স্ত্রী গত হয়েছেন, একমাত্র ছেলে থাকে ক্যালিফোর্নিয়ায়। শিবকুমারের দিন কাটে পুরনো কম্পিউটার, কবিতা লেখা নিয়ে। সত্তর বছরের শিবকুমারের কাহিনি বন্ধুত্বহীন ও নিঃসঙ্গতার গল্প শোনায়। এইভাবেই প্রজন্মের ফারাক দেখিয়েছেন পরিচালক শৌনাক মিত্র। শিবকুমার কম্পিউটারটি ব্যবহার করেন ছেলের স্মৃতি হিসাবে। একদিন হঠাৎ খারাপ হয়ে যায় সেটা। ছেলেকে জানান। ছেলে ল্যাপটপ কিনে পাঠাতে চান। কিন্তু তাতে রাজি হন না বৃদ্ধ বাবা।
তাহের সাব্বির ও সুরেন্দ্র রাজন। ফোটো- অ্যাডভার্ব
এই নিয়েই ছবি 'এক্সচেঞ্জ অফার'। কম্পিউটার বদলাতে তো রাজি হলেন না তিনি? এবার? কম্পিউটার সারাতে আসে অমিত। কারণ শিবকুমার মনে করেন তিনি ও তার ছেলে ঋষভের মধ্যেকার একমাত্র সংযোগসূত্র এই পুরনো কম্পিউটার। এই মেশিনকে ঘিরেই শিবকুমার ও অমিতের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে।
আরও পড়ুন, মর্মান্তিক কাহিনি-নির্ভর রাজা চন্দের আগামী ছবি
পরিচালক ও ডিওপি সহ এম কে রায়না, সুরেন্দ্র রাজন ও তাহির সাব্বির। ফোটো- অ্যাডর্ভাব
এর পরে কোম্পানির পক্ষ থেকে একটা জবরদস্ত এক্সচেঞ্জ অফার নিয়ে আসে অমিত। এই নিয়েই ছবি 'এক্সচেঞ্জ অফার'। দুই প্রজন্মের মূল্যবোধ ও যাপনকে ফ্রেমবন্দি করতে চেয়েছেন পরিচালক। সদ্য কলকাতায় হয়ে গেল ছবির শুটিং। বারুইপুর রাজবাড়িতে সেট পড়েছিল এই স্বল্প দৈর্ঘ্যের ছবির।
আরও পড়ুন, ছাড়পত্র সিবিএফসির, অবিলম্বে মুক্তি পাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র বায়োপিক
এম কে রায়না শিবকুমারের ভূমিকায়। ফোটো- অ্যাডভার্ব
ছবির সংলাপ লিখেছেন বিনয় শুক্লা। ক্যামেরায় বরুণ মুখোপাধ্যায়। এই ছবিতে অভিনয় করেছেন এম কে রায়না, সুরেন্দ্র রাজন, তাহির সাব্বির, আরিয়ান, রোশনি ভট্টাচার্যের মতো শিল্পীরা। এম কে রায়না-ই রয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক শিবকুমার পন্থ-এর ভূমিকায়। হিন্দিতে তৈরি হচ্ছে এই শর্ট ফিল্ম।