/indian-express-bangla/media/media_files/2025/10/13/asdwed-2025-10-13-12-56-34.jpg)
অমিতাভকে গোপনে বিয়ের ইচ্ছে
Shilpa Shirodkar: বিগ বস ১৮- এর ঘরে শেষ দেখা গিয়েছিল শিল্পা শিরোদকরকে। বিয়ের পর লাইমলাইট তেকে নিজেকে একপ্রকার গুটিয়ে নিয়েছেন। গত মে মাসে কোভিড আক্রান্ত হওয়ার সময় চর্চায় ছিলেন এককালীন বলিউড অভিনেত্রী। দীর্ঘদিন পর অমিতাভ বচ্চনের জন্মদিনে ফের লাইমলাইটে শিল্পা। বিগ বি-কে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় মন কি বাত শেয়ার করেছেন। কী এমন লিখেছেন যার জন্য ফের চর্চায় শিল্পা শিরোদকর? আসলে ছোটবেলায় তিনি যখন বিগ বি-র অন্ধ ভক্ত ছিলেন তখন গোপনে অমিতাভের সঙ্গে বিয়ের বন্ধনে বাঁধা পড়তে চেয়েছিলেন। মেয়েবেলার সেই 'ফ্যান গার্ল মোমেন্ট'-র কথা শেয়ার করতেই লাইমলাইটে এককালীন অভিনেত্রী শিল্পা শিরোদকর।
শনিবার বিগ বি-র ৮৩তম জন্মদিনে অভিনেত্রী শিল্পা শিরোদকর মেগাস্টার অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা জানিয়ে প্রকাশ্য লিখেছেন, একসময় গোপনে তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। ইনস্টা হ্যান্ডেলে খুদা গাওয়া ছবির দুটি স্টিল শেয়ার করেছেন। যেখানে তিনি বিগ বি এবং প্রয়াত সুপারস্টার শ্রীদেবীর সঙ্গে অভিনয় করেছিলেন।
আরও পড়ুন কোভিড আক্রান্তের খবর জানিয়েছিলেন ৫১ বছরের শিল্পা, কেমন আছেন অভিনেত্রী?
ক্যাপশনে লেখেন, 'ভক্ত থাকাকালীন যে মানুষটিকে আমি গোপনে বিয়ে করতে চেয়েছিলাম। যিনি সহ-অভিনেতা হিসেবে আমাকে এত কিছু শিখিয়েছেন! অমিতজিকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা! আপনি যেন আরও বহু বছর আরও অনেক বছর বড় পর্দা আলোকিত করে রাখুন!'
খুদা গাওয়া ছাড়াও শিল্পা শিরোদকর অমিতাভ বচ্চনের সঙ্গে হাম ছবিতে কাজ করেছিলেন। ১৯৯১ সালে মুকুল এস. আনন্দ পরিচালিত এই ছবিতে অমিতাভের সঙ্গে অভিনয় করেছেন রজনীকান্ত, গোবিন্দা, কিমি কাটকর, দীপা সাহি, ড্যানি ডেঞ্জংপা, অনুপম খের ও কাদের খান। এই মুহূর্তে বড় পর্দা বা রিয়্যালিটি শো থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় শিল্পা। ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর নিজেই সেই খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। সুস্থ হওয়ার পরও হেলথ আপডেট শেয়ার করেছিলেন শিল্পা শিরোদকর।
আরও পড়ুন শরীরে থাবা বসিয়েছে করোনা, মারাত্মক পরিণতি জনপ্রিয় অভিনেত্রীর