অঙ্কুশকে 'নোংরুটে' তকমা শুভশ্রীর! দুই তারকার খুনসুটিতে হেসে খুন নেটপাড়া : Shubhashree Ganguly said Ankush hazra dirty while he ate food | Indian Express Bangla

অঙ্কুশকে ‘নোংরুটে’ তকমা শুভশ্রীর! দুই তারকার খুনসুটিতে হেসে খুন নেটপাড়া

হঠাৎ কেনই বা এমন বললেন শুভশ্রী?

ankush- shubhashree, tolly news, tollyw orld
অঙ্কুশ-শুভশ্রী

আবারও একই রিয়ালিটি শোয়ের মঞ্চে অঙ্কুশ এবং শুভশ্রী। যথারীতি দুই বন্ধু এক হতেই তুমুল হইচই। দুজনেই বর্ধমানের মানুষ, সেই সুবাদেও বেশ কাছের বন্ধু। আবার দুজনের মধ্যে খুনসুটিও দেখার মত। এবার প্রকাশ্যে অঙ্কুশকে নোংরুটে বললেন শুভশ্রী! কিন্তু কেন?

অঙ্কুশ এবং শুভশ্রীর মধ্যে বন্ধুত্ব দেখেই হেসে গড়াচ্ছে নেটপাড়া। প্রকাশ্যে একে অপরের লেগ পুল করে থাকেন, শুধু তাই নয় একইসঙ্গে মাঝেমধ্যে পার্টি করতেও দেখা যায় তাঁদের। এবার যেন আরও তাঁদের মধ্যে সদ্ভাব নজরে এল। ‘ড্যান্স বাংলা ড্যান্স’ অনুষ্ঠানে বিচারকের আসনে থাকছেন শুভশ্রী, শ্রাবন্তি এবং মৌনী রায়। সেখানেই বন্ধু অঙ্কুশের সঙ্গে আসর জমিয়েছেন শুভশ্রী।

আরও পড়ুন [ ‘রোম্যান্টিক’ ট্রেলার, একফ্রেমে শাহরুখ-সলমন, আমির-অমিতাভ, Yash Raj-এর বাজি! ]

শুটিংয়ের ফাঁকে গপাগপ খাবার খাচ্ছেন অঙ্কুশ! চিজ বার্গার খেতে গিয়েই গোটা মুখে চিজ লাগিয়েছেন তিনি। তারপর? শুভশ্রী এহেন কান্ড দেখে হেসে খুন। বললেন, “কী করছিস তুই”? উত্তরে অঙ্কুশ বলেন, “আমি চিজ খাচ্ছি”। তারপর? শুভশ্রী এবার বিরক্তির সুরেই বললেন, “এত নোংরা কেন তুই… এরকমভাবে কে খায়”? এতেও অঙ্কুশ একেবারেই ডোন্ট কেয়ার। কতক্ষণ না খেয়ে রয়েছেন, তাই খাবার পেয়ে আর সামলাতে পারেন নি। বললেন, “আমি কতক্ষণ খাই নি। একটু মুখটা পরিষ্কার করে দে”… ব্যাস! তারপরেই মোক্ষম জবাব দিলেন শুভশ্রী। সোজা জানিয়ে দিলেন নোংরুটেদের পরিষ্কার করেন না তিনি।

উল্লেখ্য, একসঙ্গে খুব বেশি ছবিতে কাজ না করলেও দুজনের মধ্যে ভাব খুব বেশি। বাবা যাদবের একটি ছবিতে কাজ করলেই সেটি রিলিজ করার কথা এখনও কিছু শোনা যায় নি। যদিও বা, দুজনেই নিজেদের সিনে কেরিয়ার নিয়ে খুব ব্যস্ত। শিকারপুর এর মাধ্যমে নজর কেড়েছেন অঙ্কুশ আবার ইন্দুবালা হিসেবেও শুভশ্রীকে দেখতে আগ্রহী অনেকেই।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Shubhashree ganguly said ankush hazra dirty while he ate food

Next Story
‘রোম্যান্টিক’ ট্রেলার, একফ্রেমে শাহরুখ-সলমন, আমির-অমিতাভ, Yash Raj-এর বাজি!