Shankar Mahadevan: 'কীভাবে জীবন কাটবে জানি না..', চলে গেল প্রিয়জন, কাছের মানুষকে হারিয়ে শোকে কাতর জনপ্রিয় গায়ক...

Shankar Mahadevan lost his best Man: শিল্পীদের চলে যাওয়ায় শিল্পীরা প্রচন্ডই দুঃখ প্রকাশ করেন। কিন্তু এ ক্ষেত্রে তার জীবনের এমন এক সদস্য চলে গিয়েছেন যিনি তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। তার ঘর পরিবারের সঙ্গে সঙ্গে, সবটাই দেখে রাখতেন তিনি।

Shankar Mahadevan lost his best Man: শিল্পীদের চলে যাওয়ায় শিল্পীরা প্রচন্ডই দুঃখ প্রকাশ করেন। কিন্তু এ ক্ষেত্রে তার জীবনের এমন এক সদস্য চলে গিয়েছেন যিনি তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। তার ঘর পরিবারের সঙ্গে সঙ্গে, সবটাই দেখে রাখতেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shankar-Mahadevan-aa_d

প্রিয়জনকে হারালেন শঙ্কর...

Shankar Mahadevan: সারা জীবন যে মানুষটা দেখভাল করলো, সেই মানুষটা যদি হঠাৎ করেই চলে যান না ফেরার দেশে, তাহলে মন ভারাক্রান্ত হবে সে কথা খুব স্বাভাবিক। শুধু কি রক্তের সম্পর্ক থাকলে তার জন্য মন খারাপ হয়? যে মানুষটা তার জন্য এত করলেন। তার জীবনটাকে গুছিয়ে রাখলেন, সেই মানুষটা চলে যাওয়াতে কি কারোর দুঃখ হয় না? গায়ক শংকর মহাদেবনের জীবনের এমনই একজন মানুষ চলে গিয়েছেন না ফেরার দেশে।

Advertisment

ক্লাসিকাল সংগীতের অন্যতম কিংবদন্তি এই শিল্পী, সমাজ মাধ্যমে সক্রিয় হলেও এইভাবে কাউকে নিয়ে কোনদিনও পোস্ট করেননি। শিল্পীদের চলে যাওয়ায় শিল্পীরা প্রচন্ডই দুঃখ প্রকাশ করেন। কিন্তু এ ক্ষেত্রে তার জীবনের এমন এক সদস্য চলে গিয়েছেন যিনি তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। তার ঘর পরিবারের সঙ্গে সঙ্গে, সবটাই দেখে রাখতেন তিনি। তার পরিবার কেউ গুছিয়ে রেখেছিলেন। তিনি এতটাই কাছের ছিলেন, যে শঙ্করের ছেলেরাও সে মানুষটির চলে যাওয়ায় প্রচন্ড মন থেকে ভেঙে পড়েছেন। গতকাল এক পোস্ট করেছেন শিল্পী।

শংকর মহাদেবনের খুব কাছের একজন অ্যাসোসিয়েট, রাজারাম, তিনি প্রয়াত। মানুষটির সঙ্গে তার দীর্ঘ বছরের সম্পর্ক, তাকে পরিবারেরই এক করে তুলেছিল। তাকে ভাইয়ের চোখে দেখতেন শংকর। যখনই তাকে কোন দায়িত্ব দিতেন সে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেটি পূরণ করতেন। রক্তের সম্পর্ক না হওয়ার পরও ওই মানুষটি হয়ে উঠেছিলেন মহাদেবন পরিবারের একজন। পরিবারের প্রত্যেকটি মানুষের জন্য তিনি যা করেছেন সেই অবদান আজও ভোলেন নি এই শিল্পী।

Abhishek-Aishwarya Divorce Rumor: আলাদা হচ্ছেন ঐশ্বর্য-অভিষেক? বড় সত্যি ফাঁস করলেন জুনিয়র বচ্চন

Advertisment

রাজা রামের হাত থেকে একটি পুষ্পস্তবক নেওয়ার ছবি আপলোড করেছেন শঙ্কর জি। মানুষটিকে দেখেই বোঝা যাচ্ছে তিনি নিপাট ভদ্র মানুষ। রাজারামকে নিয়ে আবেগ ধরা পড়ল শঙ্কর মহাদেবনের কথায়। তুমি সমাজ মাধ্যমে যে পোস্ট করেছেন সেখানে হৃদয় ভাঙার ইমোজি জুঁড়েছেন। তিনি লিখছেন.. " আমার ভীষণ কাছের এবং প্রিয় রাজারাম। ধন্যবাদ তুমি আমার জন্য এবং আমার পরিবারের জন্য যা যা করেছ। শেষ পনেরোটা বছরে তোমার জন্য আমরা অনেকটা সমৃদ্ধ হয়েছি। তুমি আমাদের জন্য যে কি করেছো সে কথা আমি বলে প্রকাশ করতে পারবোনা। আমি এখনো বিশ্বাস করতে পারছি না তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ভাষায় প্রকাশ করতে পারছিনা সেই কষ্ট। তুমি আমার জীবনটাকে ভীষণ আরামদায়ক করে তুলেছিলে তোমার কাজের মাধ্যমে।"

শঙ্কর মহাদেবনের সাপোর্ট সিস্টেম ছিলেন এই মানুষটি। তাঁকে ছাড়া কিভাবে চলবে সেই কথাই এখন তিনি ভাবছেন। তিনি আরো বলছেন, "তুমি আমার ম্যান ফ্রাইডে ছিলে। তুমি এমন একজন, যার উপর আমি চোখ বন্ধ করে সম্পূর্ণ বিশ্বাস করতে পারতাম। আমি তোমাকে প্রচন্ড মিস করবো। আমি জানিনা আমার জীবনের পর থেকে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে বা কিভাবে আমি সময় পার করব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি অপরপ্রান্তে তোমার যাত্রা যেন খুব শান্তির হয়। তুমি খুব ভালো থাকো পরপারে।" শংকর মহাদেবন একা নয় বরং তার ছেলে শিভম- ও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

bollywood shankar mahadevan