scorecardresearch

বিয়ের পোশাক থেকে গেস্টলিস্ট সব তৈরি, সিড-কিয়ারার বিয়ের সানাই বাজল বলে!

বিয়ের প্রস্তুতি তুঙ্গে! কারা আসছেন অতিথি হয়ে?

siddharth-kiara, siddharth malhotra, kiara advani, sid kiara wedding, siddharth kiara preparations, bollywood wedding
সিড-কিয়ারার বিয়ে…

আবারও বলিউডে বিয়ের সানাই, গাঁটছড়া বাঁধছেন সিদ্ধার্থ কিয়ারা? এই গুঞ্জন শোনা যাচ্ছে বেশকিছুদিন ধরে। দুজনে লুকিয়ে চুরিয়ে প্রেম করছেন, মাঝেমধ্যে একসঙ্গে নজরেও এসেছেন দুজনে। বিশেষ করে কফি উইথ করণ শোয়ে এসেও দুজনে বিন্দুমাত্র নিজেদের সম্পর্ক এড়িয়ে যান নি।

কিয়ারাকে কি বলে ডাকেন সিদ্ধার্থ, অন্যদিকে বন্ধুর থেকে যে আরও বেশি কিছু সিদ্ধার্থ এইকথা নিজে মুখে স্বীকার করেছিলেন শেরশাহ অভিনেত্রী। দুজনেই মাঝেমধ্যে ঢু মারছেন মণীশ মালহোত্রার বাড়িতে। আবার কখনও রাজস্থানেও দেখা যাচ্ছে তাদের। কানাঘুষো শোনা যাচ্ছে ৬ তারিখ বসতে চলেছে তাঁদের বিয়ের আসর। সিদ্ধার্থের দিল্লির বাড়িতেও শুরু হয়েছে তোড়জোড়।

আরও পড়ুন [ ‘ও অভিমান থেকেই অভিযোগ করেছে..’, প্রসেনজিৎ-এর কথায় আরও চটলেন শ্রীলেখা! ]

এইসপ্তাহের শেষেই জয়সালমের সূর্যগড় প্রাসাদে বিরাট আয়োজন সিড কিয়ারার বিয়ে উপলক্ষ্যে। উপস্থিত থাকবেন বলিউডের তারকারা। সবার মতোই চেনা ছন্দে হাঁটবেন তাঁরা। খুব কাছের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবকে নিয়েই চার হাত এক হতে চলেছে তাঁদের। নিমন্ত্রিতদের থাকার ব্যবস্থা করা হয়েছে সূর্যগড় প্রাসাদে। রাখা হয়েছে বিলাসবহুল সব গাড়ি। তবে, সব্যসাচী মুখোপাধ্যায় নন বরং মণীশ মালহোত্রাই পছন্দ এই দুই তারকার। কারা উপস্থিত থাকছেন?

চর্চায় রয়েছেন করণ জোহর, সস্ত্রীক শাহিদ কাপুর, ভিকি ক্যাটরিনা, থাকতে পারেন এই বিয়েতে। তারকাদের যোধপুর বিমানবন্দর থেকে বিয়ের আসরে যাওয়ার জন্যও মজুত থাকবে নানান ব্যস্ত। হাতে গুনে ১৫০ জন লোক, তবে রয়াল ওয়েডিং হতে চলেছে একথা বলাই যায়। যদিও, বা নিজেদের বিয়ে নিয়ে এখনও কিছুই জানান নি সিদ্ধার্থ-কিয়ারা।

উল্লেখ্য, শেরশাহ ছবিতে কাজ তারপরেই দুজনের মধ্যে প্রেম দানা বাঁধে। দুই তারকার ভক্তরাই তাদের সম্পর্ক নিয়ে খুব উত্তেজিত। এখন চোখ শুধু তাদের বিয়ের দিকে। উদযাপিত হবে সব বিয়ের অনুষ্ঠান। মেহেন্দি থেকে সঙ্গীত বাদ যাবে না কিছুই।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Siddharth kiara wedding guests list ready venue in jaisalmer