/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/salman-khan-7592.jpg)
ক্যাটরিনা ও সলমন অভিনীত এই ছবির শুটিং স্থগিত।
পাঞ্জাব ও দিল্লিতে ভারত ছবির শুটিং শেষ করেছেন পরিচালক আলি আব্বাস জাফর। কিন্তু এরপর বন্ধ হল এই ছবির শুটিং। চোখ কপালে তোলার মত কিছু নয়,আবার সামনের বছর ভারতের বাকি অংশের শুট হবে বলেই জানিয়েছেন পরিচালক। শনিবার একটি টুইট করে আলি আব্বাস জানান, ''দিল্লি ও পাঞ্জাবের শুটিংয়ের কাজ শেষ হয়েছে, সামনেপ বছর শুরু হবে বাকি কাজ''।
Finished with Delhi & Punjab schedules of @Bharat_TheFilm , last schedule will start in new year ...bhai ke birthday wale month mein kaun kaam karta hai ...???? par hum edit mein lage hue hain ....
— ali abbas zafar (@aliabbaszafar) December 15, 2018
আসলে ২৭ ডিসেম্বর ভাইজানের জন্মদিন। ৫৩ পা দেবেন সলমন খান। তাই এই মাসে কোনও কাজ রাখতে চাইছেন না টিম ভারত। তাই বলে ছবির কাজ থেমে নেই, সম্পাদনার কাজে মন দিয়েছেন পরিচালক। সলমন খান ও ক্যাটরিনা কাইফ আবারও জুটি বেঁধেছেন এই ছবিতে। যদিও অনেক খোঁজার পর নায়িকা সংবাদ মিলেছে এই ছবির। এ ছবিতে ৮ থেকে ৬৫ বছর বয়সের সলমন খানকে পাঁচটি ভিন্ন ভিন্ন চেহারায় দেখা যাবে। ছবির শ্যুটিং হবে স্পেন, আবুধাবি, পাঞ্জাব এবং দিল্লিতে।
আরও পড়ুন, ইশা আম্বানির রিসেপশন, হাজির হেমামালিনী থেকে কিরণ বেদী
ওড টু মাই ফাদার- ২০১৪য় তৈরি এই সাউথ কোরিয়ান ছবি থেকে তৈরি হচ্ছে সলমনের নতুন ছবি ভারত। ক্যাটরিনা ও সলমন অভিনীত এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন অতুল অগ্নিহোত্রী ও ভূষণ কুমারের টি সিরিজ। ছবিতে ক্যাটরিনা ও সলমন ছাড়াও রয়েছেন দিশা পাটানি, তাব্বু, নীল গ্রোভার, জ্যাকি শ্রফ, মানব ভিজ ও নোরা ফাতেহিরা। ২০১৯ এর ঈদে মুক্তি পাবে সলমন খানের ভারত।
Read the full story in English