Advertisment
Presenting Partner
Desktop GIF

Bigg Boss 13: ট্রফি জিতে নিলেন সিদ্ধার্থ শুক্লা

Bigg Boss 13: শেষ পর্যায়ে প্রতিযোগিতা ছিল সিদ্ধার্থ শুক্লা, আসিম রিয়াজ, রশমি দেশাই, শেহনাজ গিল, আরতি সিং এবং পরশ ছাবড়ার মধ্যে।

author-image
IE Bangla Web Desk
New Update
Siddharth Shukla win Bigg Boss 13 trophy

বাকি প্রতিযোগীদের থেকে জনপ্রিয়তায় বরাবরই এগিয়ে থেকেছেন সিদ্ধার্থ।

রবিবার ১৬ ফেব্রুয়ারি হোস্ট সলমন খান ঘোষণা করলেন যে সিদ্ধার্থ শুক্লাই হলেন 'বিগ বস ১৩'-র বিজয়ী। 'বালিকা বধূ'-র এই অভিনেতার সঙ্গে চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আসিম রিয়াজ। দীর্ঘ একটি লাইভ ভোটিং পর্বের পরেই এই ঘোষণা। চূড়ান্ত ভোটিংয়ে দর্শক ও ফ্যানেরাই তাঁদের পছন্দের প্রতিযোগীকে নির্বাচন করেছেন।

Advertisment

সিদ্ধার্থ ও আসিম ছাড়া, চূড়ান্ত প্রতিযোগী ছিলেন রশমি দেশাই, শেহনাজ গিল, আরতি সিং ও পরশ ছাবড়া। এদের মধ্যে প্রথম ১০ লক্ষ টাকা হাতে নিয়ে 'বিগ বস হাউস'-এর বাইরে যান পরশ। একে একে বেরিয়ে যান আরতি, রশমি ও শেহনাজ।

আরও পড়ুন: সিদ্ধার্থ শুক্লা: বিগ বস ১৩-র এই প্রতিযোগীর জার্নি রোমান্স, কমেডি ও অ্যাকশনে ভরপুর

যাকে প্রথম থেকেই 'হট অ্যান্ড সিঙ্গেল', এলিজিবল ব্যাচেলর বলে প্রচার করা হয়েছিল, সেই সিদ্ধার্থ শুক্লার 'বিগ বস ১৩'-তে বরাবরই লাইমলাইটে থেকেছেন। বেশিরভাগ মহিলা প্রতিযোগীরাই বাড়ির নানা কাজে সিদ্ধার্থকে জুটি হিসেবে চেয়েছেন।

শুক্লা প্রথম থেকেই নেতৃত্বের ক্ষমতা দেখিয়েছেন। আসিম রিয়াজ, শেহনাজ গিল, আবু মালিক ও আরতি সিংয়ের সঙ্গে টিম তৈরি করেছেন। এই টিমে সবাই সবাইকে বিভিন্ন টাস্কে সহযোগিতা করেছে। রিয়াজকে প্রথম থেকেই বেশ নিজের ভাইয়ের মতোই দেখেছেন সিদ্ধার্থ। তার জন্য ওই হাউসে এঁদের দুজনকে রাম-লক্ষ্ণণও বলা হয়েছে। কিন্তু কথায় বলে সব ভাল জিনিসেরই শেষ আছে। পরের দিকে সিদ্ধার্থ ও আসিমের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং অনেক ঝামেলাও হয় দুজনের মধ্যে।

আরও পড়ুন, এ আর রহমানের মেয়েকে ট্রোল তসলিমার, জবাব দিলেন খাতিজা

সিদ্ধার্থের মধ্যে একটা আগ্রাসী মনোভাব ছিল প্রথম থেকেই। কিন্তু দর্শক তাঁর চরিত্রের একটি নরম দিকও দেখেছেন শেহনাজ গিলের ক্ষেত্রে। দুজনে খুব স্বতস্ফূর্তভাবেই কাছে পরস্পরের কাছে এসেছেন এবং ফ্যানেরা চটজলদি একটা নামও রাখে এই জুটির-- সিডনাজ। দুজনের দুষ্টু-মিষ্টি মুহূর্তগুলো দর্শককে অনেক বিনোদনও দিয়েছে। হাতাহাতিও হয়েছে দুজনের মধ্যে কিন্তু কেমিস্ট্রি বেশ ঘনই থেকেছে বরাবর। তবে সিদ্ধার্থ স্পষ্ট করে বলে দিয়েছেন যে শো-এর পর আর তিনি শেহনাজের সঙ্গে খুব একটা যোগাযোগ রাখবেন না।

প্রতিযোগিতার শেষ পর্যায় পর্যন্ত সিদ্ধার্থকে কিন্তু তাঁর বন্ধুদের সহযোগিতা করতে দেখা গিয়েছে। বিগ বস ১৩ জয়ের পরে সিদ্ধার্থ বলেন, 'ট্রফি জয় করাটা সত্যিই দারুণ ব্যাপার আমার কাছে।'' অনেকেই সোশাল মিডিয়ায় বা অন্যত্র তাঁকে ফিক্সড উইনার তকমা দিয়েছেন, সেই প্রসঙ্গে সিদ্ধার্থ ইন্ডিয়ানএক্সপ্রেস ডট কম-কে জানান, ''এই সব নিয়ে আর কী বলব। যাঁরা এরকম ভাবেন তাঁদের জন্য আমি দুঃখিত।''

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bigg Boss
Advertisment