Advertisment

'শান্তিলাল ও প্রজাপতি রহস্য', প্রতিমের পরিচালনায় গোয়েন্দা গল্প

ছবিতে ঋত্বিক একটি ইংরাজী দৈনিকের রিপোর্টার। কাজের সূত্রেই আলাপ হয় নন্দিতা অর্থাৎ পাওলির সঙ্গে। প্রথমবার কোনও গোয়েন্দা চরিত্রে কাজ করছেন ঋত্বিক চক্রবর্তী।

author-image
IE Bangla Web Desk
New Update
Shantilal O Projapoti Rohoshyo

প্রতিমের নতুন ছবি 'শান্তিলাল ও প্রজাপতি রহস্য'।

টলিউডে ফের আসছে নয়া গোয়েন্দা। গোয়েন্দা শান্তিলাল ভট্টাচার্য। গতকালের ইমেলে যে রহস্যাবৃত্ত কথাটা ছিল তা হল প্রতিম ডি গুপ্তর পরিচালনায় আসছে 'শান্তিলাল ও প্রজাপতি রহস্য'। ব্যোমকেশ, ফেলুদা, শবরদের ভিড়ে নতুন কাহিনি। এ গল্পের স্রষ্টা পরিচালক নিজেই।

Advertisment

ঋত্বিক ও পাওলিকে নিয়ে ইঙ্ক তৈরি করছিলেন প্রতিম। এবার সেই ছবিরই নতুন নামকরণ করলেন পরিচালক। প্রতিমের কথায়, ''ছবির নামটা পরিবর্তন করলাম। বাংলা না ইংরাজী কি ছবি সেটা নিয়ে দর্শকদের মধ্যে দোলাচল রাখতে চাইনি। আশা করছি শান্তিলাল একটা ফ্র্যাঞ্চাইজি তৈরি করবে। আমার কারও কাছ থেকে কপি রাইটও কিনতে হবে না।''

আরও পড়ুন, আসছেন শান্তিলাল, কিন্তু কে ইনি?

ছবিতে ঋত্বিক একটি ইংরাজী দৈনিকের রিপোর্টার। কাজের সূত্রেই আলাপ হয় নন্দিতা অর্থাৎ পাওলির সঙ্গে। প্রথমবার কোনও গোয়েন্দা চরিত্রে কাজ করছেন ঋত্বিক চক্রবর্তী। তিনি বললেন, ''গোয়েন্দা চরিত্র তো আছেই , কিন্তু আর থেকেই বেশি চিত্রনাট্য টেনেছিল আমাকে। এটা একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার কিন্তু সঙ্গে মজাও রয়েছে। এই নিয়ে প্রতিমের সঙ্গে চার নম্বর ছবিতে কাজ করছি আমি।"

শুধুমাত্র ঋত্বিকের সঙ্গে নয়, পাওলির সাথেও চারনন্বর ছবিতে কাজ করছেন প্রতিম। পাওলি জানালেন, ''প্রতিম সবসময়েই আমার জন্য অসাধারণ চরিত্র রচনা করে, নন্দিতাও সেরকই প্রিয় একটা চরিত্র।''

আরও পড়ুন, বড়পর্দায় ‘মরিচঝাঁপি’,পরিচালনায় বৌদ্ধায়ন মুখোপাধ্যায়

ছবিতে ঋত্বিক-পাওলি ছাড়াও দেখা যাবে গৌতম ঘোষ, চিত্রাঙ্গদা, অম্বরীশ ভট্টাচার্যের মতো শিল্পীদের। সৃজিত মুখোপাধ্যায়কেও দেখা যাবে অতিথি চরিত্রে। 'শান্তিলাল ও প্রজাপতি রহস্য'-এর সঙ্গীত পরিচালনায় অর্ক। অগাস্টেই মুক্তি পাওয়ার কথা এই ছবির।

tollywood paoli dam Ritwick Chakraborty Bengali Cinema
Advertisment