/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/shonar-pahar-fresh.jpg)
সোনার পাহাড় ছবির হাত ধরে বহুদিন বাদে আবারও বাংলা সিনেমাতে দেখা যাবে তনুজাকে। ছবি- ট্যুইটার।
উপমা ও বিটলুকে দেখেছেন? বোঝা গেল না তো? বন্ধুত্বের গল্প বলতে, হারিয়ে যাওয়া সম্পর্কগুলোকে নতুন করে খুঁজে পেতে পরমব্রত চট্টোপাধ্যায়ের হাত ধরে তাঁরা আসছেন বড়পর্দায়। ছবির নাম, সোনার পাহাড়। যে ছবি ঘিরে রয়েছে অন্যতম দুই চরিত্র উপমা ও বিটলু। না, ছবি মুক্তি পায়নি এখনও। তবে তাঁর আগেই এঁদের সঙ্গে হালকা আলাপ পর্ব সারলেন দর্শকরা। সদ্য প্রকাশ করা হয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এ ছবির ট্রেলার। মা-ছেলের নড়বড়ে সম্পর্কের আভাস মিলেছে ট্রেলারে। সন্তান বড় হলে বাবা-মায়েদের না বুঝতে পারার ক্ষোভ ধরা পড়েছে ছবির চরিত্রের গলায়।
Feistiness and sagelike wisdom is a unique combination,and rarely finds an abode as it does in my 'Upama'... Made some minor corrections to her dubbing, can't wait to present her on-screen in #ShonarPahar thanks for lighting up the day like always ! @greentouchentpic.twitter.com/7xBKukryTd
— parambrata (@paramspeak) April 28, 2018
আরও পড়ুন, সুলতান-দ্য সেভিয়ার, জিতের ‘মাশা আল্লা’ ইউটিউব কাঁপালো প্রথমদিনেই
আরও পড়ুন, শহরে এসে পড়ল শরৎ, সৌজন্য়ে উমার ট্রেলার
সময়ের স্রোতে উপমা পেছনে ফেলে এসেছে তার পুরনো জীবন,দূরে চলে গেছে ছেলে,সৌম্যর থেকে।ছোট্ট বন্ধু বিটলুর হাত ধরে তার জীবনের সেই সব ফেলে আসা দিনগুলো,হারিয়ে যাওয়া সম্পর্কগুলো ফিরে পাওয়ার গল্পই হলো #ShonarPaharhttps://t.co/GkPl8OTh00@paramspeak@Jisshusengupta@Roadshow_Films
— GreenTouch (@greentouchent) April 25, 2018
শুধু কি তাই, এ ছবির হাত ধরে আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে তিন ভুবনের পারে ছবির সেই জুটিকে। হ্যাঁ, সৌমিত্র চট্টোপাধ্যায় ও তনুজা আবারও ফ্রেমবন্দি হয়েছেন। ক্যামেরার পিছনে কারসাজির পাশাপাশি এ ছবিতে অভিনয়ও করেছেন পরমব্রত। এছাড়াও দেখা যাবে যিশু সেনগুপ্ত, অরুণিমা ঘোষকে। এ ছবিতে সুর দিয়েছেন নীল দত্ত।