গিয়ে গিয়ে কাজ চাইতে পারব না…', টলিউডের বিচিত্র নীতিতে ক্ষুব্ধ শুভাশিস মুখোপাধ্যায়!

কেন কাজ পাচ্ছেন না অভিনেতা?

কেন কাজ পাচ্ছেন না অভিনেতা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shubhasish chatterjee shared the rules and regulations on tollywood

ক্ষুব্ধ শুভাশিস?

কিছুদিন আগেই তাঁকে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে। পরপর থিয়েটার করছেন। কিন্তু সিরিয়াল এবং সিনেমায় তাঁকে দেখা যাচ্ছে না। তিনি শুভাশিস মুখোপাধ্যায়।

Advertisment

একাট সময়, তিনি প্রায় সব সিনেমাতে স্ব-মহিমাতেই জায়গা করে নিতেন। প্রসেনজিৎ-মিঠুনের সব ছবিতেই তাঁকে দেখা যেত। সেই মানুষটাই আজ বাদ পড়লেন। সিরিয়ালে কাজ করেছেন বেশ অনেকবার। খেলাঘর, মুকুট ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে। তবে, আজ নয় কেন? অভিনেতা সংবাদমাধ্যমে জানিয়েছেন নিজের কথা।

হাস্য কৌতুকের পাশাপাশি তাঁকে সিরিয়াস চরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে। 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি', 'মহালয়া' ছবিতে তাঁর অভিনয় মন কেড়েছে সকলের। বিশেষ করে, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ভুমিকায় তিনি নাড়া দিয়ে গিয়েছিলেন দর্শককে। এখন তিনি শুধুই থিয়েটার করছেন। অভিনেতা সংবাদমাধ্যমে বলছেন…

Advertisment

আরও পড়ুন - বেঁচে থাকতেই হাঁপিয়ে যাচ্ছেন! শেষে কোন্দল করতে বিগ-বসে সলমনের পাশে ওরি

"কেউ যদি, আমায় সিরিয়াল-সিনেমায় অভিনয় করতে নিজে থেকে ডাকেন, তাহলেই আমি অভিনয় করব। আমি এখন যে বয়সে পৌঁছে গিয়েছি, কারওর কাছে গিয়ে কাজ চাইতে পারব না। সকলেই আমায় চেনেন। আমার কাজ জানেন। আমি গিয়ে গিয়ে কাজ চাইতে পারব না।"

অভিনেতা সবসময়ই খুব সোজা-সাপটা। শুধু তাই নয়, নিজেকে লাইমলাইট থেকে দূরে রাখেন। অভিনেতা স্পষ্ট জানিয়েছেন…তিনি এসবে মোটেই রেগে যাননা। বরং, এটাই তো এই ইন্ডাস্ট্রির নিয়ম। কারণ, এভাবে কাজ না হলে মুশকিল।"

tollywood Entertainment News