Advertisment
Presenting Partner
Desktop GIF

বরফের দেশে শুটিং চলছে কৃষ্ণকলি-র

সম্প্রতি বরফের দেশে শুটিং হচ্ছে কৃষ্ণকলি ধারাবাহিকের। তাই গোটা টিম পৌঁছে গিয়েছে সিকিমে। হাড় কাঁপানো ঠান্ডায় সকলেই কষ্ট করে শুট করছেন। আবার বরফ দেখে নিজেদের আটকে রাখতেও পারছেন না।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ঠান্ডায় শুটিংয়ের পাশাপাশি আনন্দে মেতেছে টিম কৃষ্ণকলি।

ধারাবাহিকের শুটিংয়ে দিনে ১৪ ঘন্টা সময় দিতে হয় কলাকুশলীদের। পরিবারের সংজ্ঞা শুটিংয়ের সেটের মানুষজনই হয়ে ওঠে তখন। তারমধ্যে যদি আউটডোর হয় তাহলে তো কথাই নেই। সম্প্রতি বরফের দেশে শুটিং হচ্ছে কৃষ্ণকলি ধারাবাহিকের। তাই গোটা টিম পৌঁছে গিয়েছে সিকিমে। হাড় কাঁপানো ঠান্ডায় সকলেই কষ্ট করে শুট করছে। আবার বরফ দেখে নিজেদের আটকে রাখতেও পারছেন না। দেখুন ছবি-

Advertisment

publive-image শুটিংয়ের ফাঁকেই চলছে ফোটোশুট। ফোটো-রিমঝিমের ফেসবুক পেজ থেকে।

publive-image ঠান্ডায় কেপেঁ গেলেও মূহুর্ত তো বন্দী করা চাইই। ফোটো- রিমঝিমের ফেসবুক পেজ থেকে।

publive-image শুটিংয়ের ফাঁকে ভিভানের সেলফি। ফোটো- ভিভানের ফেসবুক পেজ থেকে

publive-image ঠান্ডায় মেকআপ রুমেরও এই দশা। ফোটো- রিমঝিমের ফেসবুক পেজ থেকে

publive-image জানুয়ারীর ৮ তারিখে গ্যাংটক পাড়ি দিয়েছে টিম কৃষ্ণকলি। ফোটো- রিমঝিমের ফেসবুক পেজ থেকে

publive-image গ্যাংটক যাওয়ার আগে এয়াপোর্টের ছবি। ফোটো- ভিভানের ফেসবুক পেজ থেকে

publive-image কৌশিকের সঙ্গে শুটিংয়ের ফাঁকে সেলফি সেশন। ফোটো- ভিভানের ফেসবুক পেজ থেকে

publive-image ফোটো- শর্বরী মুখোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে

publive-image প্রায় ২ ডিগ্রির কাছাকাছি পারদ নেমেছিল তখন শহরে। ফোটো- ভিভানের ফেসবুক পেজ থেকে।

publive-image শুটিং প্রায় শেষের দিকে তখন। ফোটো- ভিভানের ফেসবুক পেজ থেকে

publive-image বরফের মধ্য়েই পোজ। ফোটো- শর্বরী মুখোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে

publive-image চারিদিকে বরফ, তবুও ক্যামেরা চলছে। ফোটো- সোশাল মিডিয়া সৌজন্যে

publive-image সোমবারই ফিরে আসার কথা টিমের। ফোটো- সোশাল মিডিয়া সৌজন্যে

publive-image শীতের শহরে পৌঁছেই সেলফি। ফোটো- ভিভানের ফেসবুক পেজ থেকে

publive-image শুটিং চলতে চলতে ঘোরাও চলছে। ফোটো- ফেসবুক

আরও পড়ুন, ‘সীমারেখা’র জিৎ পর্দায় যুগনায়ক ‘নেতাজি’

সম্ভবত, আগামী সপ্তাহেই চাক্ষুস করা যাবে পাহাড়ে কৃষ্ণকলির অভিযান দৃশ্য।

tollywood
Advertisment