Amala Shankar, Birth Centenary, Living Legend: শতবর্ষ পেরোলেন অমলা শঙ্কর। ১৯১৯ সালের ২৭ জুন তাঁর জন্ম, আজ ২৭ জুন ২০১৯-এ তিনি শতায়ু হলেন। কিংবদন্তি নৃত্য়শিল্পীর শতবর্ষ উদযাপন চলবে দু’দিন-ব্য়াপী সাংস্কৃতিক অনুষ্ঠানে। জন্মদিনের আগের রাত থেকেই সোশাল মিডিয়ায় শুভেচ্ছা ও শ্রদ্ধা জানালেন বাংলার সাংস্কৃতিক জগতের বহু মানুষ, তাঁর ছাত্রছাত্রী এবং পরিবারের সদস্য়রা। বিশেষ করে মন ছুঁয়ে যায় বুধবার রাতে তাঁর নাতনি, অভিনেত্রী-নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্করের পোস্ট।
রাত বারোটায় ইংরেজি মতে জন্মদিনের শুভেচ্ছা জানানোর চল। তাই ২৬ জুন রাতে, বারোটা বাজার কিছুক্ষণ আগেই শ্রীনন্দা তাঁর ফেসবুক পেজে শেয়ার করেন নীচের ছবিটি ও লেখেন, ”দ্য লিভিং লেজেন্ড, জাস্ট বিয়িং আ গ্র্য়ান্ডমাদার।” সোশাল মিডিয়ায় তেমনই সুন্দর একটি বার্তা লিখেছেন শিল্পীর পুত্রবধূ, তনুশ্রী শঙ্কর। অভিনেত্রী ও নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর লেখেন, ”আজ ২৭ জুন লিভিং লেজেন্ড শ্রীমতী অমলা শঙ্করের বিশেষ জন্মদিন। আজ তিনি শতবর্ষে পা দিলেন। তিনি একজন বহুমুখীপ্রতিভাসম্পন্ন মানুষ, আভিজাত্য়ে মোড়া এক ব্য়ক্তিত্ব, একজন অসাধারণ শিক্ষক, প্রশিক্ষক, পথ প্রদর্শক… আজ এই শুভদিনে তাঁকে আমার আন্তরিক প্রণাম জানাই।” পাশাপাশি তনুশ্রী শঙ্করও তাঁর ফেসবুক পেজে শেয়ার করেছেন কিংবদন্তি শিল্পীর সমসাময়িক ও পুরনো বেশ কিছু ছবি।
আরও পড়ুন: আর ডি বর্মন, সুরের জাদুকরের ৮০ তম জন্মবার্ষিকী
লিভিং লেজেন্ড অমলা শঙ্করের প্রতিভার বিচ্ছুরণ তাঁর কৈশোর থেকেই। ১৯৩১ সালে মাত্র ১১ বছর বয়সে তিনি অংশগ্রহণ করেন প্য়ারিসের ইন্টারন্য়াশনাল কলোনিয়াল এগজিবিশনে। ওই সময়েই শঙ্কর পরিবারের সঙ্গে তাঁর আলাপ। তখনও ফ্রক পরতেন শিল্পী। দূরদর্শনে বহু পুরনো একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁর স্বামী, কিংবদন্তি নৃত্য়গুরু উদয় শঙ্করের সঙ্গে যখন তাঁর আলাপ হয়, তখনও তিনি ফ্রক-পরিহিতা। তার কিছুদিন পরেই তিনি উদয় শঙ্করের কাছে তালিম নিতে শুরু করেন। তাঁর ডান্স গ্রুপের সঙ্গে কিশোরী অমলাও ঘুরে বেড়াতে থাকেন দেশ-বিদেশ।
দূরদর্শনের সেই পুরনো সাক্ষাৎকারে অমলা শঙ্কর বলেছিলেন, একদিন রাতে হঠাৎই তাঁর ঘরে এসে বিয়ের প্রস্তাব দেন উদয় শঙ্কর এবং সেই কথার আকস্মিকতায় কেঁদে ফেলেছিলেন ১৯ বছরের তরুণী অমলা। বিয়ে হয় ১৯৪২ সালে। গত শতাব্দীর চারের দশক থেকেই উদয় শঙ্কর ও অমলা শঙ্কর জুটি হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বিখ্য়াত নৃত্যশিল্পী-দম্পতিদের অন্য়তম। উদয় শঙ্কর পরিচালিত ছবি ‘কল্পনা’-তে উমা চরিত্রে অমলা শঙ্করের নৃত্য়াভিনয় অত্য়ন্ত প্রশংসিত হয় আন্তর্জাতিক স্তরে এবং কান চলচ্চিত্র উৎসবেও।
