/indian-express-bangla/media/member_avatars/2024/12/18/2024-12-18t155945930z-whatsapp-image-2024-12-15-at-102343-am.jpeg )
/indian-express-bangla/media/media_files/2025/03/28/PDonjKctaACebvfDlnLi.jpg)
মেগার পর বড় পর্দায় ব্রেকটা দিয়েছে উইন্ডোজ( গ্রাফিক্স: অংশুমান মাইতি )
Shruti Das Interview: আগামী ৯ মে মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবি 'আমার বস'। নতুন মোড়কে শ্রুতিকে দর্শকের সামনে হাজির করবে উইন্ডোজ। তার প্রথম ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে। অন্যদিকে সদ্য মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ 'ডাইনি'। ক্যামিও চরিত্রে শ্রুতির অভিনয় দর্শকমহলে প্রশংসিত। তবে 'আমার বস' শ্রুতির কেরিয়ারে কেন গুরুত্বপূর্ণ অধ্যায়, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে মনের কথা শেয়ার করলেন অভিনেত্রী।
শ্রুতি বলেন, 'ডাইনি আর আমার বস দুটো কাজই ২০২৪-এ করেছি। একটা জানুয়ারিতে আর একটা জুনে। এরপর আর কোনও কাজ করিনি। এই দুটোর জন্যই অপেক্ষা করেছিলাম। ডাইনি তো মুক্তি পেয়ে গিয়েছে। খুব অল্প স্ক্রিন টাইম, ক্যামিও চরিত্রে অভিনয় করেও আমি ভালবাসা পাচ্ছি। চরিত্রটা নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারব না সেটা নিয়ে খুব টেনশনে ছিলাম। এখন অপেক্ষা আমার বস-এর। ভগবানের কাছে এখন একটাই প্রার্থনা এই ছবিতেও যেন আমার চরিত্র দর্শকের ভাল লাগে।'
বাংলা মেগার গ্রাম্য মেয়ে বা গৃহবধূর চরিত্রে দর্শকের কাছে চেনা মুখ শ্রুতি দাস। সেই চেনা ছক ভেঙে দর্শকের সামনে এক অন্য শ্রুতিকে মেলে ধরবে উইন্ডোজ প্রযোজনা সংস্থা। সৌজন্য আমার বস। গতেবাঁধা চরিত্রের বাইরে নিজের প্রতিভাকে দর্শকের সামনে নিজেকে প্রমাণ করার সুবর্ণ সুযোগ পেয়ে শিবপ্রসাদ-নন্দিতার কাছে চিরকৃতজ্ঞ বাংলা মেগার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এডিটর অদিতি-র ভূমিকায় শ্রুতির লুকের প্রথম ঝলক।
এই চরিত্র প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'বুক পাবলিকেশন হাউজের এডিটরের চরিত্রের নাম অদিতি। আমার সঙ্গে আরও একজন এডিটর আছে গৌরব দা। শিবুদা যে হাউজের বস সেখানেই আমরা কাজ করি। মোট পাঁচজন মেয়ে সেই সংস্থায় বিভিন্ন পজিশনে কাজ করে। তাঁদের মধ্যে অদিতি চরিত্রটাই খুব স্পষ্টবাদী ও একরোখা। কর্মজীবনের জন্য কখনই সে ব্যক্তিগত জীবনে আপোশ করতে নারাজ। টক্সিক বসের পাল্লায় পরে বাকিদের জীবন নাজেহাল হলেও অদিতি নিজের শর্তে বাঁচে। খুব পাওয়ারফুল একটি চরিত্রে কাজে সুযোগ পেয়েছি।'
রিয়েল টু রিল,শ্রুতি দাস-অদিতিকে এক সুতোয় বেঁধে দিল উইন্ডোজ? এই প্রশ্ন রাখতেই অভিনেত্রীর জবাব, 'হ্যাঁ, অনেকটাই এক। হয়ত আমার এই চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যই ওঁরা আমাকে এই ছবির জন্য বেছেছিলেন। যে কারণেই হোক না কেন, আমি যে শিবুদা-নন্দিতাদির সঙ্গে কাজের সুযোগ পেয়েছি সেটার জন্যই নিজেকে ভাগ্যবান মনে হয়।'
তবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে গিয়ে বেশ খানিকটা অস্বস্তিতে পরতে হয়েছিল শ্রুতিকে। আসলে চরিত্রের প্রয়োজনে শিবপ্রসাদের মুখে মুখে রীতিমতো তর্ক করতে হয়েছে। শ্রুতি বলছেন, 'ক্যামেরার সামনে শিবুদার মুখে মুখে কথা বলাটা খুবই চ্যালেঞ্জিং। কাজ করতে গিয়ে বহুবার এটা নিয়ে অপ্রস্তুত হয়ে পড়েছি।' ডাইনি মুক্তির পর সবচেয়ে বেশি প্রশংসা কার থেকে পেয়েছেন?
