Shefali Jariwala Divorce: অসুখী দাম্পত্য! মানসিক অশান্তির জেরেই...! প্রথম স্বামীর বিরুদ্ধে আর কী অভিযোগ ছিল প্রয়াত অভিনেত্রীর?

Shefali Jariwala 1st Marriage: কেন ভেঙেছিল শেফালি-হরমিতের বিয়ে? প্রথম স্বামীর বিরুদ্ধে কী অভিযোগ এনেছিলেন কাঁটা লাগা গার্ল? জেনে নিন বিস্তারিত।

Shefali Jariwala 1st Marriage: কেন ভেঙেছিল শেফালি-হরমিতের বিয়ে? প্রথম স্বামীর বিরুদ্ধে কী অভিযোগ এনেছিলেন কাঁটা লাগা গার্ল? জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

শেফালি-হরমিতের বিচ্ছেদ

Shefali Jariwala survived abusive marriage: শেফালি জারিওয়ালা, এই নামটার সঙ্গে যেন ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে দু'দশক আগের সেই সুপারহিট কাঁটা লাগা গান। ২০০০ সালের গোড়ার দিকে মিউজিক ভিডিও-তে পারফরম্যান্সের মাধ্যমে রাতারাতি কাঁটা লাগা গার্ল তকমা জুড়ে যায় শেফালির নামে সঙ্গে। ২৮ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেত্রী। স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন পরাগ ত্যাগী। বিদায়বেলায় মাথায় হাত বুলিয়ে কপালে আদুরে চুমু এঁকে দিয়েছেন তারকা স্বামী। পরাগের সঙ্গে সুখের মুহূর্তের নানা স্মৃতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতেন শেফালি।

Advertisment

মৃত্যুর পর শোকজ্ঞাপন বার্তা এসেছে প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়ির তরফেও। সোশ্যাল মিডিয়ায় মিট ব্রাদার্সের মিউজিশিয়ান ও প্রাক্তন স্বামী হরমিত সিং গভীর শোকপ্রকাশ করেছেন। দুঃখপ্রকাশ করেছেন প্রাক্তন দেওর-ও। কিন্তু, কেন ভেঙেছিল প্রথম বিয়ে? প্রথম স্বামীর বিরুদ্ধে কী অভিযোগ এনেছিলেন শেফালি? ২০০৪ সালে হরমিতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কাঁটা লাগা গার্ল।

কিন্তু, পাঁচ বছরের মধ্যেই ভেঙে যায় দাম্পত্য। ২০০৯-এ বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন তারকা দম্পতি। সাম্প্রতিক অতীতে টাইমস নাও-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মুখ খুলেছিলেন। বৈবাহিক সম্পর্কে না ছিল কোনও আবেগ-ভালবাসা বা পরস্পরের প্রতি শ্রদ্ধা। মানসিক অশান্তির জেরেই তাসের ঘরের মত ভেঙে গিয়েছিল সংসার।

Advertisment

অতীত প্রসঙ্গে শেফালি সংযোজন, 'সব অত্যাচারই শারীরিক হবে তার কোনও মানে নেই। অনেকরকমের মানসিক নির্যাতনও হয় যার জন্য জীবন দুর্বিসহ হয়ে ওঠে।' একাধিক সাক্ষাৎকারে শেফালি বলেছেন, বিয়ের কারনে তিনি অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারেন নি। অনেক ভাল কাজও হারিয়েছেন। উল্লেখ্য, ইউরোপে থাকার কারণে প্রাক্তন স্ত্রীর শেষকৃত্যে অংশ নিতে পারেননি হরমিত।

 

আরও পড়ুন স্নায়বিক রোগে ভুগছিলেন শেফালি? অতিরিক্ত ওষুধ সেবনই কাড়ল প্রাণ! কী বলছে ময়নাতদন্তের রিপোর্ট?

প্রসঙ্গত, কাঁটা লাগা হিট হওয়ার পরই হরমিতের সঙ্গে শেফালির পরিচয়। মিট ব্রাদার্সের সঙ্গে বেশ কিছু কাজও করেছেন। এছাড়াও মিউজিক ভিডিও 'প্যায়ার হামে কিস মোড় পে লে আয়া'-তেও ছিলেন হরমিতের প্রাক্তন স্ত্রী শেফালি জারিওয়ালা। ২০০৯-এ বিবাহবিচ্ছেদের পর এক বন্ধুর নৈশভোজের পার্টিতে পরাগের সঙ্গে সাক্ষাৎ হয় শেফালির।

টাইমস নাও-কে দেওয়া সাক্ষাৎকারে শেফালি বলেছিলেন, 'তখন আমি সিঙ্গল। আমরা পরস্পরকে পছন্দ করতাম। বহু বিষয়ে আমাদের মতের মিল ছিল। তবে কিছুক্ষেত্রে আবার অমিলও ছিল। আমার মনে হয়েছিল দুজনে অ্যাডজাস্ট করে পরস্পরের সঙ্গে থাকা সম্ভব।' বেশ কয়েকবছর সম্পর্কে ছিলেন শেফালি-পরাগ। ২০১২ সালে নাচ বলিয়ে-র সেটে শেফালিকে বিয়ের প্রস্তাব দেন পরাগ। আইনি বিয়ের মাধ্যমে বৈবাহিক জীবনে পা রেখেছিলেন তাঁরা।

আরও পড়ুন 'মৃত্যুর ২০ দিন আগেই...' কোন ইচ্ছে অধুরা রয়ে গেল শেফালির? মুখ খুললেন 'কাঁটা লাগা'-র পরিচালক

death news shefali Jariwala kaanta laga