/indian-express-bangla/media/media_files/2025/06/06/84xfwZnP10uPJFXQL1vi.jpg)
কুরবানির ঈদে কোটি টাকার গরু
Shakib Khan: রাত পোহালেই কুরবানির ঈদ। আর উৎসবের মরশুমে এবার 'তাণ্ডব' করবেন ওপার বাংলার সুপারস্টার শাকিব খান। সঙ্গী বাংলাদেশের দুই সুন্দরী নায়িকা জয়া আহসান ও সাবিলা নূর। দীর্ঘ ১২ বছর পর ফের একসঙ্গে বড় পর্দায় কাজ করছেন শাকিব খান ও জয়া আহসান। যা নিঃসন্দেহে শাকিব ভক্তদের কাছে বিরাট পাওনা। একদিকে মুক্তি পাবে নতুন ছবি তো অন্যদিকে কুরবানির জন্য কোটি টাকায় কিনলেন গরু। বাংলাদেশের প্রথমসারির সংবাদমাধ্যম যমুনা টিভির খবর অনুযায়ী, বিশালাকৃতির দানব গরু কিনেছেন শাকিব খান। যার দাম শুনলে চোখ কপালে উঠবে। তিনি শুধু দেশের সেরা নায়কই নন, ওপার বাংলার সেরা গুরুটিও শাকিবের দখলে।
এর আগে নাকি বাংলাদেশের কোনও তারকারই এত বড় গরু কেনার ক্ষমতা হয়নি। সিনেমা নিয়ে যতই ব্যস্ত থাকুন না কেন কুরবানির দিনের কথা কখনও ভোলেন না। সূত্রের খবর, এবার শাকিব খান ১০ টি গরু কুরবানি দেবেন। নিজের জন্য একটি রেখে বাকিগুলো গরীব মানুষদের মধ্যে বিতরণ করে দিয়েছেন। সাধারণ মানুষের ভিড়ে এমনভাবে হাজির হন যে কেউই বুঝতেই পারেন না শাকিব খান হাটে গরু কিনতে এসেছেন। দেহরক্ষীকে সঙ্গে নিয়ে গাড়ির ভিতর থেকেই দেখিয়ে দেন তাঁর পছন্দ গরুটিকে। এবারে এক কোটির বেশি টাকা কুরবানির জন্য ব্যয় করেছেন শাকিব খান।
আরও পড়ুন 'সম্পূর্ণ সংজ্ঞাহীন-নার্ভও কাজ করছিল না', একটানা ৫ দিন ICU-তে অভিনেত্রী! হেলথ আপডেট দিলেন প্রিয়জন
বাংলাদেশের সংবাদমাধ্যমে শাকিব খান একদা বলেছেন, 'গরু কেনা কুরবানি দেওয়া, বাবা হওয়ার পর মনে হয় আমার কাজ করার দিন চলে এসেছে। কিছু কাজকর্ম কিছু দায়িত্ব আমাকেও পালন করতে হয়।' শাকিব খানের জীবনে ঘিরে অনেক বিতর্ক রয়েছে। তবুও তাঁর স্টারডমে কোনও আঁচ আসেনি। টলি সুন্দরী দর্শনা বনিক থেকে মিমি চক্রবর্তীর মতো অভিনেত্রীরাও কাজ করেছেন। বাংলাদশে শাকিবের যেন রয়েছে একটা বিরাট ফ্যানবেস তেমনই এপার বাংলাতেও রয়েছে অগণিত অনুরাগী।
আরও পড়ুন ফ্লাইওভারের উপর ভয়ংকর গাড়ি দুর্ঘটনা, চলন্ত গাড়িতে ট্রাকের ধাক্কা, বরাতজোরে প্রাণে বাঁচলেন অভিনেতা