Shubhashree Ganguly: ছোট ইয়ালিনির সঙ্গে ইউভানের ভাব কেমন? মেয়েকে বুকে আঁকড়েই প্রমাণ দিলেন শুভশ্রী

Shubhasree Ganguly son and daughter: মেয়েকে নিয়ে এদিক ওদিক যাওয়া শুরু করেছেন তিনি। দাদার সঙ্গে তো তাঁর কত ভাব! অভিনেত্রী নানা মুহূর্তের ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। ছোটবেলার আদর ফ্রেমবন্দি করে রাখছেন।

Shubhasree Ganguly son and daughter: মেয়েকে নিয়ে এদিক ওদিক যাওয়া শুরু করেছেন তিনি। দাদার সঙ্গে তো তাঁর কত ভাব! অভিনেত্রী নানা মুহূর্তের ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। ছোটবেলার আদর ফ্রেমবন্দি করে রাখছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shubhasree Ganguly shared beautiful photos with Daughter and son tollywood news

দেখুন সেই সুন্দর মুহূর্ত...

ধীরে ধীরে মেয়েকে সকলের সামনে আনছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। খুদে ইয়ালিনিকে নিয়ে নানা আলোচনা সমাজমাধ্যমে। মেয়েকে কেন তাঁরা দেখাচ্ছেন না সেই নিয়ে নানা সমস্যা!

Advertisment

কেউ কেউ এমনও বলছেন, যে ছেলেকে অপারেশন থিয়েটার থেকে দেখিয়েছিলেন তিনি, তাহলে এবার আর মেয়েকে নিয়ে কেন? সকলেই ছোট মানুষটিকে দেখতে বেশ আগ্রহী। আর এবার ধীরে ধীরে নতুন মানুষটিকে সামনে আনছেন তিনি। কিছুদিন আগে একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে দেখা গিয়েছিল ছোট বোনকে বই পড়ে শোনাচ্ছে ইউভান। আর এবার...

মেয়েকে নিয়ে এদিক ওদিক যাওয়া শুরু করেছেন তিনি।  দাদার সঙ্গে তো তাঁর কত ভাব! অভিনেত্রী নানা মুহূর্তের ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। ছোটবেলার আদর ফ্রেমবন্দি করে রাখছেন। শুভশ্রী আজও যে ছবিটি শেয়ার করলেন সেটির মত সুন্দর ছবি আর একটিও নেই। ছেলে এবং মেয়ের আদরের ছবি তিনি শেয়ার করলেন...

Advertisment

আরও পড়ুন - Bigg Boss-Armaan Malik: আলো নিভতেই কম্বলের তলায় ‘রগরগে রোমান্স’! বিগ বসের ঘর থেকে ভাইরাল আরমান মালিকের ভিডিও…

publive-image
দাদার গালে হামি ইয়ালিনির / পোস্ট-ইনস্টাগ্রাম

মেয়ে তাঁর ছেলের গালে চুমু খাচ্ছে। মাথায় ঝুঁটি বাঁধা তাঁর। এমন মিষ্টি মুহূর্তের ছবি দেখলে মন ভাল হওয়া ছাড়া উপায় নেই। তারপরের ছবিতে দেখা যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে কোথাও একটা যাচ্ছেন তিনি। মায়ের বুকে মুখ গুঁজে রয়েছে মেয়ে।

publive-image
মেয়েকে নিয়ে শুভশ্রী/ পোস্ট-ইনস্টাগ্রাম

উল্লেখ্য, ইউভানের জন্মের পর এতটাই সমালোচনা হয় যে ভয়ঙ্কর কিছু শুনতে হয়েছিল রাজকে। তাই কি মেয়েকে নিয়ে এতটা সতর্কতা? অভিনেত্রী এখন ব্যস্ত বাবলি ছবির পরবর্তী কাজ নিয়ে। অনেকদিন পর, আবারও রাজ চক্রবর্তীর পরিচালনায় কাজ করছেন তিনি। বিপরীতে দেখা যেতে চলেছে, আবির চট্টোপাধ্যায়কে।

আবার, অন্যদিকে রাজ চক্রবর্তী নাকি শাকিব খানের সঙ্গে কাজ করতে চলেছেন! খবর এমনই। কিন্তু রাজ চক্রবর্তীর এখন নতুন ছবি নিয়ে ব্যস্ত। রাজনীতির পাশাপাশি তিনি সিনেমা নিয়েও যথেষ্ট ব্যস্ত।

tollywood Subhashree Ganguly Raj Chakraborty Entertainment News