ধারাবাহিকের শুটিংয়ে দিনে ১৪ ঘন্টা সময় দিতে হয় কলাকুশলীদের। পরিবারের সংজ্ঞা শুটিংয়ের সেটের মানুষজনই হয়ে ওঠে তখন। তারমধ্যে যদি আউটডোর হয় তাহলে তো কথাই নেই। সম্প্রতি বরফের দেশে শুটিং হচ্ছে কৃষ্ণকলি ধারাবাহিকের। তাই গোটা টিম পৌঁছে গিয়েছে সিকিমে। হাড় কাঁপানো ঠান্ডায় সকলেই কষ্ট করে শুট করছে। আবার বরফ দেখে নিজেদের আটকে রাখতেও পারছেন না। দেখুন ছবি-
শুটিংয়ের ফাঁকেই চলছে ফোটোশুট। ফোটো-রিমঝিমের ফেসবুক পেজ থেকে।
ঠান্ডায় কেপেঁ গেলেও মূহুর্ত তো বন্দী করা চাইই। ফোটো- রিমঝিমের ফেসবুক পেজ থেকে।
শুটিংয়ের ফাঁকে ভিভানের সেলফি। ফোটো- ভিভানের ফেসবুক পেজ থেকে
ঠান্ডায় মেকআপ রুমেরও এই দশা। ফোটো- রিমঝিমের ফেসবুক পেজ থেকে
জানুয়ারীর ৮ তারিখে গ্যাংটক পাড়ি দিয়েছে টিম কৃষ্ণকলি। ফোটো- রিমঝিমের ফেসবুক পেজ থেকে
গ্যাংটক যাওয়ার আগে এয়াপোর্টের ছবি। ফোটো- ভিভানের ফেসবুক পেজ থেকে
কৌশিকের সঙ্গে শুটিংয়ের ফাঁকে সেলফি সেশন। ফোটো- ভিভানের ফেসবুক পেজ থেকে
ফোটো- শর্বরী মুখোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে
প্রায় ২ ডিগ্রির কাছাকাছি পারদ নেমেছিল তখন শহরে। ফোটো- ভিভানের ফেসবুক পেজ থেকে।
শুটিং প্রায় শেষের দিকে তখন। ফোটো- ভিভানের ফেসবুক পেজ থেকে
বরফের মধ্য়েই পোজ। ফোটো- শর্বরী মুখোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে
চারিদিকে বরফ, তবুও ক্যামেরা চলছে। ফোটো- সোশাল মিডিয়া সৌজন্যে
সোমবারই ফিরে আসার কথা টিমের। ফোটো- সোশাল মিডিয়া সৌজন্যে
শীতের শহরে পৌঁছেই সেলফি। ফোটো- ভিভানের ফেসবুক পেজ থেকে
শুটিং চলতে চলতে ঘোরাও চলছে। ফোটো- ফেসবুক
আরও পড়ুন, ‘সীমারেখা’র জিৎ পর্দায় যুগনায়ক ‘নেতাজি’
সম্ভবত, আগামী সপ্তাহেই চাক্ষুস করা যাবে পাহাড়ে কৃষ্ণকলির অভিযান দৃশ্য।