Advertisment

Shweta Mahendi: সিরিয়ালের বিয়ে এবার বাস্তবে, শ্বেতার মেহেন্দি রাঙানো হাতে বরবেশে রুবেল! দেখুন ভিডিও

Shweta Bhattacharya Mahendi Design: কয়েক ঘণ্টা পরই ছাদনাতলায় পৌঁছবেন রুবেল-শ্বেতা। তার আগে হবু কনের হাতের মেহেন্দিতে বরবেশে পর্দার সৃজন।

author-image
Kasturi Kundu
New Update
শ্বেতার মেহেন্দি রাঙানো হাতে বরবেশে রুবেল!

শ্বেতার মেহেন্দি রাঙানো হাতে বরবেশে রুবেল!

Shweta Bhattacharya Mahendi: অবশেষে রুবেল-শ্বেতার জীবনে এল সেই বহুপ্রতিক্ষীত মুহূর্ত। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই সাত পাকের বন্ধনে বাঁধা পরবে দুটি জীবন। টেলিভিশনের অন্যতম হিট জুটি রুবেল-শ্বেতার বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে উৎসাহের অন্ত নেই। বিয়ের যাবতীয় খুঁটিনাটি জানতে একপ্রকার উদগ্রীব এই জুটির অনুরাগীরা।

Advertisment

ওঁরাও অবশ্য আশীর্বাদ থেকে আইবুড়োভাত পর্বের প্রতিটি মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ১৮ জানুয়ারি শনিবার মায়ের কাছে আইবুড়ো ভাত খেয়েছেন শ্বেতা। সেই বিশেষ মুহূর্তটাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ব্রাইড টু বি শ্বেতা ইভট্টাচার্য। রবিবাসরীয় সকালে মেহেন্দি রাঙানো হাতের ভিডিও পোস্ট করলেন হবু দম্পতির কাছের বন্ধু ও স্টাইলিস্ট রুদ্র সাহা। 

Advertisment

উজ্জ্বল বর্ণের শাড়ির সঙ্গে হালকা গয়নায় সুসজ্জিত শ্বেতা। আর তাঁর হাতের মেহেন্দিতে রয়েছে বর-কনের ছবি। হ্যাঁ, গ্রিটিংস কার্ডের আদলে তৈরি শ্বেতার বিয়ের কার্ডে যেমন অভিনবত্বের ছোঁয়া রয়েছে, ঠিক তেমনই মেহেন্দির ডিজাইনও বেশ নতুনত্ব। হবু কনে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতেও মেহেন্দির ছবি শেয়ার করেছেন। শনিবার আইবুড়োভাতের অনুষ্ঠানেও শ্বেতাকে সুন্দর করে সাজিয়েছেন রুদ্র সাহাই। 

সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্ত নিজেই ভাগ করে নিয়েছেন। ফটোশ্যুটের জন্য বহুবার শ্বেতাকে বউ সাজিয়েছেন। কিন্তু, বাস্তবের বিয়েতে 'বোন' শ্বেতাকে সাজানোর আনন্দ-অনুভূতিটা তাঁর কাছে একদম অন্যরকম। সুদীপা চট্টোপাধ্যায়ের শাড়ি পরে মা-বাবার কাছে আইবুড়ো ভাত খেয়েছেন শ্বেতা। খোলা ছাদের একসঙ্গে একটি ভিডিও পোস্ট করে বিয়ে সংক্রান্ত এই আপডেটগুলো দিয়েছেন তাঁরা। কমেন্ট বক্সে শ্বেতার সাজে মুগ্ধ হয়ে সুদীপা লিখেছেন, 'একদম রানীর মতো দেখাচ্ছে না?'

প্রসঙ্গত, যমুনা ঢাকি ধারিবাহিকে রুবেলের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন শ্বেতা। ওই সিরিয়ালের সেটেই শুরু প্রেমলীলা। রিলের বিয়ে এবার রিয়েলে। কনের সাজে শ্বেতাকে দেখার অপেক্ষায় ফ্যানেরা। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে শ্বেতা বলেছিলেন, বিয়ের দিন সাবেক সাজেই তাঁকে দেখা যাবে। এখন তো শুধু কাউন্টডাউনের সময়। কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ। 

Bengali Serial Bengali Actor Bengali Actress Bengali News Bengali serial TRP shweta bhattacharya Rubel das rubel sweta wedding, rubel sweta marriage
Advertisment