ফেব্রুয়ারি মাসের শুরুতেই জিফাইভ-এ এসেছে 'জাজমেন্ট ডে'। মূলত বাংলা ওয়েব সিরিজ কিন্তু হিন্দি ভার্সনও রয়েছে জাতীয় স্তরের ভিউয়ারদের জন্য। বছরের দ্বিতীয় মাসেও বেশ জমজমাট ওয়েব মাধ্যম। নতুন সিরিজের পাশাপাশি অরিজিনাল ওয়েব ছবিও রয়েছে তালিকায়।
মধুমিতা সরকার, সোহিনী সরকার, রণজয় বিষ্ণু, অভিষেক সিং, সুব্রত দত্ত, অভিনীত 'জাজমেন্ট ডে'-র স্ট্রিমিং শুরু হয়েছে জিফাইভ অ্যাপে ৫ ফেব্রুয়ারি থেকে। এই সিরিজটি বহু প্রতীক্ষিত বলা যায়। বর্তমান প্রজন্মের মধ্যে ক্রমশ বেড়ে চলা স্লাট শেমিং ও রেপ কালচারের সমস্যাটি নিয়েই তৈরি হয়েছে এই থ্রিলার সিরিজ।
আরও পড়ুন: অস্কার ২০২০: কে জিতলেন, কী জিতলেন, এক নজরে
এই মাসে বাংলা ওয়েব মাধ্যমে আর তিনটি গুরুত্বপূর্ণ সিরিজের রিলিজ রয়েছে--
পাঁচফোড়ন ২ (হইচই)
পাঁচমিশেলি সম্পর্কের গল্প নিয়ে আসছে হইচই-এর এই সিরিজের দ্বিতীয় সিজন। পাঁচটি গল্পের মুখ্য চরিত্রে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, সৌরভ চক্রবর্তী, অমৃতা মুখোপাধ্যায়, ঐন্দ্রিলা শর্মা প্রমুখ। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষেই যে এই রিলিজ তা আর বলার অপেক্ষা রাখে না। দেখে নিতে পারেন ট্রেলারটি নীচের লিঙ্কে ক্লিক করে--
শব্দজব্দ (হইচই)
রজত কাপুর, পায়েল সরকার ও মুমতাজ সরকার অভিনীত এবং সৌরভ চক্রবর্তী পরিচালিত এই সিরিজের স্ট্রিমিং আগামী ২১ ফেব্রুয়ারি। এক লেখকের কল্পনার জগৎ আর তার বাস্তব জীবন মিলেমিশে গিয়ে তৈরি করবে একটি গা ছমছমে জার্নি, এমনটাই বোঝা গিয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলারে।
সিন (আড্ডাটাইমস)
এই সিরিজটিও বেশ প্রতীক্ষিত। অরুণাভ খাসনবিশ পরিচালিত এই সিরিজের পোস্টার সোশাল মিডিয়ায় এসেছে বেশ অনেকদিন তবে এখনও ট্রেলার আসেনি। সিরিজের বিষয়বস্তু কলকাতা শহরে গড়ে ওঠা নিষিদ্ধ যৌন আচরণ ও যৌন ফ্যান্টাসি পরিপূরণের একটি নেটওয়ার্ক যা বর্তমান প্রজন্মের কাছে এক ধরনের নেশায় পরিণত হয়েছে। তবে বাংলায় নয়, হিন্দিতে নির্মিত হয়েছে এই সিরিজ যা স্ট্রিমিং হবে ফেব্রুয়ারির শেষের দিকে-- হয় ২১ ফেব্রুয়ারি নয়তো ২৮ ফেব্রুয়ারি।
এবার দেখে নেওয়া যাক জাতীয় প্ল্যাটফর্মগুলি। এমাসে নেটফ্লিক্স ও জিফাইভ সরগরম দুটি অরিজিনাল ছবি ও একটি অরিজিনাল সিরিজ নিয়ে--
তাজ মহল ১৯৮৯ (নেটফ্লিক্স)
এই সিরিজের স্ট্রিমিং হবে ১৪ ফেব্রুয়ারি। মুখ্য চরিত্রে রয়েছেন নীরজ কবি. গীতাঞ্জলি কুলকার্নি। নব্বইয়ের দশকে ছোট শহরকেন্দ্রিক প্রেমের গল্প নিয়েই এই সিরিজ। যখন সোশাল মিডিয়া ছিল না, টিন্ডারের মতো অ্যাপেরও জন্ম হয়নি, তখন কেমন করে প্রেম করত মানুষ, বছর তিরিশ আগের সেই ভুলে যাওয়া প্রেমের মেজাজ নিয়েই এই সিরিজ। ঠিক এই ধরনের কনটেন্ট ওয়েব মাধ্যমে বেশ কমই দেখা যায়। দেখে নিতে পারেন ট্রেলারটি নীচের লিঙ্কে ক্লিক করে--
এছাড়া জিফাইভ-এ আসছে দুটি ওয়েব ছবি-- 'অপারেশন পরিন্দে' যা স্ট্রিমিং হবে আগামী ২৮ ফেব্রুয়ারি ও 'শুক্রাণু' যেটির স্ট্রিমিং ১৪ ফেব্রুয়ারি। প্রথমটির বিষয়বস্তু এদেশের সবচেয়ে বিতর্কিত জেলপালানোর গল্প, যা সত্য ঘটনা অবলম্বনেই তৈরি। মুখ্য চরিত্রে রয়েছেন রাহুল দেব ও অমিত সাধ। দ্বিতীয়টিও সত্য ঘটনা অবলম্বনে তবে একটু হালকা মেজাজের। সত্তর দশকে দেশ উত্তাল ছিল গণ নিবীর্যকরণে। এই গল্পের প্রেক্ষাপটে রয়েছে সেই ঘটনা।