Abhishek-Aishwarya Divorce Rumor: আলাদা হচ্ছেন ঐশ্বর্য-অভিষেক? বড় সত্যি ফাঁস করলেন জুনিয়র বচ্চন

এই জুটি কখনই প্রকাশ্যে জল্পনা নিয়ে কথা বলেননি, তবে তারা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় একসাথে ছবি পোস্ট করেন এবং তাঁদের প্রায়শই অনুষ্ঠানে দেখা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে 'কালীধর লাপাতা'র প্রচারে গিয়ে অভিষেক জানান...

এই জুটি কখনই প্রকাশ্যে জল্পনা নিয়ে কথা বলেননি, তবে তারা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় একসাথে ছবি পোস্ট করেন এবং তাঁদের প্রায়শই অনুষ্ঠানে দেখা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে 'কালীধর লাপাতা'র প্রচারে গিয়ে অভিষেক জানান...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
aishwarya abhishek divorce

সত্যিই ভাঙছে বিয়ে? Photograph: (ফাইল)

Abhishek-Aishwarya Divorce Rumor: শেষ একবছরের বেশি সময় ধরে অভিষেক এবং ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক ঘিরে নানা আলোচনা। তাঁদের সম্পর্ক একেবারে নাকি তলানিতে গিয়ে ঠেকেছে। এমনকি এও শোনা গিয়েছিল যে অভিনেত্রী নাকি স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়িতে চলে গিয়েছেন। তাঁদের সম্পর্কের জন্য তিন রমণীকে দায়ী করা হয়েছিল। এক অভিষেক নাকি নিম্রিতের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এবং তাঁর মা জয়া ও বোন শ্বেতার কারণেও নাকি তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছিল। তবে এবার এই তারকা দম্পতির এক অভিষেক মুখ খুলেছেন। 

Advertisment

এই জুটি কখনই প্রকাশ্যে জল্পনা নিয়ে কথা বলেননি, তবে তারা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় একসাথে ছবি পোস্ট করেন এবং তাঁদের প্রায়শই অনুষ্ঠানে দেখা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে 'কালীধর লাপাতা'র প্রচারে গিয়ে অভিষেক জানান, কীভাবে 'নেতিবাচক খবর' তাঁকে ও তাঁর পরিবারকে প্রভাবিত করে।

Bollywood Actress: মাত্র ৩৪-শেই ছেড়েছিলেন সবকিছু, এই অভিনেত্রীকে বিয়…

ইটাইমসের সাথে কথোপকথনের সময়, অভিষেক কেন তাঁদের সম্পর্ক নিয়ে ভুল তথ্য এবং গুজব দেখার পরেও, চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন সেটাই জানিয়েছেন। অভিনেতা বলেছিলেন, যে আগে তাঁর সম্পর্কে যা বলা হত, তা তাকে প্রভাবিত করত না, তবে এখন করে। কারণ আজ তার একটি পরিবার রয়েছে। তিনি বলেন, 'এটা খুবই বিরক্তিকর।  আমি নিশ্চয়ই আপনি নন। আপনি আমার জীবন যাপন করেন না। তাহলে এটা কেন হবে?'

Advertisment

Rashmi Desai- Shefali Jariwala: শেফালি চলে যাওয়াতেই ঘিরে ধরেছে বিষণ্নতা, স্বাস্থ্য সমস্যায় ভুগছেন রেশমি?

অভিষেক বচ্চন জানান, যে তিনি যদি কিছু স্পষ্ট করে বলেন তবে লোকেরা এটিকে ঘুরিয়ে দেবে কারণ নেতিবাচক খবর বিক্রি হয়। তিনি আরও বলেন, "কম্পিউটার স্ক্রিনের পিছনে বসে সবচেয়ে কটু বিষয়ে আলোচনা করা কিংবা খবর রটানো খুব সুবিধাজনক। আপনি বুঝতে পারছেন কিন্তু, যে আপনি কাউকে আঘাত করছেন। সুতরাং এটা বুঝতে হবে, তারা যতই মোটা চামড়ার হোক না কেন, এটি তাদের প্রভাবিত করে। কেউ যদি তোমার সাথে এমন করে তাহলে তোমার কেমন লাগবে?"

'কুছ না কহো', 'ধাই অক্ষর প্রেম কে', 'ধুম ২', 'গুরু'-র মতো ছবিতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই। তাঁদের ১৩ বছরের মেয়ে বেশিরভাগ সময় মা-এর সঙ্গেই তাঁকে দেখা যায়।

Abhishek Bachchan Aishwarya Rai Bachchan bollywood actress Bollywood Actor