New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/shubasree-ganguly-wedding-pic-freature-image.jpg)
সকালেই হয়ে গেল শুভশ্রীর গায়ে হলুদ।
Advertisment
বাওয়ালি রাজবাড়িতে বসেছে বিয়ের আসর। আইবুড়ো ভাত থেকে গায়ে হলুদ, সমস্ত বাঙালি রীতিনীতি মেনেই বিয়ে হচ্ছে।
প্রজাপ্রতি ঋষিকে সাক্ষী রেখে আজই গাঁটছড়া বাঁধছেন রাজ-শুভশ্রী। এ বিয়েতে মেহেন্দি বা সঙ্গীত অনুষ্ঠান হয়েছে বটে, তাই বলে মাথায় পান-সর্ষের তেল ছোঁয়ানো বা উলুধ্বনির মতন সাবেকি বাঙালি লোকাচার একটুও বাদ পড়েনি। পাঁচ এয়োস্ত্রীর বরণ ডালা দিয়ে বরণ করা হয়েছে কনেকে। কপালে ছোঁয়ানো হয়েছে বরের গায়ের হলুদ।
Advertisment
আরও পড়ুন : ভরপুর বাঙালি মেজাজে রাজবাড়িতে অনুষ্ঠিত হল রাজ শুভশ্রীর আইবুড়োভাত
রিল লাইফের নায়িকাকে ইতিমধ্যেই দেখা গেছে গা ভরা ফুলের সাজ নিয়ে। লাল বেনারসী, চন্দন আর সোনার গয়নায় মোড়া একেবারে বাঙালি বধূর সাজেই দেখা মিলবে তাঁর, একথা আগেই জানিয়ে দিয়েছিলেন শুভশ্রী। ছাঁদনাতলায় বিয়ের আসরের আগে দেখে নিন শুভশ্রীর গায়ে হলুদের ভিডিও।