scorecardresearch

‘আমাদের বাঙালিদের মধ্যে এসব হয় না…’, বাংলার সংস্কৃতি নিয়ে আবারও সরব শর্মিলা!

আবারও বাংলাকে নিয়ে কী বললেন অভিনেত্রী?

sharmila tagore, Sharmila Tagore new films, sharmila tagore bollywood, sharmila tagore being bengali, sharmila tagore bengali pride, sharmila tagore news, শর্মিলা ঠাকুর, শর্মিলা ঠাকুর বলিউড
শর্মিলা ঠাকুর

বেশ কিছু বছর পর আবারও সিনেমা দুনিয়ায় ফিরেছেন তিনি। শর্মিলা ঠাকুরের গুলমোহর নিয়ে চর্চা চারিদিকে। সেই কোন সময় থেকে ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে তিনি। কাজ করেছেন অমর প্রেম, কাশ্মীর কী কলির মত ছবিতে…এত বছর পর আবারও ছবি করছেন। সেই উপলক্ষেই এসেছিলেন এক রিয়ালিটি শোয়ে। সেখানেই বাঙালি পরিবার নিয়ে আবারও সরব তিনি।

কিছুদিন আগেই অন্য এক রিয়ালিটি শোয়ের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, আমরা বাঙালিরা যদি হিন্দি শিখতে পারি তবে, হিন্দিভাষী মানুষেরা কেন বাংলা বুঝতে পারবে না। এবার নিজের বিয়ের দিনের কথা শেয়ার করেই বললেন, আমাদের বাঙালি বাড়িতে ওসব হয় না! কিন্তু কোন প্রসঙ্গে একথা বললেন তিনি? কপিল শর্মা শোয়ে অতিথি হিসেবে এসেছিলেন তিনি। সেখানেই অতীতের স্মৃতি তুলে ধরলেন তিনি।

আরও পড়ুন [ ‘ED-ও রক অ্যান্ড রোল করাবে’, ভয়ঙ্কর কটাক্ষ বনিকে! দুঃসময়ে ভরসা দিলেন কৌশানী ]

বাঙালি ঘরের মেয়ে কিন্তু বিয়ে করলেন নবাব পতৌদিকে। কপিল প্রশ্ন করেন, বিয়ের পর শর্মিলার বোনরা কি নবাব পতৌদির জুতো চুরি করেছিলেন? তখনই হেসে ওঠেন শর্মিলা। বললেন, “আমার যখন বিয়ে হয় আমার ছোট বোন তখন ৫ বছরের। অনেক ছোট, ওরা আর কি করবে? ও তো কেঁদেই ভাসাচ্ছিল যে আমার দিদিকে কেন নিয়ে যাচ্ছ? তবে, হ্যাঁ আমাদের বাঙালিদের মধ্যে এসব চুরি করার নিয়ম কানুন নেই”। তারপরই হাসির রোল সেট জুড়ে। একথা, একেবারেই সত্যি যে বাঙালির বিয়েতে জামাইয়ের জুতো চুরির কোনও রীতিনীতি নেই। কিন্তু কপিলের কথায়, শর্মিলা যে নিজেই নবাব সাহেবের মন চুরি করেছিলেন আর অন্য কিছু চুরি করার কি দরকার।

উল্লেখ্য, প্রায় ১২ বছর পর অভিনয়ে ফিরেছেন তিনি। এতবছর এত সুপারস্টারদের সঙ্গে কাজ করেছেন, কত অভিজ্ঞতা কত অতীত সবকিছুই শেয়ার করলেন এই শোয়ে এসে। নিজের এবং পতৌদি সাহেবের কথা বলতে গিয়েই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। জানান, প্যারিসে হাঁটু গেড়ে বসে তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নবাব সাহেব, আর তাতেই গলে গিয়েছিলেন তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Sharmila tagore said this things never happend in bengali wedding