নেতাজী'র সঙ্গে ঘনিষ্ঠ যোগ রয়েছে শাহরুখের! চাঞ্চল্যকর তথ্য

খুঁজলে দেখতে পাবেন শাহ নওয়াজ খানের সন্তান হসেবে লতিফ ফতিমা খানের নাম পাওয়া যাবে। শোনা যায় শাহ নওয়াজের নিজের তিন পুত্র, দুই কন্যা ছিল। তবু ফতিমাকে তাঁরা নিজেদের কন্যার মতোই মানুষ করেছিলেন।

খুঁজলে দেখতে পাবেন শাহ নওয়াজ খানের সন্তান হসেবে লতিফ ফতিমা খানের নাম পাওয়া যাবে। শোনা যায় শাহ নওয়াজের নিজের তিন পুত্র, দুই কন্যা ছিল। তবু ফতিমাকে তাঁরা নিজেদের কন্যার মতোই মানুষ করেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শাহরুখের নেতাজী যোগ। ফোটো- সোশাল মিডিয়া

বলিউড তারকাদের মা বাবাদের নিয়ে চর্চা হওয়াটা একেবারেই সাম্প্রতিক ট্রেন্ড। সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল সেলেবদের সঙ্গে তাঁদের মায়েরা বাবারাও ড্রয়িং রুমের পরিচিত মুখ। কিন্তু এক দশক আগেও এমনটা ছিল না। তারকাদের মা বাবারা যারা জনপ্রিয় ছিলেন, তা নিজগুণেই ছিলেন। অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চন ছিলেন খুবই নাম করা কবি। তেমনই আরেক সুপার স্টার শাহরুখ খানের মাও কিন্তু যে সে মহিলা ছিলেন না। লতিফ ফতিমা খান ছিলেন শাহ নওয়াজ খানের কন্যাসম।

Advertisment

কে এই শাহ নওয়াজ খান? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (আইএনএ)-র তিনজন জেনারেলের একজন ছিলেন শাহ নওয়াজ। সুভাষ চন্দ্রের আদর্শে অনুপ্রাণিত হয়েই ১৯৪৩ সালে ন্যাশনাল আর্মিতে যোগ দেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনিই ছিলেন সংগঠনের অন্যতম জেনারেল। জেনারেল খান ফতিমাদের পরিবারের খুব ঘনিষ্ঠ ছিলেন বরাবর।

publive-image পুরোন সংবাদপত্র থেকে পাওয়া ছবি

আরও পড়ুন, সুশান্ত মৃত্যু বিতর্কে মহেশের পাশে সোনি, একহাত নিলেন নেটিজেনদের

Advertisment

পরিবারে এক দুর্ঘটনা ঘটার পর জেনারেল খান ফতিমাকে দত্তক নেন বলেও শোনা যায়। তবে সে ব্যাপারে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায় না। এদিকে উইকিপিডিয়ায় খুঁজলে দেখবেন শাহ নওয়াজ খানের সন্তান হসেবে লতিফ ফতিমা খানের নাম পাওয়া যাবে। শোনা যায় শাহ নওয়াজের নিজের তিন পুত্র, দুই কন্যা ছিল। তবু ফতিমাকে তাঁরা নিজেদের কন্যার মতোই মানুষ করেছিলেন। নেতাজী এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নিয়ে বেশ কিছু বই লেখেন নওয়াজ, যা ইতিহাসের জীবন্ত দলিল হিসেবে রয়ে গেছে।

১৯৫৯ সালে ফতিমা বিয়ে করেন মীর তাজ মহম্মদ খানকে, যিনি নিজেও একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

netaji Shah Rukh khan