scorecardresearch

‘ওকে দেখলে খুব হিংসে হয়..’ কাকে এত ঈর্ষা করেন শুভশ্রী?

কারণ জানলে অবাক হবেন।

raj chakraborty, shubhasree ganguly, raj shubhashree kiss, raj chakraborty shubhashree ganguly picture, raj chakraborty mp, রাজ শুভশ্রী, রাজ শুভশ্রীর ছবি
কাকে হিংসে করেন শুভ?

কেরিয়ারের শীর্ষে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একের পর এক ভিন্ন চরিত্রে তাঁর অভিনয় মন কাড়ছে দর্শকদের। এবার, নিজেকে প্রমাণ করার পালা ইন্দুবালার চরিত্রে। ট্রেলার লঞ্চের পর থেকেই যদিও অনেকেই প্রশংসা করছেন অভিনেত্রীর। কিন্তু অভিনয় ছাড়াও একজন মানুষ হিসেবে কিছু তো চাওয়া পাওয়া থেকেই যায়?

অভিনেত্রী শুভশ্রী কিন্তু একজন স্ত্রী এবং মা-ও। সুন্দর সংসার সাজিয়েছেন তিনি। টলিপাড়ার বিখ্যাত অভিনেত্রী কাউকে হিংসে করতে পারেন এও সম্ভব! তাও আবার বেশ কাছের এক মানুষকে। না! কোনও অভিনেত্রী অথবা পরিচালক অথবা হিরো না, বরং নিজের জীবনের সঙ্গে জড়িয়ে আছে যারা তাঁদের মধ্যেই একজনকে হিংসে করেন অভিনেত্রী। সে কে?

আরও পড়ুন [ ‘প্রতি মিনিটে চুমু খাই…’, নিন্দুকদের তুলোধনা ‘বিধায়ক-স্ত্রী’ শুভশ্রীর ]

সে আর কেউ না, বরং ছেলে ইউভান! একেবারেই তাই। কিন্তু কেন? একরত্তি ছেলেকে কেনই বা হিংসে করেন শুভ? সেই কারণও জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সেই প্রসঙ্গে। প্রশ্ন ছিল, কাকে হিংসে করেন শুভশ্রী? উত্তরে অনেক ভেবে অভিনেত্রী বললেন.. “একেবারেই ইউভানকে। কারণ, ও এত স্নিগ্ধ এত জীবনকে উপভোগ করতে পারে যে বলার মত না। ওর জীবনটা এখন অনেক সুন্দর। আমি কখনোই আর সেই জীবনটা ফিরে পাব না। তাই বলতে পারো ইউভান”।

ছেলে ছোট থাকতেও সোশ্যাল মিডিয়ায় একেবারেই রাখঢাক করেন নি রাজ-শুভশ্রী। বরং জন্মের পরমুহূর্ত থেকেই তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন দুজনে। সকলের চোখের সামনে যেন বড় হয়ে উঠল ইউভান। এদিকে, তাঁর সঙ্গে সঙ্গে মাতৃত্বের এক অনন্য সুন্দর অধ্যায়ের মধ্যে দিয়ে গিয়েছেন শুভশ্রী। সামনেই রিলিজ ‘ইন্দুবালা ভাতের হোটেলের’। অভিনেত্রীর কথায়, এখনও অনেক স্বপ্নের চরিত্র বাকি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Shubhasree ganguly said really got upset after watching yuvans life