scorecardresearch

‘জুতো পরে ন্যাড়াপোড়া..’, ধর্ম নিয়ে চরম কটাক্ষ! ‘মুখ পুড়ল’ শিল্পা শেট্টির

বেধড়ক আক্রমণের শিকার শিল্পা শেট্টি।

Shilpa Shetty, Shilpa Shetty trolled, Holika Dahan, Holi 2023, Bollywood celeb Holi, শিল্পা শেট্টি, ন্যাড়াপোড়া, হোলিকা দহন, হোলি ২০২৩, বলিউড তারকাদের হোলি, তারকাদের দোল, বলিউডের খবর
জুতো পরে হোলিকা দহন পালন করে চরম কটাক্ষের শিকার শিল্পা শেট্টি

হোলির আগের দিন বাংলার যেমন অশুভ শক্তি বিদায়ের রীতি রয়েছে, ঠিক তেমনই অবাঙালি সম্প্রদায় এদিন ‘হোলিকা দহন’ পালন করেন। যাকে খাস বাংলায় ন্যাড়াপোড়া বলে। আমজনতার মতো তারকারও এই প্রথা পালন করেন। টলিউডের পাশাপাশি বলিউড তারকারাও বাদ যান না। অভিনেত্রী শিল্পা শেট্টির বাড়িতেও যেহেতু হোলি উৎসবের জন্য বড়সড় আয়োজন হয়, অতঃপর হোলিকা দহন সেখানে মাস্ট! সেই প্রথা পালন করতে গিয়েই মুখ পুড়ল শিল্পার!

ঠিক কী ঘটেছে? প্রতিবারের মতো এবারও বসন্ত উৎসবের আগের দিন নিজের বাড়িতে পরিবারের সঙ্গে মজা করে হোলিকা দহন পালন করছিলেন শিল্পা শেট্টি। অভিনেত্রী নিজেই সেই মুহূর্ত ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। তবে শিল্পার সংস্কারি সত্ত্বার থেকেও নেটপাড়ার নজর গিয়েছে তাঁর পায়ের দিকে। শিল্পা শেট্টিকে জুতো পরে অশুভ বিদায়ের রীতি পালন করতে দেখে প্রায় খেপে উঠেছেন নেটপাড়ার নীতিপুলিশেরা।

ভিডিওতে দেখা গেল দুই সন্তান ভিভান ও সামিশাকে নিয়ে বেশ উৎফুল্লিত শিল্পা শেট্টি। ন্যাড়াপোড়ানোর আগুনের ফুলকি ধোঁয়ায় পাক খেয়ে ওপরে উঠে যাচ্ছে। হাজির ছিলেন পর্নকাণ্ডে অভিযুক্ত স্বামী রাজ কুন্দ্রাও। শিল্পার মাকেও দেখা গেল। নায়িকার পরনে লাল কুর্তা। করজোরে অশুভ শক্তি বিনাশের প্রার্থনা করছেন শিল্পা। সেই আগুনে শস্যা দেওয়ার পাশাপাশি রীতি অনুসারে পরিক্রমাও করলেন। তবে পায়ে জুতো। আর তা দেখেই নেটপাড়ার তথাকথিত ধার্মিক মানুষেরা অভিনেত্রীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়েছেন, “পায়ে জুতো কেন?” যার জেরে বেধড়ক ট্রোলড হতে হল শিল্পা শেট্টিকে।

[আরও পড়ুন: বিমানবন্দরে সারার সঙ্গে চূড়ান্ত অসভ্যতা প্রৌঢ়র! লজ্জায় মুখ ‘নিচু’ সইফ-কন্যার]

কারও মন্তব্য, “হিন্দু ধর্মে বাঁশ পোড়ানো নিষিদ্ধ।” আবার কারও পাঠ, “ধর্মীয় আচার পালনের আগে জুতো খোলার নিয়ম জানেন না?” তবে কোনওরকম প্রত্যুত্তর করেননি শিল্পা। বরং সবাইকে দোলের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Shilpa shetty celebrates holika dahan netizen trolls the actress