Shilajit Exclusive-Anirban: তিন নেতাকে নিয়ে রসিকতা অনির্বাণের, শিলাজিত বললেন ‘খুব মজা পেয়েছি’

বাংলার বুকে এমন অনেকেই আছেন, যারা একটি নির্দিষ্ট চরিত্রকে নিয়ে গান বাঁধেন। তাঁর মধ্যে শিলাজিত অন্যতম। তাঁকে এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা জিজ্ঞেস করলে তিনি বললেন...

বাংলার বুকে এমন অনেকেই আছেন, যারা একটি নির্দিষ্ট চরিত্রকে নিয়ে গান বাঁধেন। তাঁর মধ্যে শিলাজিত অন্যতম। তাঁকে এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা জিজ্ঞেস করলে তিনি বললেন...

author-image
Anurupa Chakraborty
New Update
shila

কী বলছেন শিলা?

'রেগে যাবে, কে ভাই? রেগে যাবে ...' পরপর তিনজনের নাম নিলেন অনির্বাণ। তিন রাজনৈতিক দলের মাথাদের নিয়ে রসিকতা করলেন অভিনেতা। তখন সামনে উপস্থিত  দর্শকের উন্মাদনার শেষ নেই। তাঁরা যেন কনসার্টে যাওয়ার আসল উদ্দেশ্য খুঁজে পেলেন। অনির্বাণ সকলকে আবারও বাধ্য করলেন চার্জ আপ হতে। আর সেই ভিডিও ভাইরাল হতেই নানা গুণীর নানা মত। কেউ বলছেন অনির্বাণ ঠিক, আবার কেউ বলছেন অনির্বাণ ভুল। 

Advertisment

যদিও, যাদের নাম করেছেন অনির্বাণ তাঁরা সম্পূর্ণ বিষয়টা বেশ মজার ছলেই নিয়েছেন। কুণাল ঘোষ তো বলেই দিলেন, আমি মজা নিতে জানি। অন্যদিকে, শতরূপ ঘোষ ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানালেন, আমিও কারওর গানে বেলা বোস কিংবা নীলাঞ্জনা হতে পারলাম, সেটাই ভাল লাগছে। আবার কেউ এও বললেন, অনির্বাণ তাঁর গানে রাজ্যের বড় বড় ইস্যু নিয়ে কেন দু-চার কথা বললেন না। বাংলার বুকে এমন অনেকেই আছেন, যারা একটি নির্দিষ্ট চরিত্রকে নিয়ে গান বাঁধেন। তাঁর মধ্যে শিলাজিত অন্যতম। তাঁকে এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা জিজ্ঞেস করলে তিনি বললেন... 

"আমি ওই ভাইরাল ক্লিপিং-টা দেখেছি কেবল। ওদের কনসার্টে যাওয়ার সুযোগ হয়নি কখনও। কিন্তু, যেটুকু ভাইরাল হয়েছে, সেটা দেখে আমি খুব মজা পেয়েছি। আমার ভাল লেগেছে।" 

Advertisment

তাঁর কি কোথাও গিয়ে বিষয়টাকে রাজনৈতিক বলে মনে হয়েছে? শিল্পী বলেন, "রাজনৈতিক বিষয় আমার কোনোভাবেই মনে হয়নি। কারণ, পরপর তিনটি নাম যে নেওয়া হয়েছে, তাঁরা রাজনীতি করেন। কিন্তু, ব্যক্তিবিশেষে তো আলাদা, সুতরাং তাঁদের নাম নিয়ে যদি কেউ কিছু বানান বিষয়টা রাজনৈতিক নয়। ৩ জনের নাম যেখানেই বলা হয়েছে খুব মজা করে বলা হয়েছে। এটা তো অন্য একটা চরিত্র হতে পারত। হয়তো কোনো ফুটবলার হতে পারত। তাহলে কি, ফুটবল নিয়ে আলোচনা। বরং, আমার যে বিষয়টা ভাল লেগেছে, যাদের নিয়ে বলা হয়েছে, তাঁরা এই বিষয়টা খুব স্পোর্টিংলি নিয়েছেন। আসলে, আমাদের ক্ষেত্রে কী হয়..." 

Taslima Nasrin-Anirban: 'খুশি করে চলতে পারবেন না অনির্বাণ', '৩ ঘোষ' প্রসঙ্গে এবার অভিনেতার পাশে তসলিমা

শিলাজিৎ জানান, এরকম গান তো তাঁকে নিয়েও তৈরি হয়।  তাঁর কথায়, যেটা হয় সেটা দিয়েই গান বানানো হয়েছে, আর যাদের বলা হয়েছে, তাঁরা বুঝতে পেরেছেন সেটা।" কিন্তু, অনির্বাণের কি এই গানে আরও কিছু বিষয় নিয়ে বলা উচিত ছিল? আরজি কর কিংবা তিনি যে নিজে কাজ করতে পারছেন না ফেডারেশনের দাপাদাপিতে, সেক্ষেত্রে কি গানের ভাষায় এইদিকটা তুলে আনা উচিত ছিল? কী বলছেন শিলাজিৎ? শিল্পী বলছেন..

"আনা উচিত বা আনা উচিত না, সেটা উনার সিদ্ধান্ত। সেটা উনি চাইলে পরেও করতে পারেন। তবে, গানটা দিয়ে যে কারওর বিরুদ্ধে তিনি বলেছেন, বা এমন কিছু সেটা না। এবং যে তিনটে নাম তিনি বলেছেন, তাতে মানুষ বেশ মজা পেয়েছেন। স্ট্যান্ড আপ কমেডির ক্ষেত্রে এরকম তো হয়েই থাকে। নির্দিষ্ট কিছু নাম নিলে, দর্শক মজা পায়। বাংলার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে কিছু বললে, দর্শক আসনে অনেকেই হয়ত মজা পান। রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে মজা করা দীর্ঘদিন ধরে চলে আসছে। অনেক সময় সমর্থকরা, যারা দল করেন, তারাও কিন্তু মজা পান। এটা ভালভাবে না নেওয়ার কিছুই নেই। বিষয়টা খুব প্রাসঙ্গিক।

Shilajit Majumdar anirban bhattacharya