/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/ranbir.jpg)
'সামসেরা'র টিজারে রণবীর কাপুর
Shamshera Teaser: শেষবার রণবীর কাপুরকে (Ranbir Kapoor) পর্দায় দেখা গিয়েছিল ২০১৮ সালে। সঞ্জয় দত্তর বায়োপিক 'সঞ্জু'র পর বছর চারেক গড়ালেও এখনও পর্যন্ত মুক্তি পায়নি কাপুর-নন্দনের নতুন কোনও সিনেমা। ওদিকে মুক্তির অপেক্ষায় দিন গুণছে 'ব্রহ্মাস্ত্র'। তবে এবার 'সামশেরা' (Shamshera) নিয়ে পর্দায় প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন অভিনেতা। শুক্রবারই মুক্তি পেল সিনেমার টিজার।
যাঁর বায়োপিকে অভিনয় করেছিলেন, সেই সঞ্জয় দত্ত (Sanjay Dutt) 'সামশেরা'য় রণবীর কাপুরের সহ-অভিনেতা। এক দুর্বিসহ ডাকাত যোদ্ধাদের কাহিনি নিয়ে আসছেন সঞ্জয়-রণবীর জুটি। টিজারেই মিলল গল্পের ইঙ্গিত। পাশাপাশি গল্পের তিন চরিত্রের সঙ্গেও পরিচয় করাল। শুক্রবার 'সামশেরা'র পয়লা ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের কৌতূহলের পারদ তুঙ্গে।
রোমাঞ্চকর সেই টিজারেই সঞ্জয় দত্তকে বলতে শোনা গেল, "এই গল্প এমন এক ব্যক্তির যে বলত কারও দাসত্ব করা ভাল নয়। অপর কোনও ব্যক্তি তো নয়ই এমনকী যাঁরা ঘনিষ্ঠ, তাঁদের জন্যও নয়।" এরপরই গল্পের আরেক চরিত্র বাণী কাপুর (Vaani Kapoor) বলে উঠলেন, এই গল্প এমন একজনের যে বাবার দেখানো পথে স্বাধীনতা অর্জন করার স্বপ্ন দেখে। টিজারের শেষে ধরা দিলেন রণবীর কাপুর। বললেন, "কিন্তু কেউ নিজে থেকে তোমার হাতে স্বাধীনতা তুলে দেবে না। তোমাকেই জিতে নিতে হবে। কাজে-কর্মে ডাকাত হলেও, স্বাধীনতাই 'সামসেরা'র ধর্ম।"
<আরও পড়ুন: ‘আর Mr Dependable হতে চাই না’, বলিউডের ছক ভাঙতে চাইছেন পরমব্রত>
প্রসঙ্গত, ২০২১ সালের সেপ্টেম্বর মাসেই 'সামসেরা'র পোস্টার মুক্তি পেয়েছিল। কিন্তু অতিমারী আবহে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় রিলিজের তারিখ পিছতে বাধ্য হন নির্মাতারা। তবে শুক্রবার টিজারের পাশাপাশি মুক্তির দিনক্ষণও ঘোষণা করা হল। চলতি বছরের ২২ জুলাই হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে 'সামসেরা'।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন