Jersey Hindi Remake: ক্রিকেট নিয়ে বলিউডে বেশ কিছু ছবি তৈরি হয়েছে যার মধ্যে মহেন্দ্র সিং ধোনির বায়োপিকও রয়েছে আবার সাম্প্রতিক রমকম 'দ্য জোয়া ফ্যাক্টর'ও রয়েছে। এবার জীবনযুদ্ধে হারতে বসা এক প্রতিভাবান ক্রিকেটারের গল্প নিয়ে তৈরি হতে চলেছে ছবি 'জার্সি'। এই বছরেই মুক্তিপ্রাপ্ত একটি তেলুগু ছবির রিমেক হবে এই হিন্দি ছবিটি, যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শাহিদ কাপুরকে।
Advertisment
তিরিশ পেরিয়ে গেলে ক্রিকেট থেকে ক্রমশ সরে আসতে থাকেন খেলোয়াড়রা। সৌরভ গঙ্গোপাধ্যায় তিরিশের কোঠার মাঝামাঝি আবার কামব্যাক করেছিলেন ঠিকই কিন্তু তার কয়েক বছর পরেই ওডিআই থেকে ক্রমশ সরে আসতে থাকেন। চল্লিশের কোঠায় পৌঁছে তিনি খেলা থেকে অবসর নেওয়ারও সিদ্ধান্ত নেন। তবে তাঁর ক্রিকেট কেরিয়ার কিন্তু শুরু হয়েছিল তাঁর টিনএজেই। 'জার্সি' এমন এক খেলোয়াড়ের গল্প যার ক্রিকেট কেরিয়ার শুরুতেই শেষ হয়ে যায় কিন্তু সে ফিরে আসে চল্লিশ ছুঁইছুঁই বয়সে।
চোখে জল আনা এক গল্প বলবে 'জার্সি'। খেলা থেকে সরে আসা এক ক্রিকেটারের পারিবারিক জীবন, মানসিক চাপ, দারিদ্র্য সবকিছুই রয়েছে এই ছবির গল্পে। 'জার্সি' তেলুগু ছবিটি মুক্তি পায় চলতি বছরের ১৯ এপ্রিল। বক্স অফিসে ভালো সাড়া ছিল ছবির। পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পায়। এবার সেই ছবিরই হিন্দি রিমেকের কাজ শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি।
প্রথম থেকেই শাহিদ কাপুরই ছিলেন নায়কের ভূমিকায় প্রথম পছন্দ। তবে নায়িকার ভূমিকায় প্রথমে রশমিকা মন্দনার কথা শোনা গেলেও আইএএনএস-এর একটি সাম্প্রতিক আপডেট অনুযায়ী, ছবিতে শাহিদের বিপরীতে দেখা যাবে মৃণাল ঠাকুরকে। ছবিটি পরিচালনা করবেন গৌতম তিন্নানুরি যিনি মূল তেলুগু ছবিরও পরিচালক। আগামী বছর অগস্টে মুক্তি পাবে এই ছবি।
এর আগে ক্রিকেট নিয়ে আরও একটি ছবিতে নায়কের ভূমিকায় দেখা গিয়েছে শাহিদকে-- 'দিল বোলে হাড়িপ্পা'। কিন্তু সেই ছবিটি ছিল একটি প্রেমের গল্প। জার্সি সম্পূর্ণ অন্য মাত্রা ও দৃষ্টিভঙ্গি থেকে দেখতে চলেছে ক্রিকেটকে।