Advertisment
Presenting Partner
Desktop GIF

নিজেকে উজাড় করে দেবে শ্রদ্ধা, বায়োপিক নিয়ে অভিনেত্রীর উপর পূর্ণ আস্থা সাইনা নেহওয়ালের

অমল গুপ্তের পরিচালনায় সাইনা নেহওয়ালের বায়োপিকে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। আর সাইনা বিশ্বাস করেন এই ছবি ছোটদের ব্যাডমিন্টনে উৎসাহ জোগাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Shraddha Kapoor will reportedly play the role of Saina Nehwal in her biopic.

সাইনা নেহওয়াল নিজের বায়োপিক নিয়ে বললেন, শ্রদ্ধা কাপুর নিজের পুরোটা দেবেন

সাইনা নেহওয়ালের বায়োপিকে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর, এ তথ্য অনেকদিন আগে থেকেই জানেন দর্শকরা। এবার নিজের বায়োপিক নিয়ে মুখ খুললেন বিখ্যাত এই শাটলার। শ্রদ্ধা কাপুরের ওপর পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন তিনি। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী এই  ব্যাডমিন্টন প্লেয়ারকে নিয়ে এ ছবি পরিচালনা করছেন অমল গুপ্তে। ছবিতে সাইনার ভূমিকায় অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। অভিনয়ের জন্য এখন শ্রদ্ধার প্রস্তুতিপর্ব  চলছে। প্রায় দেড় মাস ধরে ভারতীয় ব্যাডমিন্টন টিমের কোচ পুলেল্লা গোপীচাঁদের কাছে ট্রেনিং নিচ্ছেন এই অভিনেত্রী।

Advertisment

নিজেকে নিয়ে সিনেমা তৈরির ঘটনায় খুবই খুশি সাইনা। তাঁর মতে এ ছবি তৈরি হলে ছোটদের ব্যাডমিন্টন খেলায় আগ্রহ বাড়বে।
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসের মেডেলজয়ীদের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে শনিবার সাইনা বলেন, ক্রীড়াব্যক্তিত্বের জীবননির্ভর ছবি তৈরি হওয়া খুবই ভালো ব্যাপার। এর ফলে খেলাটা আরও জনপ্রিয় হবে, ছোটরা ব্যাডমিন্টন খেলতে উৎসাহী হবে।

আরও পড়ুন, বিয়ের আগেই সোনমের বাড়িতে চাঁদের হাট! চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

publive-image সাইনা জানান, তার বায়োপিক তৈরি হওয়ার কথায় তিনি খুশি। এতে আরও বেশি করে বাচ্চারা ব্যাডমিন্টন খেলায় আগ্রহী হবে।

সাইনা এদিন জানিয়েছেন, ‘‘শুটিং শুরু হলে কয়েকদিন আমি নিশ্চয়ই দেখতে যাব। একজন খেলোয়াড়কে নিয়ে ছবি তৈরি হলে তাতে অভিনয় করার অভিজ্ঞতা একই সঙ্গে আলাদা এবং চ্যালেঞ্জিং। শ্রদ্ধা যে পরিমাণ পরিশ্রম করছে তাতে আমি নিশ্চিত যে ও নিজেকে উজাড় করে দেবে।’’

আরও পড়ুন, ফোর্থ ইডিয়ট? আমির খানকে কী ইঙ্গিত দিলেন অমিতাভ বচ্চন ?

সাইনা নেহওয়ালই ভারতের প্রথম মহিলা শাটলার, যিনি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পেয়েছিলেন। ২০১৫ সালে এই সম্মান লাভ করেছিলেন তিনি।

Saina Nehwal bollywood movie Shraddha Kapoor
Advertisment