Shiboprosad On Bohurupi part 2 : শিবপ্রসাদ মুকোপাধ্যায় ও নন্দিতা রায় মানেই বড় পর্দায় নতুন কোনও চমক। শিবপ্রসাদ-নন্দিতা জুটির ছকভাঙা গল্প রক্তবীজের পর বাংলা ছবির দর্শকের প্রত্যাশা যে বেড়ে গিয়েছে সে কথা আজ আর আলাদা করে বলার অবকাশই নেই। ৮ নভেম্বর সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে বহুরূপী। রক্তবীজের সাফল্যকে ছাপিয়ে বক্স অফিসে একচেটিয়া রাজত্ব করছেন আবির-ঋতাভরী-কৌশানীরা। বলিউড ও দক্ষিণী ছবির চাপে বাংলা ছবি কোণঠাসা হচ্ছে, এই অভিযোগ ছিল বহুদিনের। সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি। সিঙ্গল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স, বহুরূপীর জয়জয়কার। ছবি মুক্তির তৃতীয় সপ্তাহেও হলের বাইরে জনজোয়ার। সেই জন্যই কি এবার বহুরূপী পার্ট ২ নিয়ে চিন্তাভাবনা?
শিবপ্রসাদ-নন্দিতার বহুরূপী দেখতে যেন মানুষের ঢল নামছে হলের বাইরে। তেরো থেকে তিরাশি সকলের দেখার মতো ছবি বহুরূপী। এই ছবি যে টলি ক্যুইন কৌশানীর কেরিয়ারে নতুন দিগন্ত উন্মোচন করল সে কথা বলার অপেক্ষাই রাখে না।
সাফল্যের মাঝেই ২১ নভেম্বর বৃহস্পতিবার বহুরূপীর পরবর্তী ভাগের ইঙ্গিত দিলেন পরিচালক শিবপ্রসাদ? ফেসবুক পেজে শিবপ্রসাদ লেখেন, 'বড়বাবু, সবাই কি বলছে দ্যাখেন। পার্ট টু পার্ট টু করছে'। বাংলা ছবির দর্শকের উৎসাহকে তোল্লাই দিয়ে তাঁর এই পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা। সত্যিই বহুরূপী পার্ট আসছে কিনা সেই অপেক্ষায় সিনেপ্রেমী মানুষ।
কমেন্ট বক্সে সকলেই দ্বিতীয় ভাগ দেখার আবদার করেছেন। সেই সঙ্গে শিবপ্রসাদের অভিনয়ের প্রশংসাও করেছেন। প্রসঙ্গত, বহুরূপীর শেষে সিক্যোয়েলের একটা ইঙ্গিত কিন্তু, রয়েছে। ডাকাত বিক্রম এমন ফন্দি এটেছে যে খোদ বড়বাবু, আবির চট্টোপাধ্যায়ই জেলে।
অন্যদিকে বিক্রমের স্ত্রী আবার অন্তঃসত্ত্বা। শিবপ্রসাদ-নন্দিতার গল্পের শেষে এই ট্যুইস্টে একেবারে তাজ্জব দর্শক, ঠিক যেখান থেকে পরবর্তী ভাগ দেখার ইচ্ছের জন্ম নিয়েছে। বিক্রম আর বড়বাবুর মধ্যে চোর-পুলিশ খেলার ইঁদুর দৌড়ে কে এগিয়ে যায় সেই গল্পই বলতে পারে বহুরূপী পার্ট ২।
আরও পড়ুন: কোর্ট কেসের সাফল্যে কেক কেটে বর্ষপূর্তির সেলিব্রেশন, 'গীতা এলএলবি'-র জন্মদিনে আবেগপ্রবণ হিয়া