Road Accident: মর্মান্তিক! পথ দুর্ঘটনায় হাসপাতালে শুটিং ফ্লোরের সদস্যরা, আশঙ্কাজনক ২

শুটিং-এ যাওয়ার পথেই তিনি ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে। এক পথ দুর্ঘটনায় কোনওমতে প্রাণে বেঁচেছেন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানিয়ে দেন, তাঁর হাত কেটে ফেলতে হবে।

শুটিং-এ যাওয়ার পথেই তিনি ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে। এক পথ দুর্ঘটনায় কোনওমতে প্রাণে বেঁচেছেন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানিয়ে দেন, তাঁর হাত কেটে ফেলতে হবে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
10 killed  ,Road accident,  Burdwan  ,Returning to Bihar,  Pilgrims,  Holy dip  ,Gangasagar,  Fatal crash  ,Many injured  ,National Highway accident,মৃত ১০,  সড়ক দুর্ঘটনা,  বর্ধমান,  বিহার ফেরত  ,পূণ্যার্থী  ,পবিত্র স্নান,  গঙ্গাসাগর,  মর্মান্তিক দুর্ঘটনা  ,আহত বহু , জাতীয় সড়ক দুর্ঘটনা

কী এমন হয়েছিল তাঁর সঙ্গে...

বাংলাদেশের বুকে গতকাল ঘটে গিয়েছে ভয়ঙ্কর এক দুর্ঘটনা। সেখানকার বিনোদন-মহলের সঙ্গে যুক্ত এক সদস্যের জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। শুটিং ফ্লোরে ভীষণ সক্রিয় থাকা মানুষটা, আজ শরীরের এক অঙ্গ খুইয়ে শয্যাশায়ী। প্রসঙ্গে, রবিন। বাংলাদেশের বুকে নানা শুটিং ফ্লোরে দেখা যেত তাঁকে। বেশিরভাগ সময় লাইট নিয়েই দৌড়াদৌড়ি করতেন তিনি। নায়ক-নায়িকাদের সামনে লাইট ধরতেও দেখা যেত তাঁকে। 

Advertisment

সেই মানুষটাই যে এমন গুরুতর বিপদের সম্মুখীন হবেন, যেন আশাই করা যায় না। শুটিং-এ যাওয়ার পথেই তিনি ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে। এক পথ দুর্ঘটনায় কোনওমতে প্রাণে বেঁচেছেন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানিয়ে দেন, তাঁর হাত কেটে ফেলতে হবে। গতকাল বিকেলবেলা, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল সুত্রে খবর তাঁর বাঁহাত কেটে ফেলা হয়েছে। চিকিৎসক মারফত জানা গিয়েছে, তাঁর একটি পা-ও নাকি বেশ ঝুঁকির মধ্যেই রয়েছে। 

মারণরোগ বাসা বাঁধে কাছের মানুষের শরীরে, যেভাবে সব শেষ হয়ে গেল অভিনেত্রীর জীবনে..

Advertisment

এবং নিজের জীবনে এমন একটি ঘটনার সম্মুখীন হয়ে মানসিকভাবে বিদ্ধস্ত রবিন। ভীষণ ভেঙ্গে পড়েছেন তিনি। নিজের চিকিৎসার সঙ্গে সঙ্গে কী করে পরিবারের খরচ চালাবেন, সেই নিয়েই ভীষণ চিন্তায় আছেন তিনি। পরিবারের রোজগেরে হিসেবে এখন নিতান্তই দুশ্চিন্তায় রবিন। প্রথম আলো সুত্রে খবর, রবিনের অভিযোগ শুটিং-র জন্য আলাদা গাড়ি থাকলেও, তাতে তাঁকে পাঠানো হয়নি। বরং তাঁকে জেনারেটর পিকাপে যেতে বাধ্য করা হয়। 

কিন্তু, এই দুর্ঘটনা ঘটল কী করে? 

শুক্রবার ইউটিউব চ্যানেল ‘প্রাঙ্ক কিং’-এর একটি নাটকের শুটিংয়ে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয় লাইট ও জেনারেটরবাহী একটি গাড়ি। ঢাকা থেকে টাঙ্গাইলের পথে যাত্রাকালে দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত হন অন্তত পাঁচজন। আহতদের মধ্যে রয়েছেন লাইট সহকারী রবিন, লাইট সহকারী শাহাদাত, হৃদয়, পিকআপ চালক ইব্রাহীম, জেনারেটর অপারেটর আবদুর রাজ্জাক এবং আরও দুজন। এর মধ্যে সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন রবিন ও হৃদয়।

রবিন বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন, আর হৃদয়কে ভর্তি করা হয়েছে জামালপুরের সরিষাবাড়ী হাসপাতালে। দুর্ঘটনায় হৃদয়ের চোয়ালে মারাত্মক আঘাত লাগে এবং পড়ে যায় পাঁচটি দাঁত। বাকিরাও গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে আরও দুজনকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Bangladesh Entertainment News Entertainment News Today