/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/357857480_3655244088037473_3621718460900579986_n.jpg)
শুভশ্রী
কথায় বলে হেটার্স গনা হেট! আর তারকাদের জীবনে হেটার্স থাকবে না এও হয়। যেকোনও বিষয়ে এক পা এগোলেও তাঁদের মুশকিল। আর তিনি যখন শুভশ্রী গঙ্গোপাধ্যায় তখন আর কথা নেই।
দ্বিতীয়বারের মত অন্তঃসত্বা অভিনেত্রী। প্রেগনেন্সি গ্লো ফেটে পড়ছে তাঁর। ইতিমধ্যেই সিঙ্গাপুর গিয়েছেন ঘুরতে। রাজ এবং পুত্র ইউভানকে সঙ্গে নিয়েই ছুটি কাটাচ্ছেন তিনি। মা হওয়ার খাতিরেই সৃজিতের দশম অবতার হাতছাড়া হয়েছে তাঁর। কিন্তু তাতে কী? অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নিজের জাদু ছড়াতে ব্যস্ত। কখনও ফ্লেয়ার আবার কখনও মনোকিনি পরেই আগুন লাগাচ্ছেন অভিনেত্রী। সেই নিয়েও বেশ ব্যস্ততা হেটার্সদের মধ্যে। পাঠ পড়াতে শুরু করলেন তাঁরা।
বিশেষ করে, রাজের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি দিলেও রাজকে বিধায়ক উল্লেখ করে শুভশ্রীর সামনে জ্ঞানের ঝুলি নিয়ে বসেন নেটপাড়ার নীতিপুলিশরা। শেষ কিছুদিনও তাঁকে অন্তঃসত্বা অবস্থায় এটা ঠিক নয় ওটা ঠিক নয় নিয়ে নানা কটু মন্তব্য শুনতে হয়েছে। তারপরই যা পাল্টা দিলেন তিনি...
আরও পড়ুন < ‘A’ ছাড়া গতি নেই? আরিয়ানকে ভুলে ভরা হাটে আদিত্যর প্রেমে মুখ ঢাকলেন অনন্যা! >
নিজের স্টোরিতে একটি ভিডিও আপলোড করলেন। যেটি আসলে শাহরুখ খানের নিজস্ব বক্তব্য। কিং খানকে বলতে শোনা গেল, আমি এত নিজেকে ভালবাসি বোঝাতে পারব না। আমায় যদি খারাপ কথা, অ্যাবিউজ কম করে কেউ আমি না খোঁজ লাগাই। যে কী হল, হঠাৎ কোথায় গেল সবাই? আমার কি স্টারডম কমে গেল? আমি তো রেগে যাই উল্টে এসব না শুনলে। এই ভিডিও শেয়ার করেই শুভ লিখলেন, আমার হেটারসদের ঠিক এটাই বলতে ইচ্ছে করে।
উল্লেখ্য, ইন্দুবালা ভাতের হোটেলের খাতিরে দারুণ প্রশংসা পেয়েছেন তিনি। আবার প্রলয় দিয়ে শুরু হচ্ছে নতুন ইনিংস। প্রযোজক হিসেবে কাজ করতে চলেছেন তিনি।