Advertisment

Shreya Ghoshal-RG Kar: আরজি করের ঘটনায় শিউরে উঠেছেন, শহরের স্বার্থে বড় সিদ্ধান্ত নিলেন শ্রেয়া!

Shreya ghoshal concert: শহরে, তাঁর কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু আরজি করে যে নারকীয় ঘটনা ঘটে গিয়েছে তাতে তিনি স্তম্ভিত। সেই কারণেই, বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন শ্রেয়া।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
shreya ghoshal-RG kar

Shreya Ghoshal-RG kar: আর জি করের প্রতিবাদে সরব শ্রেয়া

সারা শহর জুড়ে আন্দোলন। রাজ্যে মেয়েদের সুরক্ষা নিশ্চিত করতে মেয়েরাই শহরের রাজপথে বিচারের অপেক্ষায়। তাঁরা রাত দখলের পাশাপাশি, নিজেদের ন্যায় বিচার প্রার্থনা করছেন। তারকারা পথে নেমেছেন সকলের উদ্দেশ্যে। আর এবার শ্রেয়া ঘোষাল এক গুরুতর সিদ্ধান্ত নিলেন।

Advertisment

শহরের বুকে শ্রেয়ার কনসার্ট ছিল ১৪ই সেপ্টেম্বর। কলকাতায় যা ঘটেছে, সেকথা কারওর অজানা নয়। এমনকি, পুজোর ক্ষেত্রেও মানুষ আগ্রহ হারিয়েছেন। গায়িকা, এবার সবথেকে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন। কারণ, তিনি সেই কনসার্টের তারিখ পিছিয়ে দিয়েছেন। শ্রেয়ার তরফে একটি ঘোষণা করা হয়েছে, যাতে তিনি জানিয়েছেন, শহর কলকাতায় ঘটে যাওয়া নারকীয় ঘটনায় তিনি চিন্তিত।

কী বলছেন শ্রেয়া? 

শ্রেয়া তাঁর পোস্টে লিখলেন... "কলকাতায় ঘটে যাওয়া নারকীয় ঘটনায় আমি স্তব্ধ। যে ঘৃণ্য ঘটনা হয়েছে, তাতে আমি চিন্তিত। একজন নারী হওয়ার কারণে যে নারকীয় ঘটনা ঘটেছে, মেয়েটি যা যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে, সেটি চিন্তা করলেও আমার শিরদাঁড়া কেঁপে ওঠে। ভাবতেই পারি না, যে কতটা কষ্ট তাঁকে সহ্য করতে হয়।" শ্রেয়া জানিয়েছেন, ভীষণ বেদনার সঙ্গে তিনি লড়াই করছেন। 

আরও পড়ুন  -  Rituparna Sengupta-Women Assault: 'ছেলেদের শেখান, ওরা যেন সীমা অতিক্রম না করে...', স্পর্শ নিয়ে বড় বার্তা ঋতুপর্ণার

গায়িকা জানালেন, এই কনসার্ট যে তিনি পিছিয়ে দিলেন, তাঁর কারণ একটাই। সমস্ত নারীদের সঙ্গে ইনসাফে সামিল হওয়া। যে লড়াই তাঁরা করছে, তাঁদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলতে এই সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়া, সেটাই সাফ জানিয়েছেন গায়িকা। গায়িকা বললেন, "আমি আশা করব মেয়েরা শুধু এই রাজ্যে না, এই দেশেও যেন সুরক্ষিত থাকে এবং সর্বত্র সম্মান পায়। এবং জাস্টিস খুব তাড়াতাড়ি সার্ভ হয়। আমরা আশা করব, আপনারা এই বিষয়টা বুঝবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।" 

রাক্ষসদের বিরুদ্ধে এই লড়াইয়ে সকলকে একসঙ্গে থাকার আর্জি জানিয়েছেন শ্রেয়া। যদিও, তিনি একা নন ইন্ডাস্ট্রির বহু মানুষ তাঁর মতোই এই ঘটনার শিউরে উঠেছেন। অরিজিৎ সিং জানিয়েছেন, তিনি লড়াইয়ে আছেন, কিন্তু রাস্তায় নামলেই যে সব সমাধান হয়ে যাবে এটা মানতে পারেন না। আর তিনি গান গেয়েও প্রতিবাদ করেছেন। তাতেই রোষানলে পড়েছেন কুণাল ঘোষের।

bollywood Shreya Ghoshal
Advertisment