Bollywood Kiss Controversy: ক্যামেরার সামনে জাপটে ধরে..., বাঙালি অভিনেতার কীর্তিতে রেগে কাঁই কিংবদন্তী অভিনেত্রী রেখা

Rekha-Biswajit Chatterjee: অনুমতি ছাড়াই ঠোঁটে চুমু! রেগে কাঁই অভিনেত্রী। কার সঙ্গে এমন ঘটনা ঘটেছিল? জেনে নিন বিস্তারিত।

Rekha-Biswajit Chatterjee: অনুমতি ছাড়াই ঠোঁটে চুমু! রেগে কাঁই অভিনেত্রী। কার সঙ্গে এমন ঘটনা ঘটেছিল? জেনে নিন বিস্তারিত।

author-image
Kasturi Kundu
New Update
কেন রেগে কাঁই রেখা?

কেন রেগে কাঁই রেখা?

Rekha-Biswajit Chatterjee: ছয়ের দশক থেকে বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে নাম জড়িয়েছে কিংবদন্তী অভিনেত্রী রেখার। ঝুলিতে রয়েছে অসংখ্য হিট ছবি। তাঁর সমসাময়িক অনেকেই এখনও অভিনয়ের সঙ্গে যুক্ত। কিন্তু, রুপোলি দুনিয়া থেকে রেখা নিজেকে গুটিয়ে নিয়েছেন। খুব অল্প বয়সেই সংসারের প্রয়োজনে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় পা রাখেন। লেজেন্ডারি জেমিনি গণেশানের মেয়ে হওয়ার সুবাদে কেরিয়ারে বিশেষ কোনও সুবিধা পাননি রেখা। প্রথম দিন থেকেই নিজেকে প্রতিষ্ঠা করার লড়াইয়ে সামিল হয়েছিলেন। ইন্ডাস্ট্রির তাবড় তারকাদের সঙ্গে কাজ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে রেখাকে। শুধু তাই নয়, শুটিং সেটে চরম হয়রানিরও শিকার হতে হয়েছিল।  

Advertisment

রেখা: দ্য আনটোল্ড স্টোরিতে রেখার ফিল্মি কেরিয়ারের গোড়ার দিকের কাহিনির উল্লেখ রয়েছে। এই বইয়ের তথ্য অনুযায়ী, অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ও পরিচালক কুলজিৎ পাল ও সিনেমাটোগ্রাফার রাজা নওয়াতে একটি পরিকল্পনা করেছিলেন। যেখানে রেখার ঠোঁটে চুমু খাবেন সিনেমার নায়ক। ক্যামেরার সামনে রেখার ঠোঁটে ঠোঁট রাখতেই চরম অস্বস্তিতে পড়েন অভিনেত্রী। তাঁর অনুমতি ছাড়া কী ভাবে এই ধরনের দৃশ্যে অভিনয় সম্ভব সেই নিয়ে প্রশ্নও তোলেন। এদিকে তো পরিকল্পনা মাফিক ক্যামেরা চালু হতেই রেখার ঠোঁটে চুমু খান বিশ্বজিৎ। পরে নাকি এই ঘটনার জন্য একেবারে রেগে কাঁই হয়ে যান রেখা। বইয়ের লেখা অনুযায়ী, বিশ্বজিৎ রেখাকে বুঝিয়েছিলেন, 'এটা কোনও আনন্দ উদযাপন করার জন্য নয়। চিত্রনাট্যের প্রয়োজনে করা হয়েছে।'

আরও পড়ুন আদার জৈনর ওয়েডিং পার্টিতে জমকলো সাজ, অমিতাভের সঙ্গে রেখার শাড়ির কোন বিশেষ যোগ?

Advertisment

অন্যদিকে কুলজিৎ পলের বক্তব্য, রেখা চুম্বন দৃশ্য সম্পর্কে অবগত ছিলেন। তাঁর কথায়, 'রেখা ওখানে ছিলেন। চুম্বন দৃশ্যে কোনও সমস্যা নেই সেটাও বলেছিলেন। আমি শুধু বলেছিলাম হিন্দি সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে এমন কিছু করতে হবে যা অন্য নায়িকারা করেননি। সেটা যদি ওঁর পছন্দ না হয় তাহলেও কোনও সমস্যা নেই। তবে ওই দৃশ্য সম্পর্কে রেখা অবগত ছিলেন।' ১৯৬৯ সালে দো শিকারি (Do Shikari)-র শুটিং হয়। তবে ১৯৭৯ পর্যন্ত ছবিটি মুক্তি পায়নি।  উল্লেখ্য, ১৯৭০-এ  Sawan Bhadon ছবি দিয়ে হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ। বাকিটা ইতিহাস। 

আরও পড়ুন 'দাউদ ইব্রাহিমের মতো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ডনই তো...', বলিউড নিয়ে বিস্ফোরক অভিনেত্রী

Bollywood News bollywood actress Rekha