শাকিব খানকে নিয়ে জোর চর্চা, ওপার বাংলার শিল্পীকে নিয়ে আলোচনা তুঙ্গে। সাত বছর আগের ঘটনা নিয়েই অভিনেতা সকলের রোষের মুখে। অস্ট্রেলিয়ায় ছবির শুটিং করতে গিয়ে নাকি ধর্ষণ করেছিলেন শাকিব খান। ছবির নাম ছিল 'অপারেশন অগ্নিপথ'।
গতকাল এই নিয়েই হাল ধরেছিলেন, তাঁর প্রাক্তন স্ত্রী বুবলি। এবার আবারও একবার শাকিবের হয়ে গলা চড়ালেন ছবির পরিচালক আশিকুর রহমান। প্রযোজকের করা মামলা একেবারেই মিথ্যে বলেই দাবি করেছেন তিনি। কী হয়েছিল আসলে ৭ বছর আগে? পরিচালক বললেন, "নায়কের আইনজীবীর সঙ্গে তিনিও কোগরা থানায় গিয়েছিলেন, সমস্ত ঘটনা বিস্তারিত জানার জন্যই। আইনজীবীর সঙ্গে বিভিন্ন কাগজপত্র নিয়ে আলোচনাও করেন। উপযুক্ত প্রমাণ না পেয়েই, শাকিবের সঙ্গে সরাসরি কথা বলার পরই সিডনিতে তাঁকে শুটিং করার অনুমতি দেওয়া হয়"।
আরও পড়ুন < ‘শাকিব ধর্ষণ করল, শুটিংয়ে কেউ বুঝতেও পারল না..!’ ভয়ঙ্কর ‘ষড়যন্ত্রের ইঙ্গিত’ বুবলির >
শেষ কিছুদিন ধরে নানান বিতর্ক। শাকিব এর বিরুদ্ধে নানান অভিযোগ। হোটেলে যৌনকর্মী নিয়ে কুকীর্তির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেই খরচ দিতে গিয়েই মাথায় হাত পড়ত প্রযোজনা সংস্থার। পরিচালক বলেন, "শেষ কিছুদিন ধরে নানান বিতর্ক। ২০১৬ - ২০১৮ দুবার তিনি অস্ট্রেলিয়ায় শুটিং করতে আসেন। তাঁর বিরুদ্ধে এমনও অভিযোগ, প্রাণ নিয়ে নাকি পালিয়ে গিয়েছেন তিনি। কিন্তু একথা একেবারেই ভুল, কারণ অস্ট্রেলিয়ায় কারওর বিরুদ্ধে অভিযোগ উঠলে তার বিচার বিবেচনা না করে দেশ থেকে পালানোর অথবা প্রবেশের অনুমতি মেলে না"।
উল্লেখ্য, এই নিয়ে নানান কাণ্ডে নাম জড়িয়েছে শাকিব খানের। ছেলের পরিচয় নিয়ে যখন দোনামনায় ছিলেন বুবলি, তখন তিনি শাকিবের হয়ে নানান কথা বলেন। ঢালীউডের নায়িকাদের মধ্যে অনেকের সঙ্গেই ব্যক্তিগত সম্পর্ক শাকিবের, সেই নিয়েও শোরগোল কম নেই। গতকাল, বুবলি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, "শুটিং চলাকালীন এহেন খারাপ অভিজ্ঞতার সম্মুখীন যদি কেউ হয়েও থাকেন, তবে তাঁকে বাদ দেওয়া হল না কেন? সংগঠনগুলিকে অভিযোগ করা হল না কেন"? দুপক্ষের কথা শোনা হয়নি বলেই অভিযোগ করেছেন শাকিবের স্ত্রী।