শ্রুতি জানান, এই চরিত্রের জন্য যখন প্রস্তাব পান তখন স্বর্ণেন্দুর সঙ্গে মেঘালয়ে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে প্রথমেই মা-বাবাকে জানান। চরিত্র ছোট বা বড় সেটা নিয়ে না ভেবে গুরুত্বকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দিয়েছিলেন শ্রুতির বাবা। স্ক্রিন টাইম কম এটা ভেবে কোনও চরিত্রকে না বলতে নেই সেটা বাবার থেকেই শিখেছেন। ওয়েব সিরিজে ছোট চরিত্রও যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে তা দর্শকের মনে দাগ কাটে, বাবার এই কথাগুলোকে বিশ্বাস করেই আরও একবার দর্শকের ভালবাসায় ভাসছেন শ্রুতি। পরিচালক স্বামী স্বর্ণেন্দুও শ্রুতিকে সবসময় বলেন, 'মেগার বাইরেও নিজেকে নতুনভাবে আবিস্কার করার সুযোগ রয়েছে। ওয়েব সিরিজে নিজেকে ভেঙেচুরে দর্শকের সামনে তুলে ধরার সুযোগ থাকে।'
শ্রুতি কথায়, তাঁকে তো গ্রাম্য মেয়ের বাইরে অন্য কোনও চরিত্রের জন্য কখন ভাবাই হয়নি। ডাইনিতে নির্ঝর মিত্র একটা সুযোগ দিয়েছেন। তবে তারও আগে শিবপ্রসাদ-নন্দিতার হাত ধরে সেই প্ল্যাটফর্ম পেয়েছিলেন শ্রুতি দাস। বলা ভাল আমার বস শ্রুতি দাসের কেরিয়ারের মোড় ঘোরানো পর্ব।
উইন্ডোজ প্রযোজনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, 'শিবুদা-নন্দিতাদি আমার প্রতি বিশ্বাস রেখেছিলেন। কোনও অডিশন ছাড়াই আমাকে নিয়েছিলেন। বাড়ির বউ আর গ্রামের মেয়ের বাইরে শিক্ষিত, মর্ডান, আত্মবিশ্বাসী একটি মেয়ের চরিত্রে ভেবেছেন সেটাই তো বড় ব্যাপার। লুকটা খুব এলিগ্যান্ট। মেগার পর বড় পর্দায় ব্রেকটা দিয়েছে উইন্ডোজ। ডাইনির আগে আমার বসের শুটিং করেছি। এই ছবিতে ছকভাঙা চরিত্রে অভিনয় দেখে হয়ত ভবিষ্যতে আমাকে অন্য পরিচালক-প্রযোজক তাঁদের ছবির জন্য ভাবতে পারেন। কোনও অডিশন ছাড়া শিবুদা-নন্দিতাদি আমার প্রতি যে বিশ্বাসটা রেখেছিলেন সেটা চ্যালেঞ্জের সঙ্গে গ্রহণ করে এবং সেই দায়িত্বটা পালন করা খুব একটা সহজ ছিল না।'