাপুরের সঙ্গে। নিজের অতীতের কাজের জন্য সপাটে চড় পড়েছিল তাঁর গালে!

Advertisment

কিয়ারার সঙ্গে কবীর সিং ছবিতে যা নয় তাই করেছিলেন শাহিদ। অনস্ক্রিন, মারধোর - অকথ্য কথাবার্তাও বলতে শোনা গিয়েছে তাঁকে। কবীর সিংয়ে হওয়া সেই অত্যাচারের বদলা নিয়েছিলেন বলিউডের আরেক অভিনেত্রী। তিনি ম্রুণাল ঠাকুর। অভিনেত্রীর হাতে কষিয়ে একটা খেয়েছিলেন শাহিদ। কপিল শর্মার শোয়ে এসেই খোলসা করেছিলেন সেসব।

আরও পড়ুন < শুটিং ফ্লোরে বিরাট আকারের সাপ! দৃশ্যের মাঝেই দৌড়লেন টেলিভিশন ‘হার্টথ্রব’ >

জার্সি ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুজনে। সেখানেই একটি চড় মারার দৃশ্যে পিছিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। কিন্তু নিজেকে তো মোটিভেট করতেই হবে। সেকারণেই, ফোন গিয়েছিল কিয়ারার কাছে। সোজা ম্রুণাল জিজ্ঞেস করেন, "কী হয়েছিল তোমার সঙ্গে? তোমার সঙ্গে যা অত্যাচার হয়েছিল বল, আমি গিয়ে শাহিদকে কষিয়ে একটা দেব।" যদিও, বা দৃশ্যের প্রয়োজনেই কিয়ারার সাহায্য নিয়েছিলেন তিনি। কিন্তু...

শাহিদ নিজেও বুঝতে পারেন নি এমন কিছু হতে চলেছে। কত জোড়ে আর মারবেন? এই ভুল ধারণায় ছেদ পড়ল ঠিক তখনই যখন গালে সপাটে একটা পড়ল তাঁর। কিছুক্ষণের জন্য কান বন্ধ হয়ে গিয়েছিল শাহিদের। পরে অবশ্য জানতে পারেন এত জোরে চড় খাওয়ার কারণ। তবে, আজও মনে রেখেছেন সেই তীব্র চড়কে। এই কাণ্ডে হেসে লুটোপুটি অভিনেত্রী নিজেও, পরে, ক্ষমাও চেয়ে নেন তিনি।

shahid kapoor bollywood Kiara Advani Entertainment News
Advertisment