Shreema Bhattacherjee: প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পুণ্যস্নান করতে আসেন কোটি কোটি মানুষ। সাধারণের ভিড়ে মিশে যায় দেশ-বিদেশের সেলিব্রিটি ও রথী-মহারথীরা। বলিউড থেকে মৌনী অমাবস্যায় 'অমৃতস্নান' করতে গিয়েছেন ড্রিমগার্ল হেমা মালিনী। এছাড়াও কুম্ভমেলায় গিয়েছেন বজরঙ্গি ভাইজান খ্যাত পরিচালক কবীর খান। পিছিয়ে নেই টলিউডও। গাঁটছড়া খ্যাত শ্রীমা ভট্টাচার্যও পাড়ি দিয়েছেন প্রয়াগরাজে। বাবা ও প্রিয় বন্ধু (বেস্ট ফ্রেন্ড)-র সঙ্গে প্রথমবার মহাকুম্ভে গেলেন শ্রীমা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
'হর হর মহাদেব, ১৪৪ বছর পর আসা মৌনী অমাবস্যার পূর্ণ তিথিতে বাবার সঙ্গে বাবার নামে সঙ্গমে ডুব! এই সুযোগ দেওয়ার জন্য ইউনিভার্সকে অনেক ধন্যবাদ। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা যা মনে যত্ন করে রাখা থাকবে।'-এই ক্যাপশনেই মহাকুম্ভ থেকে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। ২৯ জানুয়ারি শ্রীমার বাবার জন্মদিন। বাবাকে জড়িয়ে স্নেহের চুম্বন আদুরে কন্যার।
গ্রুপ ফটো শেয়ার করে লিখেছেন, 'বাবা আর আমার প্রিয় বন্ধুর সঙ্গে রাস্তায় ১৯ ঘণ্টা কাটালাম। অনেক বাধা-বিপত্তির মধ্যেও এই জার্নিটা দারুণ। সারাজীবন এই জার্নিটা আমার স্মৃতির সরণীতে রয়ে যাবে।' মৌনী অমাবস্যায় 'অমৃতস্নান' করতে গিয়ে মহাকুম্ভে মঙ্গলবার মাঝরাতে মহাবিপর্জয়। আহত একাধিক, মৃত অনেকে এবং হাসপাতালেও ভর্তি রয়েছেন পুণ্যার্থীরা। অনেকে আবার নিখোঁজ। এইরকম পরিস্থিতিতে শ্রীমা ও তাঁর বাবা-প্রিয় বন্ধুর খোঁজ নিল ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইন।
শ্রীমা বলেন, 'আমি বাপি আর আমার বেস্ট ফ্রেন্ড তিনজন প্রয়াগরাজে এসেছিলাম। এখন বারাণসী যাচ্ছি। ভগবানের আশীর্বাদে কাল যে সময় পদপিষ্টের ঘটনাটা ঘটেছে আমরা তখন ওখানে ছিলাম না। আমরা প্রয়াগরাজে পৌঁছেছি রাত ন'টা নাগাদ। অনেকরকম সমস্যা হয়েছে। অনেক দূরে পার্কিং, অনেকখানি হাঁটা, ওলা-উবার কিছুই নেই। এমনকী টোটোও ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে সত্যি বলতে, আমাদের সেইরকম কোনও সমস্যার সম্মুখীন হতে হয়নি।'
শ্রীমার সংযোজন, 'আমরা হোটেল থেকে স্নানের জন্য বেরিয়েছিলাম সাড়ে তিনটে। ঘাটে যখন পৌঁছেছি তখন সাড়ে চারটে। ওই সময় আমরা যে ঘাটে ছিলাম সেখানে ঘটনাটা ঘটেনি। আমাদেরকেও হোটেল থেকে প্রতি মুহূর্তের আপডেট দেওয়া হচ্ছিল। পদপিষ্টের খবরটাও আমরা পেয়েছিলাম। কিন্তু, ঠাকুরের আশীর্বাদে খারাপ কিছু চোখের সামনে ঘটেনি। তবে যেটা দেখেছি ওখানে তো প্রচুর ভিড়, শরীর খারাপ হয়ে একজনের হার্ট অ্যাটাক হয়েছে।'
পুলিশের তৎপরতার তারিফ করে অভিনেত্রী বলেন, 'পুলিশ এতটাই সক্রিয় যে সাত মিনিটের মধ্যে ভিড় ঠেলে অ্যাম্বুলেন্স নিয়ে রোগীকে নিয়ে গেল। সত্যিই পুলিশ দারুণ অ্যাক্টিভ। খুব ভাল সার্ভস দিচ্ছে। ওঁদের সত্যিই সম্মান করতে ইচ্ছে করছে। মানুষের সঙ্গে সহযোগীতা করছে। শর্টকাট রাস্তা বলে দিচ্ছে। খুব হেল্পফুল। আমরা সবাই প্রথম এলাম। বেশ ভাল অভিজ্ঞতা হল। কাল বারাণসীতে থেকে কাল কলকাতা রওনা দেব। ৩১ তারিখ কলকাতা এসেই অমরসঙ্গীর প্রিমিয়ারে যাব।'