দিন কয়েক আগেই পাঞ্জাবে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি এতটাই গরম হয়ে ওঠে যে, শেষমেশ সফর বাতিল করতে বাধ্য হন মোদী। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির বিষয়টি নিয়েই প্রতিবাদ করেছিলেন সাইনা নেহওয়াল (Saina Nehwa)। যে মন্তব্য শুনে প্রকাশ্যেই দেশের মহিলা শাটল-চ্যাম্পিয়নকে উদ্দেশ্য করে নিম্নমানের মন্তব্য করে বসেন অভিনেতা সিদ্ধার্থ (Siddharth)।
সিদ্ধার্থ অবশ্য বরাবরই গেরুয়া-বিরোধী টুইট করেন। বিস্ফোরক মন্তব্যে শব্দবাণ ছুঁড়তেও 'রং দে বাসন্তি' অভিনেতার জুড়ি মেলা ভার! এবার সাইনাকেও বিঁধে কথা বলতে ছাড়লেন না মোদীর হয়ে কথা বলার জন্য। সাইনা নেহওয়াল লিখেছিলেন, "যে দেশে প্রধানমন্ত্রীর-ই নিরাপত্তা নেই, সেই দেশের নাগরিকরাও সুরক্ষিত নন। মোদীর ওপর বিক্ষোভকারীদের এমন অনভিপ্রেত আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করছি। ভারত মোদীর পাশেই রয়েছে।" সেই চুইট চোখে পড়ার পরই তেড়ে ওঠেন দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ।
রিটুইট করে পাল্টা দেন সাইনাকে। বলেন, "বিশ্বের শাটল-কক চ্যাম্পিয়ন। ঈশ্বরকে ধন্যবাদ যে ভারতকে রক্ষা করার জন্য এখনও মানুষ রয়েছেন। রিহানা তোমার লজ্জা হওয়া উচিত।" উল্লেখ্য, কৃষক আন্দোলন চলার সময়ে কৃষকদের হয়ে প্রতিবাদ করেছিলেন মার্কিনী পপস্টার রিহানাও। সেই প্রেক্ষিতেই বিদেশী গায়িকার প্রসঙ্গ টেনে এনে সাইনাকে টুইটে খোঁচা দেন সিদ্ধার্থ। মহিলা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নের প্রতি এমন কটু শব্দপ্রয়োগ নজর এড়ায়নি জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women )।
<আরও পড়ুন: ‘কীসের ডবল ভ্যাকসিন? সবই তো বিশাল ষড়যন্ত্র!’, ফের করোনার বাড়বাড়ন্তে বিরক্ত শ্রীলেখা>
অতঃপর কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা পাল্টা কষিয়ে দেন সিদ্ধার্থকে। বলেন, "এই লোকটাকে আদতে একটা নয়, দুটো শিক্ষা দেওয়া উচিত। এর প্রোফাইল এখনও কেন টুইটারে রয়েছে? পুলিশের দ্বারস্থ হওয়া জরুরী এর বিরুদ্ধে।" এমনকী সিদ্ধার্থের দক্ষিণী ইন্ডাস্ট্রির মহিলা সহকর্মীরাও এতে বিরক্ত প্রকাশ করেন। গায়িকা চিন্ময়ী শ্রীপদা বলেন, "ভীষণ সংবেদনহীন সিদ্ধার্থ! মহিলারা যে বিষয়টির জন্য লড়ে আসছে, তুমি সেটাতেই ইন্ধন জোগাচ্ছ।"
ইতিমধ্যেই গোটা বিষয়টি জানিয়ে মহারাষ্ট্রের ডিজিপির কাছে চিঠি পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। সিদ্ধার্থের ক্ষমা চাওয়ার দাবিও তুলেছেন তাঁরা। ইংরেজির 'কক' শব্দটি নিয়েই আপত্তি তোলেন নেটজনতার একাংশ। মহিলা কমিশনের পাশাপাশি সাইনার পাশে দাঁড়িয়েছেন এক কেন্দ্রীয় মন্ত্রীও। টুইট নিয়ে শোরগোল হতেই এইপ্রসসঙ্গে মুখ খোলেন 'রং দে বাসন্তি' অভিনেতা। বলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। কাউকে আঘাত করে মতামত দিতে চাননি তিনি। কিন্তু বিতর্ক তাতেও থামেনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
মোদীর পাঞ্জাব-কাণ্ড ঘিরে তুঙ্গে বিতর্ক! সাইনাকে কুরুচিকর মন্তব্য সিদ্ধার্থের, সুর চড়াল মহিলা কমিশন
বিপাকে 'রং দে বাসন্তি' অভিনেতা! কী বলছেন?
