Actress Made World record: নাম উঠেছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে, নায়িকার এই কীর্তি চমকে দেবে সবাইকে...

Actress World record: এই অভিনেত্রী শুধু নায়িকা হিসেবে নয়, বরং পরিচালক হিসেবেও তিনি কাজ করেছিলেন। কিন্তু তাঁর ট্যালেন্টের কথা অনেকেই জানেন না। তিনি যেভাবে নাম তুলেছিলেন ওয়ার্লড্ রেকর্ডে, ভাবনাতীত...

Actress World record: এই অভিনেত্রী শুধু নায়িকা হিসেবে নয়, বরং পরিচালক হিসেবেও তিনি কাজ করেছিলেন। কিন্তু তাঁর ট্যালেন্টের কথা অনেকেই জানেন না। তিনি যেভাবে নাম তুলেছিলেন ওয়ার্লড্ রেকর্ডে, ভাবনাতীত...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sheila selin malayalam actress World record to work with one hero on 130 films

কে এই অভিনেত্রী? কী করেছিলেন?

Actress World Record: ভারতীয় অভিনেত্রীরা নিজেদের কাজের মাধ্যমে সবসময় নানা কিছু রেকর্ড গড়েছেন। তাঁরা তাঁদের অভিনয় দক্ষতার জন্য আলোচিত হয়েছেন বহুবার। কিন্তু এই অভিনেত্রীর, রেকর্ড অন্য ক্ষেত্রে। সিনে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে জুটি অবশ্যই ম্যাটার করে। নির্দিষ্ট জুটির সিনেমা বারংবার সুপারহিট হয়ে এসেছে। তাই বলে এই? একই অভিনেতার সঙ্গে বহুবার জুটি বেঁধে কাজ করেছেন নানান অভিনেত্রীরা। যেমন বলিউডে অমিতাভ রেখা কিংবা রাজেশ শর্মিলা অথবা শাহরুখ কাজল - সকলেই জুটি হিসেবে বেশ জনপ্রিয়।

Advertisment

জুটি বেঁধে গিনিস বুকে নাম তুলেছেন, এমন অভিনেত্রী আছেন আদৌ? ভারতেই আছেন এমন এক অভিনেত্রী। অনেক সময় এমন বিভ্রান্ত হন দর্শকরা, যে রিল জুটিকে রিয়াল জুটি হিসেবে ভেবে নেন। জুটিতে অভিনয় করে অভিনেতা এবং অভিনেত্রীরা, যে ধরনের রসায়ন দর্শকদের সামনে তুলে ধরেন, তাতে মুগ্ধ হন অনেকেই। তবে এই অভিনেত্রী একই হিরোর সঙ্গে ১৩০ টার বেশি ছবিতে অভিনয় করেছেন। এটি একটি রেকর্ড। ব্লকবাস্টার এর পুরো যুগে, প্রায় ৫০টি ছবি হিট দিয়েছেন তারা। এই অভিনেত্রীর নাম শিলা সেলিন। কিংবদন্তি মালায়ালাম এই অভিনেত্রী একই হিরোর সঙ্গে এতগুলি ছবি করে রেকর্ড করেছেন।

ইউটিউবারদের জন্য বড় ঝটকা! সলমন খানের শো Bigg Boss - এ পাত্তা পাবেন ন…

Advertisment

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা অর্জন করেছিলেন তিনি। সহ অভিনেতার নাম প্রেম নাজির। দক্ষিণের অন্যতম সুপারহিট এই নায়িকা, একই হিরোর সঙ্গে এতগুলি ছবিতে অভিনয় করে জীবন পুরো পাল্টে ফেলেছিলেন। ১৭ বছর বয়সে ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়। তার সংলাপ ডেলিভারি করা ছিল সাংঘাতিক। পর্দায় যতক্ষণ থাকতেন সকলের দৃষ্টি আকর্ষণ করতেন। ভারতীয় চলচ্চিত্রে সকলের কাছের হয়ে ওঠেন তিনি। মালায়ালাম ছবির পাশাপাশি তামিল তেলেগু এমনকি উর্দুতে প্রায় অনেকগুলো ছবি করেছেন।

শুধু অভিনেত্রী হিসেবে নয়, বরং তিনি কাজ করেছেন পরিচালক হিসেবে। তার গল্প বলার ধরন ছিল দারুন।  তাঁর ফ্যান ফলোয়িং ছিল দেখার মত। শুধু তাই নয়, জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।

entertainment bollywood actress Entertainment News Today Actress