/indian-express-bangla/media/media_files/2025/09/04/anirban2-2025-09-04-11-43-07.jpg)
অনির্বাণকে নিয়ে যা বললেন তসলিমা...
Taslima Nasrin-Anirban: সাম্প্রতিক সময়ে অনির্বাণ ভট্টাচার্য বেজায় আলোচনায়। কেউ কেউ তো তাঁকে নিয়ে বড্ড অখুশি। তাঁর কারণ, তিনি যেভাবে রাজনৈতিক দলের মাথাদের নিয়ে গান গেয়েছেন, বেশিরভাগ মানুষই তাঁকে পছন্দ করলেও অনেকেই এতে অন্যায় দেখতে পাচ্ছেন। যদিও বা গতকাল ঋদ্ধি সেন সোজা-সাপ্টা অনির্বাণের প্রশংসা করেন, এও জানিয়ে দেন, এটা তো হওয়ারই ছিল। অনির্বাণ এবং তাঁর দল যেটা করেন সেটা পারফর্মেন্স।
কিন্তু, অনেকেই আবার এমন মন্তব্য করেছেন, এভাবে সোজাসুজি নাম নিয়ে ঠিক করেননি অভিনেতা। কেউ কেউ এও বললেন, একেই কাজ পাচ্ছেন না অনির্বাণ, সেখানে শাসকদলকে চটানো কি উচিত ছিল? কিন্তু, আসল কথা অন্য জায়গায়। অনির্বাণ তাঁর মঞ্চযাত্রা যেদিন শুরু করেছিলেন, সেদিন থেকেই নিজের গানের ওপর দখলদারি দেখিয়েছিলেন সকলকে। দেবীসর্পমস্তা নাটকে তিনি যে অসামান্য গেয়েছিলেন, থিয়েটারের সকলেই যেন মুগ্ধ নয়নে স্টেজের দিকে চেয়ে ছিলেন।
Bollywood: 'ওরাও গোপনে দেখত', দানব তৈরি করতেন এই ফিল্মি পরিবার? আঁতকে ওঠার মতো ঘটনায়...
এদিকে, অনির্বাণের জীবনে এখন গান-ই আসল মাধ্যম। হুলিগানিজমের নাকি এমন কিছু গান আছে, যা মানুষকে পাগল করে দিতে পারে। এদিকে, অনির্বাণের এমন গান দেখে বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন, তিনিও মুখ খুলেছেন। যদিও তিনি এখন ভারতের বাসিন্দা। এদেশেই থাকেন এখন। তবে, খেয়াল করলে দেখা যাবে, অনির্বাণের গানের বেশ প্রশংসা করেছেন লেখিকা।
সমাজ মাধ্যমে যে পোস্ট করেছেন তিনি, তাতে সাফ জানিয়েছেন, অনির্বাণের প্রয়োজন নেই কাউকে তুষ্ট করার। তিনি সোজাসুজি লিখলেন, "অনির্বাণের হুলি গান ইজম তো বেশ লাগল। নতুন আইডিয়া, নতুন স্টাইল,আর হ্যাঁ নতুন চমক। জনপ্রিয় হবে কি না তা ভবিষ্যত বলবে। আপাতত মানুষ বলাবলি করছে। কেউ কেউ নাকি খুব অখুশি। তাতে কী! তাঁরাও কবির লড়াই করুন। সবাইকে খুশি করে চলা শিল্পী সাহিত্যিকদের কাজ নয়।"