Advertisment
Presenting Partner
Desktop GIF

'আমার অন্তর্বাসের সাইজ ঈশ্বরই জানেন..' বিতর্কিত মন্তব্য শ্বেতা তিওয়ারির, ক্ষুব্ধ মন্ত্রী

অভিনেত্রীর বিরুদ্ধে তদন্ত মধ্যপ্রদেশ সরকারের। ২৪ ঘণ্টার মধ্যেই রিপোর্ট পেশের নির্দেশ পুলিশকে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shweta Tiwari, Shweta Tiwari controversy, শ্বেতা তিওয়ারি, bengali news today

শ্বেতা তিওয়ারি

নতুন ওয়েব সিরিজ 'শো স্টপার'-এর প্রচারে মধ্যপ্রদেশ গিয়েছিলেন। সেখানেই বিতর্কে জড়ালেন শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari)। সিরিজের প্রচারের মধ্যেই এমন বিস্ফোরক মন্তব্য করে বসেন যে, যার জেরে সংশ্লিষ্ট রাজ্যের গৃহমন্ত্রীর কড়া রোষানলে পড়েছেন অভিনেত্রী। শুধু তাই নয়, থানা-পুলিশ অবধিও গড়িয়েছে সে ইস্যু।

Advertisment

এবার প্রশ্ন হল, কী এমন মন্তব্য করেছেন শ্বেতা তিওয়ারি যার জন্য এহেন সমালোচনা- বিতর্কের ঝড়? সম্প্রতি সেই ওয়েব শোয়ের প্রচারের এক ভিডিও ভাইরাল হয়েছে, সেখানেই কথাপ্রসঙ্গে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে, "আমার অন্তর্বাসের সাইজ ঈশ্বরই জানেন..।" 'শো স্টপার' নামে এই ওয়েব সিরিজটি আসলে ফ্যাশন দুনিয়ার গল্প বলবে। আর সেই প্রেক্ষিতেই প্রচারে পোশাক-আসাক নিয়ে কথা হচ্ছিল। শুধু তাই নয়, সেখানেই জনপ্রিয় টেলি-অভিনেত্রী এও বলেন যে, "আসলে এতদিন আমাকে ঈশ্বরের চরিত্রে ধারাবাহিকে দেখা গিয়েছে। এর এবার শুধু অন্তর্বাস পরে দেখা যাবে। আমার উত্থান-পতন এমনই!! তাই ঈশ্বর নিজেই আমার অন্তর্বাসের সাইজের ওপর নজর রেখেছেন।"

<আরও পড়ুন: মুম্বইতে প্রাসাদ-সম বাংলো বাড়ি বানালেন নওয়াজ, বাবার স্মৃতিতে নাম রাখলেন ‘নবাব>

শ্বেতার এমন মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় ছি-ছি কার শুরু হয়। বিষয়টি নজরে আসে মধ্যপ্রদেশ সরকারেরও। এরপরই সংশ্লিষ্ট রাজ্যের গৃহমন্ত্রী নরোত্তম মিশ্র (Madhya Pradesh Home Minister Narottam Mishra) অভিনেত্রীকে ভর্ৎসনা করেন। স্পষ্ট বলেন, "শ্বেতা তিওয়ারি ভীষণ কুরুচিকর মন্তব্য করেছেন। ভগবানকে টেনে এনে একেবারেই ঠাট্টা-তামাশা করা উচিত নয়। গোটা বিষয়টা আমি পুলিশকে জানিয়েছি। নির্দেশ দিয়েছি, তাঁরা যেন অভিনেত্রীর এমন জঘন্য মন্তব্যের তদন্ত করেন। এরপরই পরবর্তী পদক্ষেপ করব।"

যদিও এমন বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম মুখ খোলেননি শ্বেতা তিওয়ারি। তবে মধ্যপ্রদেশের গৃহমন্ত্রী আগামী ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood Shweta Tiwari Entertainment News
Advertisment