Advertisment
Presenting Partner
Desktop GIF

জেল থেকে বেরিয়েই তুনিশার প্রসঙ্গ, মৃত প্রেমিকার জন্য কেঁদে ভাসালেন শিজান

জামিনে মুক্ত শিজান, কিন্তু তুনিশাকে নিয়ে কী বললেন তিনি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sheezan khan, tunisha sharma

জামিন পেলেন শিজান

তুনিশার মৃত্যুতে গ্রেফতার করা হয়েছিল শিজান খানকে। অবশেষে গতকাল জামিন পেয়েছেন। তারপরেই পরিবারের সঙ্গে সাক্ষাৎ, আবেগে ভেঙে পড়েন শিজান।

Advertisment

দিদিদের সঙ্গে দেখা হতেই তাঁদের জড়িয়ে ধরেন শিজান। প্রথম দিন থেকেই ভাইয়ের পাশে ঢালের মত দাঁড়িয়ে ছিলেন। জামিন পেতেই ভাইকে জড়িয়ে ধরলেন তাঁরা। সুত্রের খবর, পাসপোর্ট জমা রেখেই জামিন পেয়েছেন তিনি। কিন্তু জেল থেকে বেরিয়েই তুনিশার স্মৃতিতে মগ্ন শিজান। কী বললেন তিনি?

আরও পড়ুন < শুটিং ফ্লোরেই ভয়ঙ্কর দুর্ঘটনা! পাঁজরে চোট নিয়ে মুম্বই ফিরলেন অমিতাভ >

প্রাক্তন-মৃত প্রেমিকাকে নিয়ে আবেগপ্রবণ শিজান। বললেন, "ও আজ বেঁচে থাকলে আমার জন্য লড়াই করত। আমি ওকে খুব মিস করি"। তুনিশার মৃত্যুর মাস দুয়েক পার, তারপরই জামিন পেলেন শিজান। তুনিশার মায়ের অভিযোগে গ্রেফতার করা হয় শিজানকে। এতদিন পর বাড়ি ফিরবেন প্রতিক্রিয়া কী তাঁর?

শিজানের কথায়, "বাড়ি ফিরে পরিবারের সকলের সঙ্গে থাকব। মায়ের কোলে মাথা রেখে শুতে চাই। ভাল খাবার খেতে চাই"। স্বাধীনতা যে কি বিষয়, সেটির স্বাদ পেতেই কান্নায় ভেঙে পড়লেন। প্রথম দিন থেকেই দিদি ফলক এবং সফক ভাইকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছিলেন। ভাইয়ের এই মুক্তির দিনে তাঁরাও যেন চরম উচ্ছ্বসিত। কঠিন সময়ে যারা পাশে ছিলেন তাঁদের ধন্যবাদ জানিয়েছেন শিল্পীর পরিবার।

bollywood tunisha sharma Entertainment News
Advertisment