স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) জেলে। পর্নফিল্ম কেলেঙ্কারিতে স্বাভাবিকশতই স্ত্রী শিল্পা শেট্টিকে () নিয়েও উঠেছে নানা প্রশ্ন। বিদ্রুপ, আক্রমণের শিকার হতে হয়েছে। যে প্রেক্ষিতে বম্বে হাইকোর্টের (Bombay HC) কাছে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ২৫ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছিলেন অভিনেত্রী। শনিবার আদালত যদিও নায়িকার পক্ষে রায় দেয়নি। কোর্টের মন্তব্য, "পুলিশের বয়ানের ভিত্তিতে কোনও সংবাদ করা হয়ে থাকলে, তা ভুয়ো বলে গণ্য হবে না, উপরন্তু মিডিয়ার উপর এই বিষয়ে আঘাত হানার অর্থ গণমাধ্যমের স্বাধীনতাকে লঙ্ঘিত করা।" এবার শেষমেশ রাজের গ্রেফতারি নিয়ে প্রথমবার মুখ খুললেন শিল্পা শেট্টি।
Advertisment
রাজ কুন্দ্রার গ্রেফতারের পর থেকে নিজেকে প্রায় গুটিয়েই নিয়েছিলেন নায়িকা। তবে এবার, বিস্ফোরক এক বিবৃতি জারি করেছেন। শিল্পার মন্তব্য, "হ্যাঁ, বিগত কয়েক দিন খুবই চ্যালেঞ্জিং পরিস্থিতি ছিল আমার জন্য। অনেক গুজব ও অভিযোগ উঠেছে। অযৌক্তিকভাবে আমাকে মিডিয়ার আক্রমণের শিকার হতে হয়েছে। এমনকী, যাঁদের শুভাকাঙ্ক্ষী মনে করতাম, তাঁরাও বাদ যাননি। ট্রোলিং, নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, শুধু আমাকে নয়, আমার পরিবারকেও। তবে আমি এখনও পর্যন্ত কোনও বিষয়ে মন্তব্য করিনি, করবও না।"
বিবৃতিতে শিল্পা এও সাফ জানিয়ে দিয়েছেন যে, "ভারতীয় নাগরিক হিসেবে আমার আইনের উপর আস্থা রয়েছে। গত ২৯ বছর ধরে কঠোর পরিশ্রম করে নিজের কেরিয়ার গড়েছি। মানুষ যেভাবে বিশ্বাস করেছেন, আমিও তা রেখেছি। তাই আমাদের নীরবতার সুযোগ নিয়ে ভুয়ো রটনা কিংবা অযথা আক্রমণ করবেন না। আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। আইনকে আইনের পথে হাঁটতে দিন। সত্যমেব জয়তে!"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন