/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/10/shankar.jpg)
শঙ্কর চক্রবর্তীর স্ত্রী সোনালির মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
চিরঘুমের দেশে সোনালি চক্রবর্তী। 'কলকাতার কনে'র প্রয়াণে একা হয়ে গেলেন 'বরিশালের বর' শঙ্কর চক্রবর্তী। সোমবার ভোররাতে স্ত্রীকে হারান অভিনেতা। শোকাতুর শঙ্কর লেখেন, 'ভরা থাক স্মৃতিসুধায়..।' শোকবার্তা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় সোনালির স্মৃতিচারণ করলেন সুদীপ্তা চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়রা।
দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিও হন। তবে সুস্থ হয়ে ফিরেও এসেছিলেন। দিন কয়েক আগেই ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন, ঘনিষ্ঠদের সঙ্গে নিয়ে দীপাবলি পালন করেন। সেই ছবিও প্রকাশ্যে এসেছিল। অভিনয় করছিলেন 'গাঁটছড়া' সিরিয়ালে। তবে হঠাৎই ছন্দপতন! অসুস্থ হয়ে পড়েন সোনালি চক্রবর্তী (Sonali Chakraborty)। শঙ্কর আশা করেছিলেন, ফের দ্রুত সুস্থ হয়ে ফিরবেন স্ত্রী। তবে শেষমেশ জীবনযুদ্ধে হার মানালেন টলিপাড়ায় জনপ্রিয় অভিনেত্রী সোনালি। যাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, 'কলকাতার কনে বরিশালের বর' নামে দম্পতিদের নিয়ে এক রিয়ালিটি শো করতেন। সেই সময়ে শঙ্কর-সোনালির উপস্থাপনায় যা রীতিমতো সুপারহিট হয়ে উঠেছিল টেলিদর্শকদের অন্দরমহলে। এছাড়াও 'জননী'র মতো মেগা সিরিয়ালে ছিলেন তিনি। অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় বাংলা সিনেমাতেও। মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন, "সোনালির মৃত্যু অভিনয় জগতের বড় ক্ষতি।"
<আরও পড়ুন: প্রয়াত অভিনেত্রী সোনালী চক্রবর্তী, বাংলা চলচ্চিত্র জগতে শোকের ছায়া>
শোকস্তব্ধ সুদীপ্তা চক্রবর্তী লিখলেন, "অনেক পুরনো সব স্মৃতি। 'নাচনি ' টিভি সিরিয়াল। আমি তখন ক্লাস সিক্সে। প্রথম দেখেছি তোমাকে। অভিনয় করেছি তোমার পাশে দাঁড়িয়ে। কি সুন্দর দেখতে! হাঁ করে দেখতাম। তোমার অত লম্বা চেহারা, টানা টানা চোখ, ছবি আঁকার মতো সুন্দর ভ্রু। একগাল হাসি, সুন্দর নাচতও। মনে থাকবে তোমাকে। শেষ তোমার ছবি দেখলাম কালীপুজোর দিন বাজি পোড়ানোর। না, ওই চেহারা টা মনে রাখতে চাই না। সেই নাচনির সময়কার মুখটা আর পরবর্তী কালে আরও কত কত বার দেখা মুখ টাই মনে রাখতে চাই।
অনেক কষ্ট পেয়েছ। শরীর বাধ সাধলে কি বা করার থাকে আমাদের?
শঙ্করদা আর সাজি অনেক চেষ্টা করেছে জানি। খবর পেতাম। ওদের দুজনকে সান্ত্বনা দেবার ভাষা নেই। চির শান্তি তে ঘুমাও সোনালীদি"
সোনালি চক্রবর্তীর ছবি শেয়ার করে শ্রীলেখা, জয়জিৎরা বললেন, "ওপারে ভালো থেকো সোনালিদি।"