‘মরতে পারতাম..’, মুম্বই ছাড়লেন ‘ক্ষুব্ধ’ সোনু নিগম! ছেলের কীর্তিতে ক্ষমাপ্রার্থী বিধায়ক

ছেলের হয়ে ড্যামেজ কন্ট্রোল করতে নামলেন শিবসেনা বিধায়ক।

SONU NIGAM, singer Sonu Nigam, Sonu Nigam show, Sonu Nigam harrasement, Shivsena MLA, Sonu Nigam news, BOLLYWOOD NEWS, সোনু নিগম, সোনু নিগমের শো, পদ্মশ্রী সোনু নিগম, বলিউডের খবর, বিনোদন খবর, মুম্বই
সোনু নিগমের শোয়ে শিবসেনা বিধায়কের ছেলের হামলা

সোমবার সোনু নিগমের (Sonu Nigam) কনসার্টে হামলা। ‘পদ্মশ্রী’ গায়কের সঙ্গে অভব্য আচরণ, মারধরের অভিযোগ শিবসেনা বিধায়কের ছেলের বিরুদ্ধে। চুলের মুঠি ধরে টান। হাতহাতি। ধাক্কাধাক্কি করে স্টেজ থেকে ফেলে দেওয়া হয় সোনু এবং তাঁর টিমের সদস্যদের। গুরুতর আহত হাসপাতালে চিকিৎসাধীন একজন। ঘটনায় তীব্র চাঞ্চল্যের পর রাতারাতি চেম্বুর খানায় অভিযোগ দায়ের করে আসেন সোনু নিগম।

এবার সেই ঘটনাতেই নয়া মোড়। সোনু নিগমের ওপর হামলার প্রতিবাদে সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। এদিকে ছেলের কীর্তিতে বিপাকে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হলেন শিবসেনা বিধায়ক প্রকাশ ফাটরেপেকর। সরগরম ময়দানে সন্তানের হয়ে ব্যাটিং করতে নেমে বিধায়কের মন্তব্য, “গোটা ঘটনাটাই অনিচ্ছাকৃত। ও কাউকে ধাক্কা দিতে চায়নি। শিল্পী স্টেজ থেকে নামার সময়ে সেলফি তুলতে গিয়েছিল। যা হয়েছে খুবই দুঃখজনক। ছেলে হিসেবে ও খুবই নম্র, শান্ত। আমি ক্ষমা চাইছি। গোটা ঘটনায় অনুতপ্ত।”

প্রসঙ্গত, এদিন রাতেই সোনুর দায়ের করা অভিযোগের ভিত্তিতে ৩২৩, ৩৪১ ও ৩৩৭- এই তিনটি ধারার অধীনে বিধায়কের ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এপ্রসঙ্গে সোনু জানান, “ছেলেটির ধাক্কায় আমি স্টেজ থেকে পরে যাই। আমার চুলের মুঠি ধরেও টানে ও। আমার ম্যানেজার তো মরেই যেতে পারত..। বিভীষিকাময় অভিজ্ঞতা। আর কেউ যেন কোনওদিন কোনও শিল্পীর সঙ্গে অনিচ্ছাকৃতভাবে সেলফি তুলতে গিয়ে এমন কাণ্ড না ঘটায়। সেইজন্যই থানায় অভিযোগ দায়ের করা।”

[আরও পড়ুন: বিতর্কে বিয়ে! আলিগড় ক্যাম্পাসে জম্পেশ ‘দাওয়াত’ স্বরার, ‘টুকরে-টুকরে গ্যাং’ নিয়ে বিতর্ক তুঙ্গে]

এদিকে সোমবার চেম্বুরে হুলুস্থূল কাণ্ডের পর মঙ্গলবার সকালেই মুম্বই বিমানবন্দরে দেখা যায় সোনু নিগমকে। শহরে ছেড়ে অন্যত্র যাচ্ছেন তিনি। সেটা অবশ্যই শোয়ের জন্য। তবে মুম্বই ছাড়ার আগে পাপ্পারাজিদের উদ্দেশে শুধু একটাই কথা বলে গেলেন, “সব ঠিক আছে।”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Shivsena mla reacts to sonu nigam harrasment singer left mumbai for show

Next Story
‘নেপো মাফিয়া’! রণবীর-আলিয়া ‘দাদাসাহেব’ পেতেই হিংসেয় জ্বলে-পুড়ে বিস্ফোরক কঙ্গনা
Exit mobile version