Shilpa Shetty: ছিঃ! এই পোশাকে সূর্যদেবতাকে প্রনাম, শিল্পার কাণ্ড দেখে রেগে কাঁই নেটপাড়া

Shilpa Shetty Yoga Outfit: বিলাসবহুল বাংলোর বাগানে ইয়োগা করেন শিল্পা। সূর্যদেবতাকে প্রনাম করে ইয়োগার ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেই ভিডিও দেখে কেন রেগে আগুন নেটপাড়া?

Shilpa Shetty Yoga Outfit: বিলাসবহুল বাংলোর বাগানে ইয়োগা করেন শিল্পা। সূর্যদেবতাকে প্রনাম করে ইয়োগার ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেই ভিডিও দেখে কেন রেগে আগুন নেটপাড়া?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
vffgh

ছিঃ! এই পোশাকে সূর্যদেবতাকে প্রনাম

Shilpa Shetty offering prayers to the Sun: অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন ফিটনেস ক্যুইনও বটে। নিজস্ব ইউটিউব চ্যানেলে ফিট থাকার টিপস শেয়ার করেন। সেই সঙ্গে যৌবন ধরে রাখার পারফেক্ট ডায়েট চার্টও। সেই জন্য তো বয়স ৫০ ছুঁই ছুঁই হলেও দেখে মনে হবে বছর ২০-এর তনয়া। নিজে নিয়মিত যোগা করেন। প্রায়ই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তিনি নান আদার দ্যান বিটাউনের গ্ল্যাম ডল শিল্পা শেট্টি।

Advertisment

সম্প্রতি সমাজমাধ্যমের পেজে যোগা করার আগে সূর্যদেবতাকে প্রনাম করার একটি ভিডিও শেয়ার করেছেন। কিন্তু, এই ভিডিও দেখে শিল্পাকে একহাত নিয়েছেন নেটনাগরিকদের একাংশ। কিন্তু কেন?শিল্পার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে তাঁর পরনে যোগার ড্রেস। হাতে এক ঘটি জল। সূর্যদেবতার উদ্দেশ্যে জল ঢেলে পুজো দিচ্ছেন। তারপর যোগা করছেন।

Advertisment

এই ভিডিও দেখে নেটপাড়ার সদস্যদের একটা বড় অংশের আপত্তি তাঁর পোশাকে। এই ধরনের পোশাক পরে পুজো দেওয়া উচিত নয় বলে দাবি তাঁদের। ভারতীয় পোশাক পরে রীতি মেনে পুজো করার পরামর্শ দিয়েছেন শিল্পাকে। 'সূর্যের থেকে পজেটিভ এনার্জি নিয়ে সোমবারটা শুরু হল। সূর্যের আলোতে আরও আলোকিত হোক।'-এই ক্যাপশনে ভিডিও পোস্ট করেছেন। 

সেই ভিডিও দেখে এক নেটিজেন লিখেছেন, 'সূর্যকে প্রনাম করছেন খুব ভাল কিন্তু, ভারতীয় পোশাক ও রীতির দিকে খেয়াল রাখা দরকার।' অপর এক ব্যক্তির দাবি, 'সঠিক পোশাক পরে ভগবানের নাম করা উচিত।' একদিকে যখন শিল্পাকে পোশাক নিয়ে কটাক্ষের বানে বিদ্ধ করা হচ্ছে তখন অনেকেই তাঁর ভক্তির প্রশংসা করেছেন।

রবিবার ভিভানকে নিয়ে লাইফ অফ পাই দেখতে গিয়েছিলেন তারকা মম শিল্পা শেট্টি। সেখান থেকেও ভিডিো শেয়ার করেছিলেন। শিল্পার রূপের কাছে যেন জেন ওয়াইয়ের গ্ল্যামার একেবারে পিকে। সিনেমার পাশাপাশি সুপার ডান্সার, ইন্ডিয়াস গট ট্যালেন্টের বিচারকের ভূমিকাতেই ফাটাফাটি। 

আরও পড়ুন: সুমিতের বাহুলগ্না ঋতাভরী, শীতের আমেজে জমে ক্ষীর প্রেমিকযুগলের আদুরে আলাপ

bollywood movie Bollywood News bollywood actress Shilpa Shetty