গুরুতর অসুস্থ সোনালী চক্রবর্তী, হাসপাতালে ভর্তি অভিনেত্রী

আবার কী হল খড়ির জেঠিমার?

আবার কী হল খড়ির জেঠিমার?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shankar chakraborty wife sonali chakraborty

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী সোনালী চক্রবর্তী ( Sonali Chakraborty )। শুক্রবার তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কিছুদিন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু, আবারও শারীরিক সমস্যার জেরে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

Advertisment

কিছুদিন হল, গাঁটছড়া সিরিয়ালে তাকে দেখা যাচ্ছে তাকে। বহুদিন পর টেলিভিশনের পর্দায় এসেছেন তিনি। শুটিং করছিলেন, দিব্যি ঠিকই ছিলেন। তাহলে হঠাৎ কী হল? এই প্রসঙ্গে স্বামী শঙ্কর চক্রবর্তী এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, পেটে ফ্লুইড জমেছিল অভিনেত্রীর। সেই জন্যই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত কিছুটা ভাল রয়েছেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, এখন বিশ্রামে থাকতে হবে। এরপরই তিনি শুটিংয়ে ফিরতে পারবেন।

আরও পড়ুন < ‘১৫ আগস্ট লম্বা বক্তৃতা! নারীসুরক্ষার কী হবে?’, বিলকিস-ধর্ষকদের ছাড়ায় ক্ষুব্ধ মিমি-নুসরতরা >

সোনালী চক্রবর্তীকে নিয়ে সবসময়ই চিন্তায় থাকেন শঙ্কর। এদিকে অভিনেত্রীকে এতদিন পর ক্যামেরার সামনে দেখে যেন একচোটে কেউই বিশ্বাস করতে পারে নি। সেই আগের চেহারা আর নেই অভিনেত্রীর। শারীরিক অসুস্থতার জেরে এবং বয়সের ভাঁজে অনেকটাই বদলে গেছেন সোনালী।

Advertisment

আরও পড়ুন < মা হলেন সোনম, ফুটফুটে ‘রাজপুত্র’কে দেখে খুশিতে ডগমগ দাদু অনিল >

অভিনয়ের বাইরে সোনালীর সঙ্গেই বেশিরভাগ সময় কাটান শঙ্কর। অভিনেতা জানিয়েছেন, তার মেয়েও এখন কলকাতায় এসে রয়েছেন।