২৭ জুন সকালে সেই ছবির একটি অংশ ফেসবুকে শেয়ার করেছেন শ্রীনন্দা। দেখে নিতে পারেন সেই অংশটি নীচের লিঙ্কে ক্লিক করে–
অমলা শঙ্কর ও তাঁর পরিবার কিংবদন্তি নৃত্য়গুরু উদয় শঙ্করের ঘরানাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে লালন করে চলেছেন। সঙ্গীত ও নৃত্য়কলা এই পরিবারের সদস্য়দের কাছে অনেকটা অক্সিজেনের মতোই। তাই শিল্পীর শতবর্ষে পদার্পণ উদযাপিত হবে দু’দিন ব্য়াপী সাংস্কৃতিক অনুষ্ঠানে। ২৮ জুন ও ২৯ জুন ‘সঙ্গীত নাটক অ্য়াকাডেমি’ ও ‘মমতা শঙ্কর ডান্স কোম্পানি’-র যৌথ উদ্য়োগে রবীন্দ্রসদনে রয়েছে শতবর্ষ উদযাপন যেখানে অংশ নেবেন ‘আনন্দ শঙ্কর সেন্টার ফর পারফর্মিং আর্টস’ ও ‘মমতা শঙ্কর ডান্স কোম্পানি’-র সদস্য় ও ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানটি অবারিত দ্বার, সবার আমন্ত্রণ।
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Entertainment News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
'মমতার অনুপ্রেরণায় অনুপ্রাণিত', তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী ও পিয়া সেনগুপ্ত
নিজেকে তৃণমূলের 'একনিষ্ঠ কর্মী' দাবি করেও বহিষ্কৃত বৈশালীর পাশে রাজীব
গোপনে বাগদান সেরেছেন সিরাজ, বান্ধবীর কথা জানাজানি হতেই স্বীকার তারকার
রিল নয়-রিয়াল, আজ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ১৯ বছরের তরুণী
হাতে পড়ে মাত্র ১০.৮৫ কোটি! নিলামের আগেই কেকেআরের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন
'যতই নাড়ো কলকাঠি নবান্নে আবার হাওয়াই চটি', কুলতলিতে সরব অভিষেক
কালীঘাটে প্রকাশ্যে পড়ে বস্তাবন্দি পোড়া টাকা! এলাকায় হইচই, চাঞ্চল্য
'অসুর' সম্প্রদায় থেকে এসেছেন মমতা, জিনেও সমস্যা আছে, 'কদর্য' আক্রমণ বিজেপি নেতার
কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদ, নাসিক থেকে মুম্বইয়ের পথে হাজারো কৃষক
'জয় শ্রীরাম শুনে কারও গাত্রদাহ হওয়ার কথা নয়', মুখ্যমন্ত্রীকে খোঁচা চন্দ্র বসুর
'জয় শ্রীরাম' ধ্বনির পাল্টা 'জয় হিন্দ'! অপমানের জবাব দিলেন মমতা
স্মরণীয় জয়ের পুরস্কার! সবাই নয়, ছয় তারকাকে দামি 'থর' গাড়ি দিচ্ছে মাহিন্দ্রা