পর্নোগ্রাফি বানিয়ে বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোমবার রাতে গ্রেফতার করা হয় শিল্পা শেট্টির স্বামী (Shilpa Shetty) রাজ কুন্দ্রাকে (Raj kundra)। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পর্নফিল্ম কাণ্ডে। মঙ্গলবার সকালে রাজকে সিএমএম আদালতে পেশ করা হলে আগামী ৪ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয় তাঁকে। এমনকী, জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে। আর স্বামীর এমন দুর্দিনে শ্যুটিং বন্ধ রাখতে বাধ্য হলেন শিল্পা শেট্টি।
সূত্রের খবর, শিল্পার মন-মেজাজ এই মুহূর্তে বেজায় খারাপ। স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারির জন্য 'সুপার ডান্সার সিজন ৪'-এর শ্যুটেও তিনি আজ অনুপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট শোয়ের-ই একজন ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন যে, "আজ শিল্পা শেট্টি শ্যুটে আসেননি। রাজের গ্রেফতারি নিয়ে ভীষণ ডিসটার্ব হয়ে আছেন বলে শ্যুটিং আসতে ইচ্ছে হয়নি তাঁর। তাই বাড়িতে থেকেই দুই সন্তানের কাছে রয়েছেন তিনি।" সূত্রের খবর, শিল্পা শেট্টি এই মুহূর্তে তাঁর মা এবং বোন শমিতা শেট্টির সঙ্গে জুহুর বাংলোয় রয়েছেন।
<আরও পড়ুন: ‘রাজনীতিবিদরাই পর্ন দেখেন’, বিস্ফোরক রাজ কুন্দ্রা, পাঠানো হল ৪ দিনের পুলিশি হেফাজতে>
পাশাপাশি ওই ব্যক্তি এও জানান যে, "'সুপার ডান্সার' (Super Dancer) রিয়ালিটি শোয়ের গোড়া থেকেই শিল্পা এক সঙ্গে জড়িত। বিচারকের আসনে দেখা যায় তাঁকে। শেষবার শ্যুটে অনুপস্থিত ছিলেন তখন, যখন অভিনেত্রীর গোটা পরিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। এদিকে এই রিয়ালিটি শোয়ের শ্যুটিং শুধুমাত্র সোম-মঙ্গলবার করেই হয়। আর শ্যুটিং শিডিওলও বেজায় আটোসাঁট। তাই শিল্পা শেট্টির অনুপস্থিতিতে অন্য দুই বিচারক অনুরাগ বসু এবং গীতা কাপুরকেই শ্যুটিং চালাতে হয়।" প্রসঙ্গত, চলতি সপ্তাহে আবার রূপোলি পর্দায় শিল্পার কামব্যাক ফিল্ম হাঙ্গামা ২-এর রিলিজও রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন