Advertisment
Presenting Partner
Desktop GIF

Subhashree - Yaalini: জাতীয় পুরস্কার প্রাপ্ত মেকাপ আর্টিস্টকে টেক্কা শুভশ্রী কন্যার, ইয়ালিনীর কান্ড দেখেছেন?

Shubhasree Ganguly Daughter Yaalini: একদিকে, যখন জাতীয় পুরস্কার প্রাপ্ত মেকাপ আর্টিস্ট শুভশ্রীর মেকাপ করে দিতে ব্যস্ত, ঠিক তখনই সেও শুরু করল নায়িকার মুখের টাচ আপ। তারপর?

author-image
Anurupa Chakraborty
New Update
yalini ইউভান

শুভশ্রী কন্যা ইয়ালিনির কাণ্ড দেখার মতো...

সকাল হতেই ফ্লোরে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বর্তমানে তাঁর একসঙ্গে অনেকগুলি কাজই চলছে। একদিকে যেমন সন্তান ছবি সামনে রিলিজ হতে চলেছে, তেমনই ইন্দ্রদীপ দাশগুপ্তর গৃহপ্রবেশ ছবির কাজ চলছে। আর আজ তো শুভশ্রী গঙ্গোপাধ্যায় এর সঙ্গে ফ্লোরে হাজির হয়েছেন এক বিশেষ অতিথি।

Advertisment

একদিকে, যখন জাতীয় পুরস্কার প্রাপ্ত মেকাপ আর্টিস্ট শুভশ্রীর মেকাপ করে দিতে ব্যস্ত, ঠিক তখনই সেও শুরু করল নায়িকার মুখের টাচ আপ। অভিনেত্রীর সঙ্গে এমন করার চেষ্টা করেছেন যিনি, তাঁর জন্য একসময় মেকাপ আর্টিস্ট পর্যন্ত থেমে গেলেন। আর অভিনেত্রীর তখন যা অবস্থা...

ফ্লোরে শুভশ্রীর সঙ্গে তাঁর কন্যা ইয়ালিনী। খুদে একরত্তি মায়ের সঙ্গে পৌঁছে গিয়েছেন। এবং সেখানে গিয়েই তাঁর কারিগরি শুরু। হাতে ব্রাশ, মায়ের মুখের মেকআপ করতে দেখা গেল তাঁকে। এটুকু বয়সে কত ক্রিয়েটিভিটি ছোট্ট ইয়ালিনীর। আর সেইসব মুহূর্ত শেয়ার করেছেন শুভশ্রী নিজেই। মেয়ের মিষ্টি কান্ডকীর্তি অনুরাগীদের দেখিয়ে তিনি ক্যাপশনে লিখছেন, সুপ্রভাত।

আরও পড়ুন    -    Subhashree Ganguly: ছেলে আর মেয়ের মধ্যে বিস্তর ফারাক, ইউভান-ইয়ালিনীর স্বভাব কেমন? শুভশ্রীই যা দেখালেন...

শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিজের হাতে সাজিয়ে তুলছেন সোমনাথ কুন্ডু। সেখানে মেয়ের একটু টাচ আপ থাকবে না এও হয়। যদিও, ইউভান যখন খুব ছোট, তখন তাঁকেও সঙ্গে করে মাঝে মধ্যেই নিয়ে যেতেন তিনি। ইয়ালিনীকে দেখতে যেমন মিষ্টি লাগছে, তেমনই তাঁর কীর্তিতে হাসছেন বাকিরাও। অভিনেত্রীর কন্যার উদ্দেশ্যে তার ভক্তরা বলছেন...

"ও সবসময় ছবি তোলার জন্য তৈরি মনে হয়।" আবার কেউ বললেন, "পুরো পুতুল, কী সুন্দর।" আবার, কেউ বললেন.. "ওহ মা! পুরো হিরোইন এখন থেকেই।" এদিকে মেয়ের এমন সুন্দর কীর্তিতে মা শুভশ্রী নিজেও হাসছেন। এখন থেকেই যথেষ্ট ফটোজেনিক ইয়ালীনি। বলিউডে যেমন রাহা তেমনই, এখানে ইয়ালিনী। তাঁকে দেখার জন্য, অনুরাগীরা অনেকেই অপেক্ষা করে থাকেন।

Tollywood Actress Subhashree Ganguly tollywood tollywood news
Advertisment