Advertisment
Presenting Partner
Desktop GIF

Sidhu Moose Wala Brother: সত্যিই যেন অবিকল সিধু, মুসেওয়ালার ভাইয়ের সঙ্গে পরিচয় করালেন বলকৌর-চরণ

Sidhu Moose Wala Brother Face Revealed by His Parents: সিধু, যিনি পাঞ্জাবি গানের জন্য বিখ্যাত ছিলেন তাঁর গানের মাধ্যমে নানাসময় নানা বিষয়ে তিনি বার্তা দিতেন। সিধু মুসেওয়ালাকে খুব অল্প বয়সেই পাড়ি দিতে হয় না ফেরার দেশে।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
sidhu moosewala second brother

Sidhu Moose Wala Younger Brother Shubhdeep: সিধুর ভাই যেন অবিকল তাঁর মতই...

সিধু মুসওয়ালার বাবা-মা তার ছোট ভাই শুভদীপের মুখ প্রকাশ করেছেন: ঈশ্বর যেন সবকিছুই ফেরত দেয়। ঠিক এমনটাই যেন প্রমাণিত হল সিধু মুসেওয়ালার ভাই ফিরে আসায়। বেশ কিছু মাস আগে জানা গিয়েছিল ফের একবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শিল্পীর মা।

Advertisment

সিধু, যিনি পাঞ্জাবি গানের জন্য বিখ্যাত ছিলেন তাঁর গানের মাধ্যমে নানাসময় নানা বিষয়ে তিনি বার্তা দিতেন। সিধু মুসেওয়ালাকে খুব অল্প বয়সেই পাড়ি দিতে হয় না ফেরার দেশে। শুধু তাই নয়, যেভাবে তাঁকে গুলিবিদ্ধ করে মেরে ফেলা হয়, তাতে আঁতকে উঠেছিলেন অনেকেই।

পুরো নাম শুভদীপ সিং সিধু। ২৮ বছর বয়সী এই র‍্যাপাড় অনেকের মন জয় করে নিয়েছিলেন তাঁর শিল্প এবং গানের মধ্যে দিয়ে। তাঁর মর্মান্তিক মৃত্যুর দুবছরের মাথায় তাঁর বাবা মা ঘোষণা করেন যে ফের একবার তাঁরা বাবা মা হতে চলেছেন। এবং সিধুর ভাইকে দেখলে বোঝার জো নেই।

ছোট ছেলেকে সকলের সঙ্গে আলাপ করিয়ে দিলেন তাঁরা। বলকৌর সিং এবং চারান কৌর মিষ্টি একটি ছবি শেয়ার করেছেন। গোলাপী রঙের পাগড়ি, একদম যেন সেই চোখ আর সেই মুখ। তাঁরা প্রথম সন্তানের একদম অবয়ব যেন দেখতে পাচ্ছেন ছোট্টটির মুখে। তাঁরা লিখছেন...

এই দৃষ্টির মধ্যে একটি অদ্ভুত গভীরতা আছে। যে আমাদের জীবনের সব সত্যগুলোকে বোঝে। এই চেহারার সততা শব্দে প্রকাশ করা যাবে না। অন্তত, এটুকু আমরা বলতে পারি, একদিন যে চেহারাটিকে আমরা চোখের জলে ঈশ্বরের কাছে পাঠিয়েছিলাম, তাঁর একটা ছোট্ট ফর্ম আবার আমাদের কাছে ফিরে এসেছে। আমাদের সমস্ত ভাইবোনের প্রার্থনা এবং মহান ঈশ্বরের আশীর্বাদ এটা। ওয়াহেগুরুর কাছে আমরা কৃতজ্ঞ। তাঁর কাছে ঋণী।

আরও পড়ুন প্রথমবার মেয়েকে নিয়ে লোকসম্মুখে দীপিকা-রণবীর, দুয়াকে নিয়ে কোথায় গেলেন তাঁরা?

এদিকে, সেই পুঁচকের মুখ দেখলে মন খারাপ থাকলেও এক নিমেষে ভাল হয়ে যাবে। তাঁরও নাম রেখেছেন শুভদ্বীপ। সত্যিই যেন সিধুর ছোট ভার্সন। এমনকি, র‍্যাপারের বেশিরভাগ ভক্তরা এমনই বলছেন, যে সিধু ইস ব্যক। আবার কেউ বললেন, এবার হবে খেলা। কারওর কথায়, যারা ভেবেছিল কর্মা ব্যাক করে না, তাঁরা বুঝবে।

Bollywood Song Sidhu Moosewalla Bollywood Lyricist bollywood songs bollywood
Advertisment