Advertisment
Presenting Partner
Desktop GIF

Durgesgorer Guptodhon Release: ‘দুর্গেশগড়ের গুপ্তধন’-এর সন্ধানে সোনাদা

Durgesgorer Guptodhon Bengali Movie Release Date: মণিকান্তপুরের জমিদারবাড়ি থেকে শাহ সুজার বাদশাহি গুপ্তধন উদ্ধার করে প্রশংসা কুড়িয়েছিলেন সোনাদা, ঝিনুক ও আবির। আবারও নতুন গুপ্তধনের সন্ধান করতে তৈরি সোনাদা। এবার গন্তব্য দুর্গেশগড়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Durgesgorer Guptodhon Release Date: আবির চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘দুর্গেশগড়ের গুপ্তধন’

Durgesgorer Guptodhon Release: মণিকান্তপুরের জমিদারবাড়ি থেকে শাহ সুজার বাদশাহি গুপ্তধন উদ্ধার করে প্রশংসা কুড়িয়েছিলেন সোনাদা, ঝিনুক ও আবির। আবারও নতুন গুপ্তধনের সন্ধান করতে তৈরি সোনাদা। এবার গন্তব্য দুর্গেশগড়। কথা হচ্ছে 'গুপ্তধনের সন্ধান' ছবির সিক্যুয়েল ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ নিয়ে। ফেলুদা বা ব্যোমকেশ নয়, এই সিরিজের মাধ্যমেই নতুন এক গোয়েন্দাকে পেল বাঙালি এবং আরও একবার রহস্য সমাধানের সুযোগ পেয়ে গেলেন আবির চট্টোপাধ্যায়।

Advertisment

এবারও আবিরের সঙ্গে দেখা যাবে ইশা সাহা এবং অর্জুন চক্রবর্তীকে। আবির চরিত্রে পর্দায় অবতরণ ঘটবে অর্জুনের আর ঝিনুকের ভূমিকায় ইশা সাহা। এদিন এই ছবিরই শুটিং শুরু করলেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ভেঙ্কটেশের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। ছবিতে পুজোর দৃশ্য থাকবে। তাই এবারের পুজোয় টিম দুর্গেশগড়ের গুপ্তধন মাঠে নেমে পড়েছিল সেই সমস্ত প্রয়োজনীয় ফুটেজ শুট করতে। পরে এই আমেজ তৈরি করাটা মুশকিল কিনা!

publive-image  Durgesgorer Guptodhon Release Date: দুর্গেশগড়ের গুপ্তধনের প্রথম পোস্টার।

পুজোয় শুটিংয়ের জন্যও মণ্ডপে ঘুরেছেন আবির, ইশা, অর্জুনরাও। মা দুর্গার মূর্তির সামনে ছবিও তুলেছেন তাঁরা। তবে টলিউডের গোয়েন্দাদের ভিড়ে সোনাদা নিজের জায়গা করে নিলেও তা কতটা অক্ষত রাখতে পারেন সেটা সময়ই বলবে। শুধুমাত্র রহস্যের গন্ধ নয়, এই ছবিতে পরিণত হবে ঝিনুক-আবিরের প্রেমও।

আরও পড়ুন, বেলাশেষের পরে আবার সম্পর্কের ‘বেলাশুরু’

এই ছবির চিত্রগ্রাহক সৌমিক হালদার ও সঙ্গীত পরিচালনার দায়িত্ব কাঁধে নিয়েছেন বিক্রম ঘোষ। ২০১৯-এর মাঝামাঝি অর্থাৎ এপ্রিল নাগাদ মুক্তি পেতে পারে ‘দুর্গেশগড়ের গুপ্তধন’।

tollywood Abir Chatterjee
Advertisment