Follow Us
দিন কয়েক আগেই পাঞ্জাবে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি এতটাই গরম হয়ে ওঠে যে, শেষমেশ সফর বাতিল করতে বাধ্য হন মোদী। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির বিষয়টি নিয়েই প্রতিবাদ করেছিলেন সাইনা নেহওয়াল (Saina Nehwa)। যে মন্তব্য শুনে প্রকাশ্যেই দেশের মহিলা শাটল-চ্যাম্পিয়নকে উদ্দেশ্য করে নিম্নমানের মন্তব্য করে বসেন অভিনেতা সিদ্ধার্থ (Siddharth)।
সিদ্ধার্থ অবশ্য বরাবরই গেরুয়া-বিরোধী টুইট করেন। বিস্ফোরক মন্তব্যে শব্দবাণ ছুঁড়তেও 'রং দে বাসন্তি' অভিনেতার জুড়ি মেলা ভার! এবার সাইনাকেও বিঁধে কথা বলতে ছাড়লেন না মোদীর হয়ে কথা বলার জন্য। সাইনা নেহওয়াল লিখেছিলেন, "যে দেশে প্রধানমন্ত্রীর-ই নিরাপত্তা নেই, সেই দেশের নাগরিকরাও সুরক্ষিত নন। মোদীর ওপর বিক্ষোভকারীদের এমন অনভিপ্রেত আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করছি। ভারত মোদীর পাশেই রয়েছে।" সেই চুইট চোখে পড়ার পরই তেড়ে ওঠেন দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ।
রিটুইট করে পাল্টা দেন সাইনাকে। বলেন, "বিশ্বের শাটল-কক চ্যাম্পিয়ন। ঈশ্বরকে ধন্যবাদ যে ভারতকে রক্ষা করার জন্য এখনও মানুষ রয়েছেন। রিহানা তোমার লজ্জা হওয়া উচিত।" উল্লেখ্য, কৃষক আন্দোলন চলার সময়ে কৃষকদের হয়ে প্রতিবাদ করেছিলেন মার্কিনী পপস্টার রিহানাও। সেই প্রেক্ষিতেই বিদেশী গায়িকার প্রসঙ্গ টেনে এনে সাইনাকে টুইটে খোঁচা দেন সিদ্ধার্থ। মহিলা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নের প্রতি এমন কটু শব্দপ্রয়োগ নজর এড়ায়নি জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women )।
<আরও পড়ুন: ‘কীসের ডবল ভ্যাকসিন? সবই তো বিশাল ষড়যন্ত্র!’, ফের করোনার বাড়বাড়ন্তে বিরক্ত শ্রীলেখা>
অতঃপর কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা পাল্টা কষিয়ে দেন সিদ্ধার্থকে। বলেন, "এই লোকটাকে আদতে একটা নয়, দুটো শিক্ষা দেওয়া উচিত। এর প্রোফাইল এখনও কেন টুইটারে রয়েছে? পুলিশের দ্বারস্থ হওয়া জরুরী এর বিরুদ্ধে।" এমনকী সিদ্ধার্থের দক্ষিণী ইন্ডাস্ট্রির মহিলা সহকর্মীরাও এতে বিরক্ত প্রকাশ করেন। গায়িকা চিন্ময়ী শ্রীপদা বলেন, "ভীষণ সংবেদনহীন সিদ্ধার্থ! মহিলারা যে বিষয়টির জন্য লড়ে আসছে, তুমি সেটাতেই ইন্ধন জোগাচ্ছ।"
ইতিমধ্যেই গোটা বিষয়টি জানিয়ে মহারাষ্ট্রের ডিজিপির কাছে চিঠি পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। সিদ্ধার্থের ক্ষমা চাওয়ার দাবিও তুলেছেন তাঁরা। ইংরেজির 'কক' শব্দটি নিয়েই আপত্তি তোলেন নেটজনতার একাংশ। মহিলা কমিশনের পাশাপাশি সাইনার পাশে দাঁড়িয়েছেন এক কেন্দ্রীয় মন্ত্রীও। টুইট নিয়ে শোরগোল হতেই এইপ্রসসঙ্গে মুখ খোলেন 'রং দে বাসন্তি' অভিনেতা। বলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। কাউকে আঘাত করে মতামত দিতে চাননি তিনি। কিন্তু বিতর্ক তাতেও থামেনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন